Nick Carter Bengal Concert 2025

নস্টালজিয়ার জাদু নিয়ে নব্বই দশকের হৃদয়জয়ী পপ তারকা নিক কার্টার আসছেন বাংলায়!

এই বিশেষ অনুষ্ঠানটি আয়োজন করছেন ‘দ্য ফেস্টিভ্যাল’ এবং স্পনসরের ভূমিকায় রয়েছে বডি অয়েল প্রস্তুতকারক সংস্থা ‘জ্যাক অলিভল’।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৫ ২১:৪৪
Share:

চিত্র: সংগৃহীত

বাংলা এ বার নেচে উঠবে পপ গানের তালে। নব্বইয়ের দশকের আমেরিকা বিখ্যাত পপ ব্যান্ড ‘ব্যাকস্ট্রিট বয়েজ়’-এর হার্টথ্রব নিক কার্টার এ বার আসছেন এক অনন্য নস্টালজিয়ার সফরে, কলকাতা এবং শিলিগুড়িতে। কলকাতা থেকে শিলিগুড়ি —ভারতীয় শ্রোতাদের জন্য এক আবেগঘন সংগীত অভিজ্ঞতা দিতে প্রস্তুত এই আন্তর্জাতিক পপ তারকা নিক কার্টার।

Advertisement

এই বিশেষ অনুষ্ঠানটি আয়োজন করছেন ‘দ্য ফেস্টিভ্যাল’ এবং স্পনসরের ভূমিকায় রয়েছে বডি অয়েল প্রস্তুতকারক সংস্থা ‘জ্যাক অলিভল’। পপ ম্যাজিকে ভরা নিক কার্টারের কলকাতার পারফরম্যান্সটি অনুষ্ঠিত হতে চলেছে ১৮ মার্চ কলকাতার বিশ্ব বাংলা এক্সিবিশন সেন্টারে বিকেল ৪টে থেকে এবং ২০ মার্চ শিলিগুড়িতে উৎসধারা তিস্তা টাউনশিপ, নৌকাঘাটাতে। একক শিল্পী হিসেবে এই প্রথমবার ভারতে আসছেন নিক কার্টার। তিনি নিজেও ভারতের সংস্কৃতি এবং সঙ্গীতের খুব বড় ভক্ত।

‘হু আই অ্যাম ট্যুর’-এর মাধ্যমে প্রথমবারের মতো একক পারফরম্যান্স নিয়ে ভারত সফরে আসছেন বিখ্যাত পপ তারকা নিক কার্টার। নিক কার্টারের এই আন্তর্জাতিক সফরের বিশেষ পারফরম্যান্সে থাকছে ‘ব্যাকস্ট্রিট বয়েজ়’-এর কিছু চিরসবুজ হিট গান, তাঁর নিজস্ব পছন্দের গান ‘সুপারট্রাক’, ‘মেড ফর আস’ এবং নব্বইয়ের দশকের সেই কিছু বিখ্যাত গান, যা তাঁর সংগীত জীবনের অবিচ্ছেদ্য অংশ।

Advertisement

কলকাতায় আন্তর্জাতিক অনুষ্ঠানের ঘাটতি মেটাতে ২০০৬ থেকে এই আন্তর্জাতিক অনুষ্ঠানের পরিকল্পনা করে চলছে আয়োজক সংস্থা ‘দ্য ফেস্টিভ্যাল’। এই উদ্দেশ্য নিয়েই ‘দ্য ফেস্টিভ্যাল’-এর ‘পোয়েটস্ অফ দ্য ফল’ অনুষ্ঠিত হয়। এর পরেও আরও ২০ জন আন্তর্জাতিক শিল্পীকে বিভিন্ন সময়ে কলকাতায় নিয়ে আসেন এই সংস্থা। তাঁদের মধ্যে রয়েছেন, ব্রায়ান অ্যাডাম্‌স, মাইকেল লার্নস টু রক্, কার্নিভাল, দ্য আরিস্ট্রোকার্টস, ব্যাম্বলফুট, স্কাইহার্বার, রব কিংসলে, ব্রেক ফ্রি এবং আরও অনেকে।

মাত্র ১৩ বছর বয়সে, নিক ‘ব্যাকস্ট্রিট বয়েজ়’ নামে একটি নতুন বয় ব্যান্ডের জন্য অডিশন দিয়েছিলেন । কিন্তু তিনি জানতেন না যে, এই একটি অডিশন তাঁর জীবন চিরতরে বদলে দেবে। ‘দ্য ফেস্টিভ্যাল’ গর্বিত ছোটবেলার স্মৃতিকে বাংলার বুকে ফিরিয়ে আনতে পেরে। তবে শুধু নিক কার্টার নয়, বাংলার জন্যে অপেক্ষা করছে আরও অনেক চমক। শিলিগুড়ির অনুষ্ঠানের বাড়তি পাওনা হিসেবে থাকছেন ডাব্লিউ. আই.এস.এইচ (W.i.S.H.), সাকার অ্যাকা লিটল বুদ্ধ এবং ভাইরাল কোরিয়ান পপ শিল্পী অরোরা।

‘ডিএনএ ওয়ার্ল্ড ট্যুর’ চলাকালীন ভারতীয় ভক্তদের উষ্ণ অভ্যর্থনা পেয়েছিলেন নিক কার্টার। তাই ভারতীয় সংস্কৃতির সেই মুগ্ধতাকে আরও গভীরে অনুভব করতে এ বার তিনি আসছেন কলকাতা এবং শিলিগুড়িতে। শুধু সংগীত পরিবেশনই নয়, তিনি চান স্থানীয় সংগীতশিল্পীদের সঙ্গে কাজ করতে পাশাপাশি ভারতীয় সুস্বাদু খাবারেরও স্বাদ নিতে!

শিক্ষার্থীদের জন্যে থাকছে এই অনুষ্ঠানের টিকিটের উপর বিশেষ ৩০ শতাংশ ছাড়। কর্পোরেটে কর্মরতদের জন্যে থাকছে ১০ শতাংশ ছাড়।

এই অনন্য অনুষ্ঠানের সাক্ষী থাকতে পারেন আপনিও। অনুষ্ঠানের ডিজিটাল মিডিয়া পার্টনার আনন্দবাজার ডট কম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement