মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।
উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টিতে তৈরি হয়েছে প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতি। নদীর জলস্তর বৃদ্ধি, ভূমিধস, এবং জলমগ্ন এলাকা নিয়ে চিন্তায় প্রশাসন। এমন অবস্থায় দ্রুত পদক্ষেপ করল রাজ্য সরকার। জরুরি ভিত্তিতে উত্তরবঙ্গে পাঠানো হচ্ছে একটি প্রতিনিধিদলকে। এই দলে রয়েছেন মোট আট জন উচ্চপদস্থ আধিকারিক। নেতৃত্বে রয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা। তাঁর সঙ্গে রয়েছেন কৃষি দফতরের সচিব ওঙ্কার সিং মিনা, পঞ্চায়েত দফতরের সচিব পি উলগানাথন, স্বাস্থ্য দফতরের সচিব শুভাঞ্জন দাস, এবং ডব্লিউবিএসইডিসিএল-এর ডিরেক্টর (এইচআর) অভিজিৎ লাটুয়া। এই পাঁচ জন আইএএস অফিসারের পাশাপাশি দলে রয়েছেন তিন প্রযুক্তিগত বিশেষজ্ঞ। এঁরা হলেন জনস্বাস্থ্য কারিগরি দফতরের উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার এবং সেচ দপ্তরের দুই চিফ ইঞ্জিনিয়ার।
এই দল বৃহস্পতিবারই উত্তরবঙ্গে পৌঁছোতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিচার করে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত ত্রাণ ও উদ্ধারকাজ পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করে দ্রুত মেরামতির পরিকল্পনা, পানীয় জল, বিদ্যুৎ এবং স্বাস্থ্য পরিষেবা সচল রাখাই এই বিশেষ দলের প্রধান লক্ষ্য। প্রসঙ্গত, গত কয়েক দিন ধরে উত্তরবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টির কারণে নদীভাঙন, রাস্তায় ধসের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। একাধিক গ্রামীণ এলাকা জলের নীচে। এই অবস্থায় রাজ্যের তৎপরতা কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে এলাকাবাসীকে। সরকারি সূত্রের খবর, রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে এই দলের কাজের উপর নজর রাখবেন এবং নিয়মিত রিপোর্ট চাইবেন।