বধূর গায়ে আগুন পরাণপুরে ধৃত ৩

গায়ে কেরোসিন তেল ঢেলে বধূকে পুড়িয়ে মারার চেষ্টার ঘটনায় তিন জনকে পুলিশ গ্রেফতার করেছে। ভাসুরের কুপ্রস্তাবে সাড়া না দিয়ে উল্টে ওই বধূ বাপের বাড়িতে জানিয়ে দেওয়ার কথা বলায় ওই বধূকে গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় বলে অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চাঁচল শেষ আপডেট: ১২ জুন ২০১৬ ০৭:০১
Share:

গায়ে কেরোসিন তেল ঢেলে বধূকে পুড়িয়ে মারার চেষ্টার ঘটনায় তিন জনকে পুলিশ গ্রেফতার করেছে। ভাসুরের কুপ্রস্তাবে সাড়া না দিয়ে উল্টে ওই বধূ বাপের বাড়িতে জানিয়ে দেওয়ার কথা বলায় ওই বধূকে গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় বলে অভিযোগ।

Advertisement

মালদহের পুখুরিয়ার পরানপুরে গত মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে। শুক্রবার বিকেলে বধূর পরিবারের তরফে পুলিশে অভিযোগ জানানো হয়। আশঙ্কাজনক অবস্থায় অগ্নিদগ্ধ ওই বধূ চিকিত্সাধীন। অভিযোগ পেয়ে রাতেই ভাসুর কামিউল মিয়া, শ্বশুর ফেকন মিয়া ও জা সাবিনা বিবিকে পুলিশ গ্রেফতার করে। অভিযুক্ত বাকি দুজন, বধূর স্বামী ও শাশুড়িকে এখনও ধরতে পারেনি পুলিশ। চাঁচলের এসডিপিও রানা মুখোপাধ্যায় বলেন, ‘‘বাকি দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।’’

পুলিশ সূত্রে জানা যায়, মানিকচক এলাকার ওই বধূর দুবছর আগে পরানপুরে জামিরুল মিয়ার সঙ্গে বিয়ে হয়। স্বামী দিল্লিতে টাওয়ারের শ্রমিক হিসেবে কাজ করেন। সেখান থেকেই নতুন বাইক কিনে দেওয়ার জন্য তিনি মাঝেমধ্যেই শ্বশুরবাড়িতে ফোন করতেন। কিন্তু বাইক না পেয়ে দিল্লি থেকেই স্বামী জামিরুল বাবা, মা, দাদা ও বৌদিকে নির্দেশ দিয়েছিলেন স্ত্রীকে যেন খেতে না দেওয়া হয়। সেই কথা শুনে শ্বশুরবাড়ির লোকেরা বধূর উপরে নির্যাতন চালাতেন বলে অভিযোগ। এমনকী, টানা তিনদিন ওই বধূকে শ্বশুরবাড়িতে খেতেও দেওয়া হয়নি। বধূর এক জা তাঁকে খেতে দেওয়ায় তাকেও মারধর করা হয় বলে পুলিশ জেনেছে।

Advertisement

এই পরিস্থিতিতে গত মঙ্গলবার রাতে ভাসুর ওই বধূকে কুপ্রস্তাব দেন বলে অভিযোগ। প্রতিবেশী ও বাপের বাড়িতে ভাসুরের কুকীর্তি জানিয়ে দেওয়ার কথা বলেছিলেন ওই বধূ। তারপরেই রাতে শোওয়ার ঘরে ঘুমন্ত অবস্থায় বধূর গায়ে আগুন লাগিয়ে ঘরের দরজা বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। বধূর চিত্কারে প্রতিবেশীরা ছুটে এসে উদ্ধার করে প্রথমে আড়াইডাঙ্গা হাসপাতালে পাঠান। বধূর দাবা রফিকুল নাদাব বলেন, ‘‘মালদহে চিকিত্সকরা বলেছেন কলকাতায় না নিয়ে গেলে বোনকে বাঁচানো যাবে না। কিন্তু কলকাতায় নিয়ে গিয়ে বোনের চিকিত্সা করার সামর্থ্য আমাদের নেই। ঘটনায় অভিযুক্তদের যেন কড়া শাস্তি হয় এটাই চাই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন