Threat call

প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুর কাছে ‘বিশ পেটি’ দাবি করে তিন জন আটক! অভিযুক্তদের জেরা করছে মালদহ পুলিশ

গত মাসে দুলাল সরকার নামে ইংরেজবাজারের এক তৃণমূল কাউন্সিলর খুনের পর মালদহ জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০০
Share:

(বাঁ দিকে) কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। (ডান দিকে) সেই হুমকি-বার্তা। —নিজস্ব চিত্র।

রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মালদহের ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী এবং তাঁর পরিবারকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে তিন যুবককে আটক করল পুলিশ। শুক্রবার কৃষ্ণেন্দু অভিযোগ করেন, তাঁর কাছে ২০ লক্ষ টাকা দাবি করে ফোনে হুমকি দেওয়া হয়েছে। টাকা-না দিলে তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের খুন করা হবে বলে শাসিয়েছেন ‘ডি কোম্পানি’-র জনৈক ‘প্রদীপ’। ওই অভিযোগ সামনে আসার কয়েক ঘণ্টার মধ্যেই শুক্রবার কালিয়াচক থানার পুলিশ তিন জনকে আটক করেছে। পুলিশ সূত্রের খবর, অভিযুক্তদের থানায় নিয়ে গিয়ে জেরা করা হচ্ছে।

Advertisement

কৃষ্ণেন্দু অভিযোগ করেন, বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ তিনি একটি মেসেজ পান। যিনি বার্তা পাঠিয়েছিলেন, তিনি নিজেকে ‘ডি কোম্পানি’র প্রদীপ বলে পরিচয় দিয়েছেন। তিনি বার্তায় লেখেন, ‘‘২০ পেটি দেনা হোগা আপকো, নেহি তো তুম অর তুমহারি ফ্যামিলি মেম্বার কো টোক দেঙ্গে।’’ বাংলায় তর্জমা করলে দাঁড়ায় ‘‘আপনাকে ২০ পেটি দিতে হবে। নয়তো আপনাকে এবং আপনার পরিবারকে গুলি করে দেব!’’

পরে আবার হুমকি ফোন পান তৃণমূলের কৃষ্ণেন্দু। একটি অডিয়ো বার্তায় (অডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন) অভিযুক্তকে বলতে শোনা গিয়েছে, ‘‘কৃষ্ণেন্দু বোল রহা হ্যায়?’’ (কৃষ্ণেন্দু বলছেন?) কৃষ্ণেন্দু ‘হ্যাঁ’ বলে জানতে চান কে কথা বলছেন? তখন ফোনের ও প্রান্ত থেকে বলা হয়, ‘ডি কোম্পানি’ থেকে প্রদীপ কথা বলছেন।

Advertisement

সেই ‘প্রদীপ’ হুমকির সুরে বলেন, ‘‘আপকো মেসেজ দিয়া হ্যায়। মেসেজ নহি দেখা অব তক?’’ (আপনাকে মেসেজ পাঠিয়েছি। এখনও মেসেজ দেখেননি?)

জবাবে কৃষ্ণেন্দু বলেন, ‘‘কিয়া বাত কা মেসেজ হ্যায়?’’ (কীসের বার্তা?)

তখন প্রদীপ বলেন, ‘‘মুদ্দা বাত হ্যায়, বিশ পেটি ভেজ না পড়েগা।’’ (আস কথা হল, আপনাকে ২০ পেটি পাঠাতে হবে)

কৃষ্ণেন্দুর জিজ্ঞাসা, ‘‘আপকো? কিঁউ?’’ (আপনাকে? কেন)

এর পর আর কারণ না জানিয়ে সোজা প্রাণে মারার হুমকি দেন ‘ডি কোম্পানি’-র ‘প্রদীপ’। কেটে কেটে তিনি বলেন, ‘‘তুম অউর তুমহারা ফ্যামিলি... শোচ লিজিয়ে কিয়া হোগা।’’ এর পর ফোন কেটে যায়। পুলিশে এ নিয়ে অভিযোগ জানানোর পর তৎপরতার সঙ্গে তদন্ত শুরু হয়। বস্তুত, গত মাসে দুলাল সরকার নামে ইংরেজবাজারের এক তৃণমূল কাউন্সিলর খুনের পর মালদহ জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরেও জেলায় বেশ কয়েকটি অপরাধের ঘটনা ঘটেছে। তাই কৃষ্ণেন্দুকে পাঠানো এই হুমকি-বার্তাকে মোটেই হালকা ভাবে নেয়নি পুলিশ।

মালদহের পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জানান, অভিযুক্তদের নানা প্রশ্ন করা হচ্ছে। দ্রুত সমস্ত অভিযুক্তকে খুঁজে বার করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement