—প্রতীকী চিত্র।
দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর থানায় কর্মরত সিভিক ভলান্টিয়ার মিনারুল ইসলামের রহস্যমৃত্যুর ঘটনায় নয়া মোড়। আত্মহত্যা নয় তাঁকে খুন করা হয়েছে বলে স্বীকার করেছেন তার স্ত্রী লাভলি আক্তার বানু। বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই এই খুন বলে দাবি মৃতের পরিবারের। এই ঘটনায় লাভলিকে গ্রেফতার করেছে হরিরামপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, প্রায় ছয় মাস আগে রাতে ডিউটির জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন মিনারুল। পরের দিন ভোরে বাড়ি থেকে প্রায় দু’কিলোমিটার দূরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার করে পুলিশ। তখন থেকেই পরিবারের দাবি ছিল এটি আত্মহত্যা নয় পরিকল্পিত খুন। তাদের দাবি, লাভলির সঙ্গে দীর্ঘ দিন ধরে আকরামুল ইসলাম নামে এক যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। সেই সম্পর্কের কথা মিনরুল জানতে পেরে যাওয়ায় তাঁকে খুন করার ছক কষে তাঁর স্ত্রী এবং আকরামুল। এই ঘটনা প্রকাশ্যে আসার পরে মৃতের স্ত্রীকে চেপে ধরেন গ্রামবাসীরা আর সেই চাপের মুখে পড়ে খুন করার কথা স্বীকার করে নেন তিনি।
এ ঘটনার তদন্তে নেমেছে হরিরামপুর থানার পুলিশ।খোঁজ চলছে পলাতক আকরামুল ইসলামেরও।