বুড়োর অবসরে বিতর্ক পুরসভায়

‘বুড়ো’র হাড়ের ভেল্কি কী আবার দেখবে জলপাইগুড়ি শহরের বাসিন্দারা? জলপাইগুড়ি পুরসভার অন্দরে শুরু হওয়া কর্তাদের কাজিয়ায় এখন সেই প্রশ্নই দানা বাঁধতে শুরু করেছে৷

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জলপাইগুড়ি শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৭ ০২:১৬
Share:

‘বুড়ো’র হাড়ের ভেল্কি কী আবার দেখবে জলপাইগুড়ি শহরের বাসিন্দারা? জলপাইগুড়ি পুরসভার অন্দরে শুরু হওয়া কর্তাদের কাজিয়ায় এখন সেই প্রশ্নই দানা বাঁধতে শুরু করেছে৷

Advertisement

বুধবার বিশ্ব জল দিবসের দিনই জলপাইগুড়ি পুরসভা থেকে অবসর দেওয়া হয়েছে বুড়োকে৷ বুড়ো—অর্থাৎ জলপাইগুড়ি পুরসভার সব থেকে পুরনো পাম্প৷ টানা ৮৩ বছর ধরে জলপাইগুড়ি শহরে এক টানা জল জুগিয়ে গিয়েছে সে৷ কিন্তু তার অবসর নিয়েই জলপাইগুড়ি পুরসভার অন্দরে শুরু হয়েছে কাজিয়া৷ আর তাতেই মনে হচ্ছে, বুড়োর অবসর ভাঙাও যে খুব একটা অসম্ভব কিছু না। মাত্র ২৪ ঘণ্টা আগে অবসর নিয়েছিল সে৷

কিন্তু এমন কী ঘটনা ঘটল, বুড়োকে ঘিরে? পুরসভার জল দফতরের চেয়্যারম্যান ইন কাউন্সিল সৈকত চট্টোপাধ্যায় বুধবার নিজে বুড়োর অবসরের কথা ঘোষণা করেন৷ বুড়োর জায়গা নেয় অন্য একটি পাম্প৷ আর অবসর দেওয়া হলেও বুড়োকে ঘিরে পুরসভা সংগ্রহশালা করবে বলে জানান সৈকত৷ যদিও আপাতত তার ঠিকানা পুরসভারই একটি গ্যারাজ৷

Advertisement

কিন্তু এত ঘটা করে বুড়োকে অবসর দেওয়া হলেও, পুরসভার চেয়ারম্যান মোহন বসু কিন্তু এ দিন সাফ জানান, সরকারি ভাবে বুড়ো অবসর নেয়নি৷ এ ব্যাপারে পুরসভার তরফে কোন সিদ্ধান্তও নেওয়া হয়নি৷ এটা পুরসভার একটি দফতরের (পড়তে হবে জল দফতরের) চিন্তা মাত্র৷ মোহনবাবু আরও বলেন, কোনও মানুষের অবসরের ক্ষেত্রে যেমন কিছু নিয়ম-নীতি থাকে, যন্ত্রের ক্ষেত্রেও তাই৷ তাই বোর্ড মিটিং-এ আলোচনা না করে দুম করে কোন চেয়ারম্যান ইন কাউন্সিল কোনও যন্ত্রের অবসরের কথা ঘোষণা করতে পারেন না৷ আর এই পাম্পটির ক্ষেত্রে বোর্ড মিটিং-এ আলোচনা তো দূরের কথা, মেশিনটির অবসরের কথাই তিনি জানতেন না৷

পুরসভা সূত্রের খবর, তাঁকে না জানিয়ে জলপাইগুড়ি পুরসভার সব থেকে পুরানো পাম্পের অবসর দেওয়ার সিদ্ধান্তে চেয়ারম্যান ইন কাউন্সিলের ওপর বেশ খানিকটা ক্ষুব্ধ মোহনবাবু৷ নিজের ঘনিষ্ঠ মহলে কাউকে কাউসে সেই ক্ষোভের কথা জানিয়েছেনও তিনি৷ তবে কি পাম্পটিকে আবার চালু করা হবে? মোহনবাবু সাফ জবাব, ‘‘আমি বেঁচে থাকলে অবশ্যই৷’’

এ দিকে বিষয়টি নিয়ে সৈকতের দাবি, এ ব্যাপারে বোর্ড মিটিং-এ আলোচনার কোনও ব্যাপার নেই৷ পুরপতি পরিষদের অনুমোদনই যথেষ্ট৷ খুব শীঘ্রই সেই বৈঠকে তার অনুমোদন নেওয়া হবে৷ তা ছাড়া চেয়ারম্যানকে মৌখিক ভাবেও বিষয়টি জানানো হয়েছে৷ তা হলে অবসরের ব্যাপারে পুরপতি পরিষদের অনুমোদন ছাড়াই কেন বুড়োর অবসর ঘোষণা করা হল? সৈকতের জবাব, বুধবার যেহেতু পাম্পটি খুলেই ফেলা হয়েছে, তাই ঘোষণাটি করে দেওয়া হয়েছে৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন