উঠল আত্রেয়ীও

বিপন্ন আত্রেয়ী নদীকে বাঁচাতে শহরবাসীর দাবির সঙ্গে সুর মিলিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে উৎসাহের পারদ বাড়ছে বালুরঘাটে। দক্ষিণ দিনাজপুরের মূল বড় নদী আত্রেয়ীর নাব্যতা ফেরাতে আন্দোলনে সামিল শহরের পরিবেশপ্রেমী সংস্থাগুলিও উচ্ছ্বসিত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বালুরঘাট শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৭ ০২:২৯
Share:

বিপন্ন আত্রেয়ী নদীকে বাঁচাতে শহরবাসীর দাবির সঙ্গে সুর মিলিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে উৎসাহের পারদ বাড়ছে বালুরঘাটে। দক্ষিণ দিনাজপুরের মূল বড় নদী আত্রেয়ীর নাব্যতা ফেরাতে আন্দোলনে সামিল শহরের পরিবেশপ্রেমী সংস্থাগুলিও উচ্ছ্বসিত। এ জেলার কুমারগঞ্জ ব্লকের সমজিয়া এলাকা থেকে প্রায় দেড়শো মিটার দূরে বাংলাদেশের দিকে মোহনপুরে আত্রেয়ীর উৎসমুখে বরাবর বাঁধ দিয়ে জল নিয়ন্ত্রণ করায় বালুরঘাটের দিকে আত্রেয়ী দ্রুত শুকিয়ে যাচ্ছে।

Advertisement

এ দিন কোচবিহারে সফরকালে মুখ্যমন্ত্রী বলেছেন, আত্রেয়ী নদীতে বাঁধ দেওয়ায় বালুরঘাট জল পাচ্ছে না। ওই বাঁধ তুলে দিয়ে জল ছাড়ার জন্য তিনি বাংলাদেশের কাছে অনুরোধও করছেন। মুখ্যমন্ত্রীর মুখে ‘মনের কথা’ শুনে এদিন যারপরনাই খুশি জেলাবাসী। বালুরঘাটের পরিবেশ সংস্হা দিশারি সংকল্পের সম্পাদক তুহিনশুভ্র মণ্ডল বলেন, ‘‘আমরা উৎসাহিত। গত দু’বছর ধরে ওই দাবিতে আমাদের আন্দোলন চলছে। মুখ্যমন্ত্রী সহ দেশের প্রধানমন্ত্রীকেও বিষয়টি নিয়ে হস্তক্ষেপের অনুরোধ করে দাবি সনদ পাঠানো হয়েছে।’’

দিশারির মতোই আত্রেয়ী নিয়ে ধারাবাহিক আন্দোলন চালানো আঙিনা পাখি ও পরিবেশ সুরক্ষা সমিতির সম্পাদক বিশ্বজিৎ বসাকও উৎসাহিত। তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী বালুরঘাটের আত্রেয়ীর সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল। আমরা আশাবাদী দু’দেশের উঁচু মহলে আলোচনার মাধ্যমে বিপন্ন আত্রেয়ী নদী রক্ষায় সুরাহার পথ খুলবে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন