নববর্ষ থেকেই বিমানের আশা

দীর্ঘ দিন ধরে বালুরঘাট থেকে কলকাতার মধ্যে বিমান চালুর পরিকল্পনা নিয়ে এখানকার বিমান বন্দরটির আমূল সংস্কারের কাজ শুরু করে রাজ্য সরকার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৮ ০২:৪২
Share:

প্রতীকী ছবি।

বাংলা নববর্ষের শুরুতে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বিমানবন্দর থেকে উড়ান চালুর উদ্যোগ নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার বালুরঘাটে রাজ্য এয়ারপোর্ট অথরিটি এবং পরিবহণ দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর ওই কথা জানান জেলাশাসক শরদকুমার দ্বিবেদী। ওই বৈঠকের আগে সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের এক প্রতিনিধি দল বালুরঘাটের মাহিনগরে বিমান বন্দরের কাজ পরিদর্শন করেন। জেলাশাসক বলেন, বিমানবন্দরের পরিকাঠামো তৈরির কাজ প্রায় শেষ হয়ে এসেছে।

Advertisement

দীর্ঘ দিন ধরে বালুরঘাট থেকে কলকাতার মধ্যে বিমান চালুর পরিকল্পনা নিয়ে এখানকার বিমান বন্দরটির আমূল সংস্কারের কাজ শুরু করে রাজ্য সরকার। পূর্ত দফতরের মাধ্যমে রানওয়ে সংস্কার ও সম্প্রসারণের কাজ শেষ হয়েছে। ১০৯৭ মিটার দৈর্ঘ্য থেকে রানওয়েটি ১৪৯৫ মিটারে বাড়ানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement