হিতেনের স্ত্রীর হোম তালাবন্ধ পচাগড়ে

আবাসিকদের সরাতে গিয়ে তালাবন্ধ ‘মাতৃ আশ্রয়’ হোম দেখে ফিরলেন প্রশাসনের কর্তারা। পরে অবশ্য হোমের কর্ণধারের বাড়িতে গিয়ে সেখানকার আবাসিকদের সরানোর ব্যাপারে নির্দেশ সংক্রান্ত চিঠি ধরান প্রশাসনের প্রতিনিধিরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৭ ০১:৫৯
Share:

বিতর্কিত: মাথাভাঙার এই হোম দেখলেন কর্তারা। —ফাইল চিত্র

আবাসিকদের সরাতে গিয়ে তালাবন্ধ ‘মাতৃ আশ্রয়’ হোম দেখে ফিরলেন প্রশাসনের কর্তারা। পরে অবশ্য হোমের কর্ণধারের বাড়িতে গিয়ে সেখানকার আবাসিকদের সরানোর ব্যাপারে নির্দেশ সংক্রান্ত চিঠি ধরান প্রশাসনের প্রতিনিধিরা। বৃহস্পতিবার বিকেলে শীতলখুচির তৃণমূল বিধায়ক হিতেন বর্মনের মাথাভাঙার বাড়িতে গিয়ে ওই চিঠি দেওয়া হয়।

Advertisement

মাথাভাঙার পচাগড় এলাকায় তৈরি মেয়েদের ওই হোমের কর্ণধার হিতেনবাবুর স্ত্রী কল্পনা বর্মন। প্রশাসন সূত্রের খবর, নানা অনিয়মের অভিযোগে সম্প্রতি ওই হোম কর্তৃপক্ষকে শো-কজ করেন সমাজকল্যাণ দফতর। বুধবার ওই হোম থেকে আবাসিকদের সরাতে জেলা প্রশাসনকে নির্দেশ দেয় রাজ্যের ডাইরেক্টর অফ চাইল্ড রাইটস অ্যান্ড ট্র্যাফিকিং দফতর। তার জেরেই এ দিন ওই হোমে যান চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কর্তা ও সমাজকল্যাণ আধিকারিকের নেতৃত্বাধীন প্রশাসনের দলটি।

কোচবিহারের জেলা সমাজকল্যাণ আধিকারিক দেবদাস বিশ্বাস বলেন, “এ দিনই আবাসিকদের অন্যত্র সরানোর জন্যেই যাওয়া হয়েছিল। তবে হোম তালাবন্ধ দেখার পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনে হোমের কর্ণধারের বাড়িতে যাওয়া হয়। কিন্তু বিয়ের অনুষ্ঠান থাকায় তাঁরা এ দিন সে ভাবে কথা বলতে চাননি। তাই আবাসিকদের সরানোর ব্যাপারে চিঠি দেওয়া হয়।” তিনি জানিয়েছেন, ওই বাড়িতে বিয়ের অনুষ্ঠানে আবাসিক মেয়েরা রয়েছেন। এক আধিকারিক ওই বাড়িতে মেয়েদের ছবিও তুলেছেন। সে সব কিছুই ঊর্ধ্বতন কর্তাদের জানান হয়। এ দিন অবশ্য ওই হোমের কর্ণধার কল্পনাদেবীর সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে তাঁর স্বামী বিধায়ক হিতেন বর্মন জানিয়েছেন, “চিঠির উত্তর হোমের তরফে দেওয়া হয়েছে।” প্রশাসনের এক কর্তা জানিয়েছেন, হোমের তরফে সময় চাওয়া হয়। ৫ মার্চ বৌভাতের অনুষ্ঠান মেটার পরে আলোচনার কথা জানান তাঁরা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন