কারণ ছাড়া রেফারে ‘না’ স্বাস্থ্যসচিবের

বৃহস্পতিবার রায়গঞ্জ জেলা হাসপাতালে পরিদর্শনে গিয়ে চিকিত্সকদের নির্দেশ দিলেন রাজ্য স্বাস্থ্য দফতরের মুখ্যসচিব অনিল ভার্মা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রায়গঞ্জ শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৭ ০১:৫৬
Share:

পরিদর্শন: রায়গঞ্জ হাসপাতালে স্বাস্থ্যকর্তা। নিজস্ব চিত্র

যথেষ্ট কারণ ছাড়া রোগীদের অন্যত্র রেফার করা যাবে না। বৃহস্পতিবার রায়গঞ্জ জেলা হাসপাতালে পরিদর্শনে গিয়ে চিকিত্সকদের নির্দেশ দিলেন রাজ্য স্বাস্থ্য দফতরের মুখ্যসচিব অনিল ভার্মা। সেইসঙ্গে, এখন থেকে জেলা হাসপাতালে অস্ত্রোপচারের সংখ্যা বাড়ানোরও নির্দেশ দিয়েছেন তিনি।

Advertisement

বৃহস্পতিবার অনিলবাবু ও রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা বিশ্বরঞ্জন শতপথির নেতৃত্বে রাজ্য স্বাস্থ্য দফতরের চার সদস্যের একটি প্রতিনিধি দল রায়গঞ্জ জেলা হাসপাতাল ও সুপার স্পেশ্যালিটি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বহির্বিভাগ, ব্লাডব্যাঙ্ক ও স্বাস্থ্য পরীক্ষার বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। এরপর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে উত্তর দিনাজপুরের জেলাশাসক আয়েশা রানি, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা, হাসপাতাল সুপার গৌতম মণ্ডল, রোগী কল্যান সমিতির চেয়ারপার্সন কেয়া চৌধুরী সহ হাসপাতালের অন্য চিকিত্সকদের সঙ্গে বৈঠক করেন তাঁরা। ওই বৈঠকে চিকিত্সকদের উদ্দেশ্যে অনিলবাবুর প্রশ্ন, ‘‘আপনারা এত রোগীকে রেফার করছেন কেনও?’’ তিনি বলেন,‘‘ মেডিক্যাল কলেজগুলিতে যে চিকিত্সা পরিকাঠামো রয়েছে, বর্তমানে জেলা হাসপাতাল ও সুপার স্পেশ্যালিটি হাসপাতালেও তা রয়েছে। অকারণে রোগীদের রেফার করা বন্ধ করুন।’’

চিকিত্সকদের একাংশ জানান, চিকিত্সার পরিকাঠামো থাকা সত্ত্বেও অনেক সময় আতঙ্কে আশঙ্কাজনক রোগীদের উত্তরবঙ্গ ও মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করতে বাধ্য হন চিকিত্সকরা। কারণ, সেই রোগীর মৃত্যু হলে চিকিত্সকদের উপর হামলার আশঙ্কা থাকে। কিছুদিন আগে করণদিঘি গ্রামীণ হাসপাতাল ও রায়গঞ্জ জেলা হাসপাতালে একটি শিশু ও এক যুবকের মৃত্যুর পর চিকিত্সকদের উপর হামলা হয়েছিল। হাসপাতালে ভাঙচুর চালানো হয়।

Advertisement

গত তিন মাসে হাসপাতালে অস্ত্রোপচারের পরিসংখ্যান খতিয়ে দেখে এ দিনের বৈঠকে অসন্তোষ প্রকাশ করেন অনিলবাবু। হাসপাতালের সুপার গৌতমবাবুকে তিনি বলেন, ‘‘অস্ত্রোপচারের সংখ্যা বাড়ানোর চেষ্টা করুন। হাসপাতালের সমস্ত ওয়ার্ড ও বহির্বিভাগে রোগীদের আরও ভাল পরিষেবা দিতে হবে।’’

অন্যদিকে, এ দিন জেলা হাসপাতালের যক্ষ্মা রোগের বহির্বিভাগ পরিদর্শন করার সময়ে অনিলবাবু রোগীদের চিকিত্সা সংক্রান্ত বিভিন্ন নথি চেয়ে পাননি বলে অভিযোগ। এই বিষয়ে তিনি কিছু না বললেও পরিদর্শনকারী দলের অন্য সদস্যরা ওই বিভাগের চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীদের ভর্ৎসনা ও সতর্ক করেন বলে হাসপাতাল সূত্রের খবর।

অনিলবাবুর নির্দেশে এ দিনের বৈঠকে জেলা হাসপাতালের শিশু, প্রসূতি ও শল্য বিভাগ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তর করে জেলা হাসপাতালের পুরনো ভবন সংস্কার, নিকাশিনালা তৈরির কাজ দ্রুত শেষ করা সহ একাধিক সিদ্ধান্ত নিয়েছে জেলা স্বাস্থ্য দফতর। এ দিন বিকেলে রায়গঞ্জের কর্ণজোড়ায় দুই দিনাজপুরের স্বাস্থ্য কর্তাদের সঙ্গে বৈঠক করে বিভিন্ন সরকারি হাসপাতালের চিকিত্সা পরিষেবা উন্নত করার নির্দেশ দেন রাজ্য স্বাস্থ্য দফতরের কর্তারা।

অনিলবাবু সংবাদমাধ্যমকে আলাদা করে কিছু জানাতে চাননি। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধার জানান, রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশ ও পরামর্শ অনুযায়ী পদক্ষেপ করা শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন