Anit Thapa

পাহাড়ে ক্ষতির অভিযোগ অনীতের, প্রতিনিধিদল

মুখ্যমন্ত্রীকেও কেন্দ্রের অবস্থান নিয়ে নালিশ করেছেন তিনি। কালিম্পংয়ের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে সরকারের এক প্রতিনিধিদল সেখানে পাঠানোর নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৩ ০৮:১৯
Share:

জিটিএ প্রধান অনীত থাপা। —ফাইল চিত্র।

সিকিমের বিপর্যয়ের আঁচ পড়েছে এ রাজ্যের পাহাড়েও। শুক্রবার নবান্নে গিয়ে মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে বৈঠক করেন গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (জিটিএ) প্রধান অনীত থাপা। কেন্দ্র সিকিমকে ক্ষয়ক্ষতির অর্থ দিয়েছে, অথচ পাহাড়ের জন্য কেন তা বরাদ্দ হল না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

Advertisement

এ দিন সকালে নবান্নে পৌঁছে বৈঠক শুরু করেন অনীত। সেই বৈঠকে ফোনে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও বলেন জিটিএ প্রধান। সূত্রের দাবি, মুখ্যমন্ত্রীকেও কেন্দ্রের অবস্থান নিয়ে নালিশ করেছেন তিনি। কালিম্পংয়ের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে সরকারের এক প্রতিনিধিদল সেখানে পাঠানোর নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

নবান্ন সূত্রের খবর, প্রাথমিক ভাবে জিটিএ-কে ২৪ কোটি টাকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে নবান্ন। প্রশাসনিক পর্যবেক্ষকদের অনুমান, প্রতিনিধিদল ক্ষয়ক্ষতির পরিমাণ বুঝে ফিরে আসার পরে কেন্দ্রের সঙ্গে কথা বলবে রাজ্য। প্রসঙ্গত, সিকিমের বিপর্যয়ের পরে কালিম্পংয়ে কয়েকশো বাড়িতে ক্ষতি হয়েছে। সড়ক পরিকাঠামোও বিপর্যস্ত।

Advertisement

বৈঠকের পরে অনীত থাপা বলেন, “দার্জিলিং ভারতেই। সেই দার্জিলিং তিন বার বিজেপির সাংসদ দিয়েছে। কিন্তু সেই দার্জিলিংয়ের প্রতি বিজেপির কী নজর, তা আজ স্পষ্ট হয়ে গিয়েছে। সিকিমের টাকার দরকার। কিন্তু পাহাড়েও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এটা রাজনীতির বদলে মানবিক নজরে দেখলে ভাল হত।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন