‘চ্যাতন হন’, রাজবংশী পাড়ায় পার্থ

দলীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি কালিয়াগঞ্জের ধনকৈল গ্রাম পঞ্চায়েতের রাজবংশী অধ্যুষিত ১২টি গ্রামে প্রচার করেন। তাঁর মূল বার্তা ছিল এনআরসি ঘিরেই।

Advertisement

গৌর আচার্য 

কালিয়াগঞ্জ শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৯ ০৩:৫৩
Share:

অভ্যর্থনা: ধনকৈল দু’হাত তুলে আশীর্বাদও পার্থপ্রতিমকে। নিজস্ব চিত্র

‘‘রাজবংশী ভাইবোন ঘর, তোমরা নিন্দত পড়ি থাকেন না। চ্যাতন হন। এনআরসি লাগু হইলে তোমরালাও বাদ যাবেন না’’—কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দলীয় প্রার্থী তপন দেবসিংহের সমর্থনে এ ভাবেই রাজবংশী জনবসতিতে প্রচার চালালেন কোচবিহারের প্রাক্তন তৃণমূল সাংসদ পার্থপ্রতিম রায়।

Advertisement

দলীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি কালিয়াগঞ্জের ধনকৈল গ্রাম পঞ্চায়েতের রাজবংশী অধ্যুষিত ১২টি গ্রামে প্রচার করেন। তাঁর মূল বার্তা ছিল এনআরসি ঘিরেই। প্রচারে বেশির ভাগ সময়েই পার্থপ্রতিমকে রাজবংশী বাসিন্দাদের সঙ্গে রাজবংশী ভাষাতেই কথা বলতে দেখা যায়। কয়েকটি এলাকায় বয়স্ক পুরুষ ও মহিলাদের একাংশ পার্থপ্রতিমের মাথায় হাত রেখে ও তাঁদের ধর্মীয় রীতি মেনে দু’হাত তুলে তাঁকে আশীর্বাদ করেন।

সে সব এলাকায় প্রচারে পার্থপ্রতিম বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কহিছে, উনায় যত দ্দিন ক্ষমতায় আছে, তত দিন বাংলাত এনআরসি চালু হইবে না। তোমরা বেছি ন্যাও হয় টিএমসি, না হয় এনআরসি। তাই বাঁচির যদি চান, টিএমসিকে ভোট দিন।’’

Advertisement

গত লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্র এলাকায় বিজেপি তৃণমূলের থেকে প্রায় ৫৭ হাজার ভোট বেশি পায়। ওই কেন্দ্রের ৬২ শতাংশ ভোটারই রাজবংশী সম্প্রদায়ের। পার্থপ্রতিমও রাজবংশী। তিনি রাজবংশী ভাষা আকাদেমির সদস্য পদেও রয়েছেন।

তৃণমূলের অন্দরমহলের খবর, লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের রাজবংশী সম্প্রদায়ের বাসিন্দাদের বড় অংশ বিজেপিকেই ভোট দিয়েছেন। সে দিকে তাকিয়েই কয়েক দিন আগে কলকাতায় দলীয় বৈঠকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্থপ্রতিমকে কালিয়াগঞ্জের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় গিয়ে রাজবংশী সম্প্রদায়ের বাসিন্দাদের মধ্যে এনআরসিকে সামনে রেখে প্রচার চালানোর নির্দেশ দেন।

পার্থপ্রতিমের কথায়, ‘‘গত আট বছরে মুখ্যমন্ত্রী রাজবংশী ভাষাকে সরকারি স্বীকৃতি দিয়েছেন। এই সম্প্রদায়ের দুঃস্থ বাসিন্দা ও শিল্পীদের স্বার্থে অনুদান ও ভাতা চালু করেছেন। কোচবিহারে পঞ্চানন বর্মার নামে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। রাজ্য জুড়ে রাজবংশী অধ্যুষিত এলাকায় রাস্তা, পানীয় জল-সহ সার্বিক উন্নয়ন হয়েছে। প্রচারে রাজবংশী মানুষকে সে সবই বলছি।’’ এ দিন পার্থপ্রতিম ধনকৈল গ্রাম পঞ্চায়েতের বালাস, সুরসা, উত্তর শঙ্করপুর, চক শিবানন্দপুর, পূর্ব রামপুর, ডালিমগাঁও ও লোহাতারা এলাকায় কখনও বাড়ি বাড়ি গিয়ে, আবার কখনও পাড়ায় পাড়ায় বৈঠক করে প্রচার চালান।

বিজেপির নির্মল দামের বক্তব্য, ‘‘এনআরসি নিয়ে কালিয়াগঞ্জের রাজবংশীদের ভুল বুঝিয়ে নির্বাচনে জিততে পারবে না তৃণমূল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন