‘আক্রান্ত’ অশোক, পাল্টা হানা সিপিএমের

দলীয় অফিস ভাঙচুরের প্রতিবাদে শনিবার মিছিল করেছিল সিপিএম। মিছিলের সামনে ছিলেন শিলিগুড়ি পুরসভার মেয়র অশোক ভট্টাচার্য। অভিযোগ, শিলিগুড়ির উপকণ্ঠে মাটিগাড়ার বালাসন কলোনি এলাকায় ওই মিছিলের উপরে হামলা চালায় তৃণমূলের কর্মী-সমর্থকেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ১৬ অগস্ট ২০১৫ ০০:১০
Share:

বালাসন কলোনি এলাকায় অশোক ভট্টাচার্য।— নিজস্ব চিত্র।

দলীয় অফিস ভাঙচুরের প্রতিবাদে শনিবার মিছিল করেছিল সিপিএম। মিছিলের সামনে ছিলেন শিলিগুড়ি পুরসভার মেয়র অশোক ভট্টাচার্য। অভিযোগ, শিলিগুড়ির উপকণ্ঠে মাটিগাড়ার বালাসন কলোনি এলাকায় ওই মিছিলের উপরে হামলা চালায় তৃণমূলের কর্মী-সমর্থকেরা।

Advertisement

শনিবারের ওই ঘটনা অশোকবাবুর উপরে পরিকল্পিত ‘হামলা’ বলেই দাবি করেছে সিপিএম। অশোকবাবুও বলছেন, ‘‘পাথর ছুড়ে হামলা চালায় ওরা (তৃণমূল)। আমাকে লক্ষ করেও পাথর ছোড়া হয়।’’

তবে ঘটনার পাল্টা সিপিএমের সমর্থকেরাও হামলা চালান বলে অভিযোগ। ওই ঘটনায় তৃণমূলের তিন কর্মী আহত হয়েছেন বলে দলীয় সূত্রে দাবি করা হয়েছে। যাঁদের মধ্যে এক জনকে স্থানীয় হাসাপাতালে ভর্তিও করা হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

সিপিএমের অভিযোগ, শুক্রবার রাতে বালাসন কলোনির একটি সিপিএম অফিসে ভাঙচুর চালায় স্থানীয় তৃণমূল সমর্থকেরা। এ দিন তার প্রতিবাদে ওই এলাকায় সভা করেন অশোকবাবু। সভা সেরে সিপিএমের দার্জিলিং জেলা সভাপতি জীবেশ সরকার-সহ দলীয় কর্মীদের নিয়ে মিছিলে হাঁটছিলেন অশোকবাবু। সেই সময়ে তাঁদের পিছনে একটি রিকশায় মাইকে স্লোগান দিচ্ছিলেন দুই দলীয় কর্মী। অশোকবাবুর অভিযোগ, ‘‘আচমকা ওই রিকশায় হামলা চালায় শাসক দলের কর্মীরা। উড়ে আসতে থাকে পাথর।’’ সঙ্গে সঙ্গেই মাটিগাড়া থানায় ফোন করেন অশোকবাবু। তিনি বলেন, ‘‘এ নিয়ে পুলিশ কমিশনার আমাকে ফোন করে কী হয়েছিল তা জানতে চেয়েছিলেন। আমি অভিযোগ জানিয়েছি। কী ভাবে অল্পের জন্য প্রাণে বেঁচেছি তা-ও বলেছি।’’

তবে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব সিপিএমের পাল্টা ‘সন্ত্রাসের’ দাবি করেছেন। বলেন, ‘‘সিপিএমের অফিসে ভাঙচুর হয়েছে বলে দাবি করে আমাদের উপরেই চড়াও হয়েছিল বামেরা। যার নেতৃত্ব দিয়েছিলেন অশোকবাবু।’’ তাঁর দাবি, শিলিগুড়ির মেয়র এ দিন ‘সমাজবিরোধীদের’ নিয়ে গিয়ে হামলা চালান। সামনেই মহকুমা পরিষদের নির্বাচন। মন্ত্রীর দাবি, তাই ওই এলাকায় গিয়ে ‘সন্ত্রাস’ চালাতে চাইছে সিপিএম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন