মিরিক, কার্শিয়াঙে তৃণমূল ভাল করবে, মত অশোকের

উত্তরবঙ্গের চারটি পুরসভার ভোটের মধ্যে কার্শিয়াং ও মিরিকে তৃণমূল অপেক্ষাকৃত ভাল ফল করতে পারে বলে মনে করছেন অশোক ভট্টাচার্য। কিন্তু পুরভোট দখল করতে তৃণমূল বিপুল পরিমাণে টাকা ও পেশিশক্তি কাজে লাগাচ্ছে বলেও অভিযোগ তুলেছেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মে ২০১৭ ০২:৪৮
Share:

উত্তরবঙ্গের চারটি পুরসভার ভোটের মধ্যে কার্শিয়াং ও মিরিকে তৃণমূল অপেক্ষাকৃত ভাল ফল করতে পারে বলে মনে করছেন অশোক ভট্টাচার্য। কিন্তু পুরভোট দখল করতে তৃণমূল বিপুল পরিমাণে টাকা ও পেশিশক্তি কাজে লাগাচ্ছে বলেও অভিযোগ তুলেছেন তিনি।

Advertisement

সম্প্রতি রাজ্য প্রশাসন শিলিগুড়ির মেয়র অশোকবাবুর প্রতি সুর নরম করেছে। তিনি যে বকেয়া টাকা দাবি করছিলেন, তাও ভেবে দেখার আশ্বাস দিয়েছে প্রশাসন।

আজ দিল্লিতে শিলিগুড়ি পুরসভার মেয়র অশোকবাবু বলেন, তৃণমূল পাহাড়ে প্রচারে এসে মোর্চার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছে। নারদ-সারদা কেলেঙ্কারির দিকে ইঙ্গিত করে তাঁর প্রশ্ন, কিন্তু গোটা রাজ্যে তৃণমূল দুর্নীতির অভিযোগ তুলছে না কেন? তৃণমূল ও বিজেপি একই ভাবে উত্তরবঙ্গে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে জাতপাতের রাজনীতি করছে বলেও সিপিএম নেতৃত্ব মনে করছে।

Advertisement

কিছু দিন আগেই নকশালবাড়িতে গিয়েছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। স্থানীয় গ্রামবাসীর বাড়িতে মধ্যাহ্নভোজনও সেরেছিলেন। পরে সেই পরিবারটিকেও তুলে নিয়ে গিয়ে তৃণমূল নেতৃত্ব দাবি করেন, তাঁরা আসলে তৃণমূলের সদস্য। বিজেপি ও তৃণমূলের এই চাপানউতোরের পর নকশালবাড়ি অভিযানে নামছে সিপিএম-ও। অশোকবাবুর দাবি, নকশালবাড়িতে একমাত্র সিপিএমেরই মজবুত সংগঠন রয়েছে। সম্প্রতি এলাকার কলেজ নির্বাচনে এসএফআই জিতেছে। বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে শুক্রবারই সিপিএম নকশালবাড়িতে বিরাট মিছিল করবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement