দাড়িভিট কার, বিজেপি-তৃণমূলের জোরদার লড়াই, আজ সভা শুভেন্দুর

তৃণমূল সূত্রে অনেকেই দাবি করেছেন, দাড়িভিট কাণ্ড নিয়ে এখনও পর্যন্ত বিজেপির সামনে পিছিয়ে রয়েছে তৃণমূল। সেই অবস্থাতে এখন শুভেন্দুর সভাই বিজেপির পাল থেকে হাওয়া কেড়ে নিতে পারে বলে মনে করছে তৃণমূল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ইসলামপুর শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৮ ০৫:৪৫
Share:

পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী।—ফাইল চিত্র

দাড়িভিট কাণ্ড নিয়ে ইসলামপুরে বিজেপি সভাতে যত লোককে জড় করেছিল, তার দশগুণ লোক তাঁরা সামিল করবেন বলে তোপ দেগেছিলেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, শনিবার ইসলামপুর কোর্ট ময়দানেই শুভেন্দুর সেই সভাকে ঘিরেই তৃণমূলের তোড়জোড় চলছে শেষ মুহূর্তের।

Advertisement

তৃণমূল সূত্রে অনেকেই দাবি করেছেন, দাড়িভিট কাণ্ড নিয়ে এখনও পর্যন্ত বিজেপির সামনে পিছিয়ে রয়েছে তৃণমূল। সেই অবস্থাতে এখন শুভেন্দুর সভাই বিজেপির পাল থেকে হাওয়া কেড়ে নিতে পারে বলে মনে করছে তৃণমূল। তাঁদের অনেকেই একান্তে বলেন, জেলা নেতৃত্ব ঠিক ভাবে দাড়িভিট সামলাতে পারেনি। এখন পর্যবেক্ষক শুভেন্দুবাবু কী করেন, তার উপরেই দলের মর্যাদা দাঁড়িয়ে রয়েছে। সভা সফল করতে জেলার ৯টি ব্লকেই ভালই প্রচার চলছে। প্রত্যন্ত এলাকার হাটগুলিতেও সভা করে তৃণমূল নেতারা শুভেন্দুর সভায় যাওয়ার জন্য প্রচার করেছেন। ওই সভায় ভিড় বাড়াতে প্রচার চলছে জেলার ৯টি ব্লকেই। চা বাগান সংগঠনগুলিকেও আনার চেষ্টা হচ্ছে।

ওই সভায় থাকার কথা পর্যটন মন্ত্রী গৌতম দেব, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য, পঞ্চায়েত দফতরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানি-সহ জেলা তৃণমূল নেতৃত্বের। শাসকদল তৃণমূল সে ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে। তা নিয়ে দলের অন্দরেও প্রশ্ন ওঠে।

Advertisement

এমনকি এলাকার বিধায়ক এবং মন্ত্রীর বিরোধের জেরেই দলকে বিপাকে পড়তে হচ্ছে বলে দলের অন্দরে সমালোচনা হয়। সেই অবস্থাতে এখন দাড়িভিট কাণ্ডে শুভেন্দুর সভাই ভরসা তৃণমূলের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন