ফাইল চিত্র।
পঞ্চায়েত নির্বাচনের আবহে দক্ষিণ দিনাজপুরে তৃণমূলে ভাঙন। কুমারগঞ্জে শাসকদলের সঙ্গ ত্যাগ করে ২৫টি পরিবারের অন্তত ১০০ জন তাদের দলের যোগ দিয়েছে বলে দাবি করল বিজেপি। যোগদানকারীদের হাতে দলীয় পদ্মপতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
মনোনয়ন পর্বের শুরু থেকেই তৃণমূল ছেড়ে অন্য দলে যাওয়ার হিড়িক দেখা গিয়েছে জেলায়। প্রার্থিতালিকায় নাম না থাকায় হরিরামপুর কুশমন্ডি এলাকায় বেশ কয়েক জন তৃণমূল নেতা-কর্মীদের অন্য দলে ভিড়তে দেখা গিয়েছে। বুধবারও কুমারগঞ্জে বিজেপির তরফে যোগদান সভার আয়োজন করা হয়। গেরুয়া শিবিরের দাবি, সেই সভায় তৃণমূল ছেড়ে ২৫টি পরিবার তাদের দলে যোগ দিয়েছে। যোগদানকারী তৃণমূলকর্মী ব্রজেন দাস বলেন, ‘‘কুমারগঞ্জে তৃণমূলের দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। বার বার নেতৃত্বকে বলেও কোনও লাভ হয়নি। সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারছেন না নেতারা। সেই কারণেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছি।’’
সুকান্তও বলেন, ‘‘দিকে দিকে মানুষ তৃণমূলের দুর্নীতি ও অনাচারের বিরুদ্ধে একজোট হতে চাইছে। তৃণমূলের এই অন্যায়ের প্রতিবাদ করতে পারে একমাত্র বিজেপি। তাই বিজেপিতেই আসছেন সাধারণ মানুষ। আমাদের প্রতিবাদকে আরও জোরালো করতে আগামী পঞ্চায়েতে মানুষ তৃণমূলকে শিক্ষা দেবে।’’
শাসক তৃণমূলের অবশ্য দাবি, তাদের দল থেকে কেউ অন্য দলে যোগ দেননি। জেলা সভাপতি মৃণাল সরকার বলেন, ‘‘এ রকম কোনও ঘটনাই ঘটেনি। ভোটের আগে নিজেদের দলের কিছু লোককে আবার যোগদান করিয়ে বাজার গরম করতে চাইছে বিজেপি। তৃণমূলের সংগঠন এখানে শক্তিশালী।’’