আটকের প্রতিবাদে বিক্ষোভ বিজেপির

দলের দুই জেলা নেতাকে আলোচনার জন্য থানায় ডেকে দীর্ঘক্ষণ আটকে রাখার অভিযোগে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। শুক্রবার তাঁদের বিক্ষোভে উত্তেজনা দেখা দেয় দক্ষিণ দিনাজপুরের বংশীহারির বুনিয়াদপুরে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বালুরঘাট শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৭ ০২:২২
Share:

দলের দুই জেলা নেতাকে আলোচনার জন্য থানায় ডেকে দীর্ঘক্ষণ আটকে রাখার অভিযোগে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। শুক্রবার তাঁদের বিক্ষোভে উত্তেজনা দেখা দেয় দক্ষিণ দিনাজপুরের বংশীহারির বুনিয়াদপুরে।

Advertisement

এ দিন বুনিয়াদপুরে বিজেপির কার্যালয়ের সামনে দলীয় কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়াতে পারে আশঙ্কায় বংশীহারি থানার পুলিশ স্থানীয় বিজেপির জেলা সম্পাদক ফণীভূষণ মাহাতো এবং মন্ডল কমিটির সম্পাদক মাখন সরকারকে ডেকে পাঠান বলে অভিযোগ। তাদের সঙ্গে বিজেপির স্থানীয় আরও দু’জন সদস্য থানায় গেলে ৪ জনকে পুলিশ সকাল থেকে আটক করে রাখে বলে বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকারের অভিযোগ।

তাঁদের মুক্তির দাবিতে বিকেল থেকে মহকুমা শাসকের অফিসের সামনে বিজেপির রাজ্য এবং জেলা সভাপতির নেতৃত্বে শতাধিক কর্মী অবস্থান বিক্ষোভ শুরু করলে তুমুল উত্তেজনা দেখা দেয়। বালুরঘাট থেকে অতিরিক্ত পুলিশ সুপার বিরাট বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। বিকেল ৫টার পর আটক চার বিজেপি নেতা ও সদস্যকে থানা থেকে ছেড়ে দেওয়া হলে উত্তেজনা কমে।

Advertisement

বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকারের দাবি, বিজেপির যুবমোর্চার রাজ্য সহ সভাপতি সৌগত বাগচি এ জেলার পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন। বুনিয়াদপুরে দলীয় কার্যালয়ে ঘরোয়া বৈঠক ছিল। কোনও সভা ডাকা হয়নি। অথচ ভুয়ো সভার খবর পেয়ে শাসকদলের নির্দেশে পুলিশ অহেতুক দলের নেতাদের দীর্ঘ সময় থানায় আটকে রেখে হেনস্থা করলেন। রাজ্য নেতৃত্বকে সব জানানো হয়েছে। জেলা পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ওই পদক্ষেপ নেওয়া হয়েছিল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন