Rain

আলিপুরদুয়ারে রাতভর বৃষ্টিতে নামল নৌকা

শহরের নিচু এলাকাগুলোয় উদ্ধার কাজে নৌকা নামায় প্রশাসন। সেচ দফতরের এক কর্তা জানান, রাতভর প্রবল বৃষ্টিতে আটকে পড়েন বহু লোক।

Advertisement

রাজু সাহা

আলিপুরদুয়ার শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২০ ০৩:৩১
Share:

প্রতীকী চিত্র

গত কয়েকদিন ধরে পাহাড় ও সমতলে প্রবল বৃষ্টি চলছিল। গত ২৪ ঘণ্টায় আলিপুরদুয়ারে ২৯৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া দফতরের খবর। তার জেরেই জল মগ্ন হয়ে পড়ল আলিপুরদুয়ার শহরের প্রায় প্রতিটি ওয়ার্ড। আলিপুরদুয়ার পুর এলাকার প্রায় সব ওয়ার্ডেই বৃষ্টির জল জমার ফলে পুরবাসী ব্যাপক ভোগান্তিতে পড়েন। জেলা প্রসাশন সুত্রে জানা গিয়েছে জলবন্দি হয়ে পড়েছেন শহরের প্রায় ৬ হাজার বাসিন্দা।

Advertisement

শহরের নিচু এলাকাগুলোয় উদ্ধার কাজে নৌকা নামায় প্রশাসন। সেচ দফতরের এক কর্তা জানান, রাতভর প্রবল বৃষ্টিতে আটকে পড়েন বহু লোক। তাঁদের উদ্ধার করার জন্য নৌকা নামাতে হয়। পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার সকালে জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা, আলিপুরদুয়ার পুরসভার প্রশাসক তথা মহকুমাশাসক শ্রী রাজেশ, বিপর্যয় মোকাবিলা দফতর, সেচ দফতরের আধিকারিকেরা শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। বিধায়ক সৌরভ চক্রবর্তীও বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।

পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, গোটা জিতপুর, অরবিন্দনগর-সহ বিভিন্ন এলাকার জল এসে ৮ নম্বর ওয়ার্ডে জমে মানুষের দুর্ভোগ বাড়ায়। এই জলের সুষ্ঠ নিষ্কাশনের জন্য বেলতলায় একটি ড্রেন করার আশ্বাস দিয়েও প্রশাসন তা করছে না বলে অভিযোগ। আলিপুরদুয়ারের মহকুমাশাসক শ্রী রাজেশ জানান, সকালে পুরসভার কিছু এলাকা জল মগ্ন হয়ে পড়ে। তবে খুব খারাপ পরিস্থিতি তৈরি হয়নি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন