টুকরো খবর

টাকা নিয়ে ছাত্র ভর্তি-সহ একাধিক অভিযোগ তুলে টিএমসিপি ছেড়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে যোগ দিলেন মালদহের গৌড় কলেজের তিন শতাধিক পড়ুয়া। মঙ্গলবার দুপুরে তাঁরা বিজেপি-র যুব মোর্চার জেলা সভাপতি উত্তম নন্দীর হাত থেকে এবিভিপি-র পতাকা তুলে নেন। তারপর দলের পতাকা নিয়ে কলেজ চত্বরে মিছিলও করেন।

Advertisement
শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৪ ০১:৩৯
Share:

এবিভিপিতে যোগ দিলেন টিএমসিপি সদস্যরা

Advertisement

নিজস্ব সংবাদদাতা • মালদহ

টাকা নিয়ে ছাত্র ভর্তি-সহ একাধিক অভিযোগ তুলে টিএমসিপি ছেড়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে যোগ দিলেন মালদহের গৌড় কলেজের তিন শতাধিক পড়ুয়া। মঙ্গলবার দুপুরে তাঁরা বিজেপি-র যুব মোর্চার জেলা সভাপতি উত্তম নন্দীর হাত থেকে এবিভিপি-র পতাকা তুলে নেন। তারপর দলের পতাকা নিয়ে কলেজ চত্বরে মিছিলও করেন। কলেজের বাইরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল।এই ঘটনায় টিএমসিপি ধাক্কা খেয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজ্যের সরকার পরিবর্তনের পরে গৌড় কলেজে ছাত্র সংসদ দখল করে টিএমসিপি। অভিযোগ, গত বছর কোনও ছাত্র সংগঠনকেই ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়ন জমা দিতে দেয়নি তারা। এমনকি টিএমসিপি-র দাপটে অন্য কোনও ছাত্র সংগঠনের সদস্য গৌড় কলেজে ঢোকারও সাহস পায়নি বলে অভিযোগ। তবে দলের জেলা সভাপতি প্রসেনজিত্‌ দাস বলেন, “আমাদের সংগঠনের কেউ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে যোগ দেননি। যাঁরা যোগ দিয়েছেন, তাঁদের সঙ্গে আমাদের সংগঠনের কোনও যোগাযোগ নেই।” কিন্তু গৌড় কলেজের প্রথম বর্ষের ছাত্র গণেশ ঘোষ, কার্তিক ঘোষ, বাপন ঘোষদের অভিযোগ, “আমরা সবাই টিএমসিপি করতাম। এ বার ছাত্র ভর্তির সময়ে আমাদের সংগঠনের নেতারা মোটা টাকা নিয়ে ছাত্র ভর্তি করেছেন। ছাত্র ভর্তি নিয়ে টিএমসিপির দুর্নীতি ও দাদাগিরির প্রতিবাদ জানিয়ে আমরা তিনশোরও বেশি পড়ুয়া এবিভিপিতে যোগ দিয়েছি।” তবে প্রসেনজিত্‌বাবুর বক্তব্য, “সংগঠনের বদনাম করতে কিছু ক্ষমতালোভী ছাত্র টিএমসিপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে। টাকা নিয়ে ছাত্র ভর্তির অভিযোগ যদি কেউ প্রমাণ দিতে পারে, তবে আমি সভাপতির পদ থেকে পদত্যাগ করব।” বিজেপি-র যুব মোর্চার জেলা সভাপতি উত্তম নন্দীর দাবি, “তিন শতাধিক ছাত্র টিএমসিপি থেকে বিদ্যার্থী পরিষদে ঢুকেছে। আগামী দিনে গৌড় কলেজে টিএমসিপি-র কোনও ইউনিট থাকবে না।”

Advertisement

‘কার র‌্যালি’ জিটিএ-র

নিজস্ব সংবাদদাতা • দার্জিলিং

কার র‌্যালির আয়োজন। ছবি: রবিন রাই।

ভিন রাজ্য এবং বিদেশের পর্যটকদের টানতে এবার পাকদন্ডি রাস্তায় ‘কার র‌্যালি’র আয়োজন করেছেন জিটিএ। আগামী ২৫ নভেম্বর দার্জিলিঙের গোর্খা রঙ্গ মঞ্চ থেকে ২৫টি গাড়ির ‘রেস’ শুরু হয়ে, পরদিন সিটঙে পৌঁছে শেষ হবে। পাহাড়ের ৩ মহকুমা মিলিয়ে অন্তত ৩০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে অংশ নেওয়া গাড়িগুলিকে। তবে খাদের ধারে পাহাড়ি রাস্তায় যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, তা সুনিশ্চিত করতে গাড়িগুলির গতি সর্বোচ্চ ৪২ কিলোমিটারের মধ্যে বেধে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে পাহাড়ি রাস্তায় গাড়ি চলাচলের যাবতীয় ট্রাফিক আইনও সব চালকদের মেনে চলতে হবে বলে জানানো হয়েছে। ‘অ্যাডভেঞ্চার ট্যুরিজমে’র প্রতি পর্যটকদের আকর্ষণ করতেই এই র‌্যালির আয়োজন বলে জিটিএ জানিয়েছে। যে সময় দার্জিলিঙে র্যালি হচ্ছে, তা কমলালেবুর মরশুম। কমলার ভরা মরশুমে গাড়ি দৌড়ের নামও লেবুর নামে রাখা হয়েছে। যেখানে প্রতিযোগিতার শেষ, সেই সিটংও কমলালেবুর চাষের জন্য পরিচিত। দু’দিনের প্রতিযোগিতার নাম রাখা হয়েছে ‘র‌্যালি-দি-অরেঞ্জ’, অর্থাত্‌ কমলা দৌড়। জিটিএ-এর পর্যটন বিভাগের নির্বাহী অধিকর্তা সোনম ভুটিয়া বলেন, “দার্জিলিঙে এই প্রথম কোনও কার র‌্যালির আয়োজন হতে চলেছে। দেশের ১৫টি এলাকা থেকে পেশাদাররা র‌্যালিতে অংশ নেবেন। প্রতিটি গাড়িতে দু’জন থাকবে। দার্জিলিং পাহাড়ি এলাকারও ১০টি গাড়ি প্রতিযোগিতায় থাকবে।”

ঠুলুঙ্গকে নিয়ে অস্বস্তি মোর্চার

নিজস্ব সংবাদদাতা • দার্জিলিং

বেআইনি অস্ত্র কারবারের সঙ্গে গোর্খা জনমুক্তি মোর্চার যুব সংগঠনের নেতা সঞ্জয় ঠুলুঙ্গের নাম জড়ানোয় অস্বস্তিতে মোর্চা নেতৃত্ব। আজ, বুধবার মোর্চা নেতৃত্ব ওই বিষয়টি নিয়ে বৈঠক করবেন। গত ৯ নভেম্বর পাহাড়ে ঠুলুঙ্গের পৈতৃক বাড়িতে তল্লাশি চালানো হয়। মোর্চা নেতৃত্ব মনে করছেন তাঁদের গোর্খাল্যান্ডের দাবিকে চাপা দিতেই এ ধরনের চেষ্টা চালানো হচ্ছে। মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি বলেন, “আমাদের মনে হচ্ছে গোর্খাল্যান্ডের দাবিতে চাপা দিতে এবং দলের বদনাম করতেই চেষ্টা করা হচ্ছে। দল বিষয়টি দেখছে। এ ব্যাপারে বৈঠক ডাকা হয়েছে। সেখানে তা নিয়ে আলোচনা হবে।” রোশন গিরি ওই বক্ত্যবের তির রাজ্য সরকারের দিকেই বলে মনে করা হচ্ছে। যদিও নিজের বক্তব্য জানানোর পর রোশন গিরি অন্য কোনও প্রশ্নের উত্তর দিতে চাননি। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে মঙ্গলবার শিলিগুড়িতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব বলেন, “সরকার বিষয়টি নিয়ে ওয়াকিবহাল। সর্বোচ্চস্তর পর্যন্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কে কী ভাবে যুক্ত তা দেখা হচ্ছে। কেন্দ্রকে সমস্ত জানানো হবে। বিষয়টি স্পর্শকাতর এখনই বেশি কিছু বলছি না।” এ দিন দার্জিলিং জেলা হাসপাতালের রোগী ক্যলাণ সমিতির বৈঠক করতে তিনি পাহাড়েও যান। সেখানে তিনি বলেন, ‘‘এই এলাকা বিভিন্ন আন্তর্জাতিক সীমান্তবর্তী হওয়ায় স্পর্শকাতর। মানুষ এখন জানেন কার জন্য অসম থেকে এখানে অস্ত্র আনা হচ্ছিল।” দার্জিলিঙের পুলিশ সুপার অখিলেশ চতুর্বেদী বলেন, “ওই ঘটনার তদন্ত চলছে। এ ছাড়া বলার মতো এখনই কিছু নেই।” পুলিশ জানায়, সঞ্জয় এখনও পলাতক। তাঁকে খোঁজা হচ্ছে। তাগদা-গ্লেনবার্ন এলাকা থেকে জিটিএ’র সভাপদ নির্বাচিত হন। তিনি যুব মোর্চার সাংগঠনিক সহসভাপতি। তাকদা এলাকার বাড়িতে ওই দিন তল্লাশি চালান হয়।

দুর্নীতির অভিযোগে ধৃত পঞ্চায়েত প্রধান

নিজস্ব সংবাদদাতা • মালবাজার

একশো দিনের কাজে লক্ষাধিক টাকার অনিয়মের অভিযোগে ক্রান্তির চাপাডাঙা গ্রাম পঞ্চায়েতের সিপিএমের প্রধানকে ধরল পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান আশুতোষ দাসকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে একশো দিন প্রকল্পের একাধিক প্রকল্পে কাজ না করেই টাকা মিটিয়ে দেওয়া, ভুয়ো সই করে টাকা তোলার নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে। গত ৬ নভেম্বর ক্রান্তি ফাঁড়িতে প্রধান-সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। মালবাজারের বিডিও-র সঙ্গে পেমা ভুটিয়ার অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। নানা দুর্নীতির অভিযোগ তুলে সম্প্রতি তৃণমূলের তরফে একাধিক স্মারকলিপি দেওয়া হয়। অভিযোগ খতিয়ে দেখে মালবাজারের মহকুমাশাসকের নির্দেশে বিডিও তদন্ত শুরু করেন। সেই তদন্তেই একাধিক অসঙ্গতির তথ্য মেলে বলে জানা গিয়েছে। মালবাজারের মহকুমাশাসক জ্যোতির্ময় তাঁতি বলেন, “অসঙ্গতির বিষয়ে নিশ্চিত হয়েই ব্লক প্রশাসন থানায় অভিযোগ দায়ের করে।” তদন্তকারী মালবাজারের বিডিও বলেন, “একশো দিনের সুনির্দিষ্ট নিয়ম প্রধান মানেননি। সেই সঙ্গে একজন গ্রাম রোজগার সহায়ক ও একশো দিনের কাজের এক সুপারভাইজারের বিরুদ্ধেও অসঙ্গতি মেলায় তাদের নামেও অভিযোগ করা হয়েছে।” পুলিশ জানায়, আর্থিক তছরূপ, প্রতারণার মতো জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে।

গ্রেফতার লগ্নি সংস্থার ২ কর্তা

নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার

ভুয়ো অর্থলগ্নি সংস্থার দুই কর্তাকে গ্রেফতার করল জয়গাঁ থানার পুলিশ। মঙ্গলবার ধৃতদের আলিপুরদুয়ার আদালতে পেশ করে আট দিনের হেফাজতে নিয়েছে পুলিশ। জয়গাঁ থানার ওসি কাশ্যপ রাই বলেন, সুজন সরকার ও মানিক ভৌমিক নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জয়গাঁর গুয়াবাড়ির বাসিন্দা আকবর হোসেন নামে এক ব্যক্তি অভিযোগ করেন, ধৃতরা বেশ কয়েক বছর ধরে হাসিমারা এলাকায় ভুয়ো সংস্থা খুলেছিল। অভিযোগকারীর প্রায় এক লক্ষ টাকা আত্মসাত্‌ করেছে ধৃতরা বলেও অভিযোগ। দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃতরা হাসিমারা এলাকা থেকে প্রায় এক-দেড় কোটি টাকা হাতিয়ে চম্পট দিয়েছিল বলে অভিযোগ। তাঁদের সংস্থাটিও বেশ কয়েক মাস ধরে বন্ধ ছিল।

গৌড়বঙ্গের ফল

নিজস্ব সংবাদদাতা • মালদহ

৩৬ দিনের মাথায় মঙ্গলবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পার্ট ওয়ান বিএ , বিএসসি, বিকমের ফল প্রকাশিত হল। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ামক সনাতন দাস বলেন, পার্ট ওয়ান অনার্সে পাশের হার ৬৫.২৯ শতাংশ। অনার্সে ৮৪৩৫ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। এর মধ্যে ফেল করেছে ২৯২৮ জন। গত বছরের চেয়ে এবার অনার্সে পাসের হার কমেছে। গত বছর অনার্সে পাশের হার ছিল ৭০.২৪ শতাংশ। পাস কোর্সে ২৬ হাজার ২৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে ফেল করেছে ৮৪১৫ জন। পাশের হার ৬৮ শতাংশ।

টাকা না খরচের জন্য নির্দেশ আদালতের

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

জিটিএ (গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন) এলাকায় সংখ্যালঘু সম্প্রদায় উন্নয়ন প্রকল্পে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথ ভাবে ১০ কোটিরও বেশি টাকা দার্জিলিংয়ের জেলাশাসকের কাছে জমা করেছে গত জুন মাসে। জেলাশাসকের সেই টাকা খরচ করার এক্তিয়ার নেই বলে দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা করেছে জিটিএ। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি নাদিরা পাথেরিয়া নির্দেশ দিয়েছেন, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জেলাশাসক ওই টাকা খরচ করতে পারবেন না। যদি তিনি টাকা খরচ করে থাকেন, তা হলে খরচের হিসেব হলফনামা দাখিল করে আদালতে জানাতে হবে। জিটিএ-য়ের আইনজীবী অয়নাভ রাহা জানান, ২০১৩ সালে জিটিএ-য়ের তত্‌কালীন প্রিন্সিপাল সেক্রেটারি আর ডি মিনা প্রস্তাব দেন, ওই এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নের জন্য তহবিল গড়ার। কেন্দ্র সরকার ৭ কোটি ৮৬ লক্ষ ৪০ হাজার এবং রাজ্য সরকার ৩ কোটি ৩৩ লক্ষ টাকা জেলাশাসকের কাছে পাঠিয়ে দেন। জিটিএ হাইকোর্টের দ্বারস্থ হয়ে জানায়, জেলাশাসকের ওই টাকা খরচের এক্তিয়ার নেই। এই মামলার পরবর্তী শুনানি হবে ২ ডিসেম্বর।

মধু বাগানে চাল বিলি প্রশাসনের

নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার

বন্ধ মধু চা বাগানে চাল বিলি করল ব্লক প্রশাসন। মঙ্গলবার কালচিনি ব্লকের মধু চা বাগানে শ্রমিক পরিবারগুলিকে ১২ কেজি করে চাল বিলি করা হয়। গত ২৩ সেপ্টেম্বর বোনাসের দাবিতে চা বাগান থেকে ১০ কিমি দূরে কালচিনি রেলগেটের কাছে মালিকের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান শ্রমিকরা। ঘটনার পরে সন্ধ্যায় বাগান ছেড়ে চলে যান ম্যানেজাররা। বন্ধ মধু চা বাগান খোলার বিষয়ে শ্রম দফতর বেশ কয়েকবার বৈঠক ডাকলেও বাগান খোলার বিষয় কোনও সিদ্ধন্ত হয়নি। গত ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবসে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক টোটোপাড়ায় এক অনুষ্ঠানে জানিয়েছিলেন, বন্ধ মধু চা বাগানে ২ টাকা কেজি দরে অন্ত্যোদয় যোজনার চাল বিলি করবে রাজ্য সরকার। মন্ত্রীর ঘোষণার প্রায় এক মাস হতে চললেও এখনও সেই চাল বিলি শুরু হয়নি। এদিন প্রশাসনের তরফে ৯৬১টি পরিবারের জন্য ১২ কেজি করে চাল বিনামূল্যে বিলি হয়। আলিপুরদুয়ারের মহকুমা শাসক সমীরণ মন্ডল বলেন, “অতি দ্রুত অন্ত্যোদয় যোজনার চাল বিলি হবে। এদিন ১২ কেজি করে চাল বিলি হয়েছে। পানীয় জল ও বিদ্যুত্‌ সমস্যারও শীঘ্র সমাধান হবে।”

তছরূপের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি

কোনপাকুড়ির হাড়গিলা পুকুরি বিএফ প্রাইমারী স্কুলের বিল্ডিং তৈরির টাকা তছরূপের অভিযোগের তদন্ত হচ্ছে। জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি ধর্তিমোহন রায় বলেন, স্কুলটির বিল্ডিং তৈরির টাকা তছরূপের অভিযোগ উঠেছে। সর্বশিক্ষা মিশনের প্রজেক্ট অফিসার নিতাই নন্দীকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ১৫ দিনের মধ্যে রিপোর্ট দেবেন। সেই রিপোর্ট অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।

২৪ নভেম্বর শুরু হচ্ছে কিরণচন্দ্র নৈশ ফুটবল

নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে ৫৫ তম বর্ষ কিরণচন্দ্র নৈশ ফুটবল। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। নক আউট পর্যায়ে এই প্রতিযোগিতা। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ফ্লাড লাইটে খেলাগুলি হবে। এ বছর সাতটি স্থানীয় দলের সঙ্গে অংশ নেবে ইম্ফলের মণিপুর ইওয়াইডি ক্লাব। শিলিগুড়ির দলগুলির মধ্যে রয়েছে, আঠারোখাই সরোজিনী সঙ্ঘ, স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া (সাই), গ্লোব ট্রটার্স স্পোর্টিং ক্লাব (জিটিএস), গতবারের চ্যাম্পিয়ন মহানন্দা স্পোর্টিং ক্লাব ও রানার্স শিলিগুড়ি উল্কা ক্লাব, কিশোর সঙ্ঘ ও বিবেকানন্দ ক্লাব। প্রতিদিন একটি করে খেলা হবে। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬ টা থেকে। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে শিলিগুড়ি ক্রীড়া পরিষদ সূত্রে জানানো হয়েছে।

বার্ষিক প্রতিযোগিতা ডিসেম্বরে

নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

জেলাস্তরে প্রাথমিক স্কুলগুলির কচিকাঁচাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হবে আগামী ১৩ ডিসেম্বর। তার আগে ৬ এবং ৭ ডিসেম্বর শিলিগুড়ি শিক্ষা জেলার ৭ টি সার্কেলে স্কুলগুলিকে নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা হবে। দৌড়, লং জাম্প, সাটল দৌড়ের মতো ১৪টি ইভেন্ট থাকছে। ছেলে এবং মেয়েদের বিভাগে প্রতি সার্কেল থেকে ২৮ জন প্রতিযোগী জেলাস্তরে অংশ নেবেন বলে প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান মুকুল কান্তি ঘোষ জানিয়েছেন।

মোটরবাইক পাচারকারী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

মোটরবাইক চুরি করে পাচারের অভিযোগে দু’জনকে গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি ফাঁড়ির পুলিশ। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি লাগোয়া গোরামোড় এলাকায়। পুুলিশ জানিয়েছে, ধৃত রাহুল দত্ত ও প্রদীপ দাস ভক্তিনগর ও ঠাকুরনগর এলাকার বাসিন্দা। ভক্তিনগরে থাকলেও রাহুল আদতে অসমের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। তার বিরুদ্ধে এর আগেও মোটরবাইক চুরির একাধিক অভিযোগ রয়েছে। দু’বার ভক্তিনগর থানা এলাকাতেই সে চুরি করতে গিয়ে ধরা পড়েছিল বলে জানা গিয়েছে। প্রাথমিক জেরায় পুলিশ জানতে পেরেছে, চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে বাইকটি পাচার করার পরিকল্পনা ছিল তাদের।

দুর্ঘটনায় মৃত্যু ছাত্রের

নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট

ছোটগাড়ির ধাক্কায় মৃত্যু হল খুদে পড়ুয়ার। সোমবার সকালে দক্ষিণ দিনাজপুরের তপন থানার বাঘইট এলাকার ঘটনা। খরিফুল ইসলাম(৮) নামে তৃতীয় শ্রেণির পড়ুয়া শিশুশিক্ষা কেন্দ্রে যাওয়ার সময় ঘটনাটি ঘটে।

অভিষেকের সভা

নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার প্রস্তুতি শুরু করেছে জেলা তৃণমূল নেতৃত্ব। আগামী ১৭ নভেম্বর দলের যুব সংগঠনের ডাকে শহরের ফণীন্দ্রদেব ইন্সটিটিউশনের মাঠে সভা করবেন অভিষেক।

যুবকের দেহ উদ্ধার

রেললাইনের ধার থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হল মঙ্গলবার সকালে। রায়গঞ্জ থানার সুভাষগঞ্জ ও চাপদুয়ারের মাঝামাঝি এলাকার রেললাইনের ধার থেকে ওই মৃতদেহ উদ্ধার করে রেল পুলিশ। মৃতের আনুমানিক বয়স ২৭ বছর। প্রাথমিক তদন্তে রেল পুলিশ জানিয়েছে, মৃতের শরীরে আঘাতের চিহ্ন মিলেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement