টুকরো খবর

শিশু দিবসের অনুষ্ঠানে স্কুলে রান্না করা খিচুড়িতে পাওয়া গেল টিকটিকি। খাবার ফেলে দিয়ে আতঙ্কিত খুদে পড়ুয়াদের স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হল স্বাস্থ্য কেন্দ্রে। শুক্রবার দুপুর নাগাদ ময়নাগুড়ি রোড সংলগ্ন বার্নিশ গ্রাম পঞ্চায়েতের অর্ধকালী প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে।

Advertisement
শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৪ ০২:২৯
Share:

স্কুলে রান্না করা খাবারে টিকটিকি

Advertisement

নিজস্ব সংবাদদাতা • ময়নাগুড়ি

শিশু দিবসের অনুষ্ঠানে স্কুলে রান্না করা খিচুড়িতে পাওয়া গেল টিকটিকি। খাবার ফেলে দিয়ে আতঙ্কিত খুদে পড়ুয়াদের স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হল স্বাস্থ্য কেন্দ্রে। শুক্রবার দুপুর নাগাদ ময়নাগুড়ি রোড সংলগ্ন বার্নিশ গ্রাম পঞ্চায়েতের অর্ধকালী প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। কোন শিশু অসুস্থ না হলেও ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। আতঙ্কিত অভিভাবকরা স্কুলে পৌঁছে ক্ষোভে ফেটে পড়েন। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান এবং ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন। স্কুল সূত্রে জানা গিয়েছে, শিশু দিবস উপলক্ষে এদিন স্কুলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে ৩০ জন খুদে পড়ুয়া মিডডে মিলের খাবার খেতে বসে। পাতে সবাইকে গরম খিচুড়ি দেওয়া হয়। সেই সময় চতুর্থ শ্রেণির পড়ুয়া সোনালি রায় দেখে পাতে টিকটিকি মেলে বলে অভিযোগ। সোনালির কথায়, “লেজ ধরে টিকটিকি তুলেছি। ভয় পেয়ে দিদিমণিকে দেখাই। উনি খাওয়া বন্ধ করে দেন।” স্কুলের শিক্ষিকা সুস্মিতা দে সরকার জানান, মিডডে মিল রান্নার দায়িত্বে রয়েছে স্থানীয় একটি স্বনির্ভর গোষ্ঠী। ওঁরা খিচুড়ি পরিবেশন করার কয়েক মিনিটের মধ্যে এক ছাত্রীর পাতে টিকটিকি দেখে খাওয়া বন্ধ করে দেওয়া হয়। শিশুদের নিয়ে যাওয়া হয় বার্নিশ স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে চিকিত্‌সক পরীক্ষার পরে প্রত্যেকে সুস্থ আছে জানালে স্কুলে ফিরিয়ে আনা হয়। ময়নাগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক সন্দীপ বাগ বলেন, “শিশুরা প্রত্যেকে সুস্থ আছে।” ঘটনার কথা শুনে আতঙ্কিত অভিভাবকরা এদিন স্কুল চত্বরে ক্ষোভে ফেটে পড়েন। বার্নিশ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান কল্যাণী তরফদার অভিভাবকদের সঙ্গে সুর মিলিয়ে বলেন, “রান্নার আয়োজনে গাফিলতি না থাকলে এই ঘটনা ঘটতে পারে না।” ক্ষুব্ধ ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ পরিমল মল্লিক জানান, নিয়ম মেনে রান্না করা হচ্ছে কিনা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

বেআইনি মদ বিক্রি, ক্ষোভ

নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি

ভিন্‌রাজ্য থেকে আনা স্পিরিটের সঙ্গে জল মিশিয়ে তৈরি দেশি মদের ঢালাও কারবার চলছে বলে অভিযোগ উঠেছে জলপাইগুড়িতে। সেই সঙ্গে চলছে মদের ‘ভ্রাম্যমান’ বিক্রিও। আবগারি দফতর তল্লাশি চালিয়ে গত ২৪ অক্টোবর শহর লাগোয়া বজরাপাড়া থেকে ২০ লিটার স্পিরিট উদ্ধার করে। এর আগে মণ্ডলঘাট ও রংধামালি থেকে একই ধরনের স্পিরিট উদ্ধার হয়। ওই ঘটনায় কোনও ব্যক্তিকে গ্রেফতার করা সম্ভব না হলেও তদন্তে নেমে আবগারি দফতরের কর্তারা জেনেছেন, ট্রেনে বাসে ওই সব স্পিরিট পাঞ্জিপাড়া-সহ বিহারের বিভিন্ন এলাকা থেকে জলপাইগুড়ির বিভিন্ন প্রান্তে ঢুকছে। স্পিরিটের সঙ্গে জল মিশিয়ে মদ তৈরি হচ্ছে। দেশি মদের বোতলে ভরে শহর ও লাগোয়া এলাকায় পাঠিয়ে দেওয়া হচ্ছে তা। আবগারি দফতরের জলপাইগুড়ির আধিকারিক সুদীপ্ত কপাট বলেন, “ওই কারবার বেশ কিছুদিন থেকে চলছে। দুষ্কৃতীদের ধরার জন্য প্রায় প্রতিদিন তল্লাশি হচ্ছে।” বাসিন্দাদের অভিযোগ, সন্ধ্যা নামতেই শহরের বিভিন্ন এলাকায় শুরু হচ্ছে দেশি ও বিলাতি মদের আড্ডা। পুলিশ ও আবগারি দফতর তল্লাশি চালালেও মদ বিক্রেতার খোঁজ মিলছে না বলে দাবি করেছে। জুবিলি পার্ক লাগোয়া এলাকার কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেছেন, ফোন করলেই কয়েক মিনিটের মধ্যে প্লাস্টিকের গ্লাস, জল, মদ এবং চাখনা পৌঁছে দিচ্ছে একাংশ মদ বিক্রেতা। পুরসভার ভাইস চেয়ারম্যান তপন বন্দ্যোপাধ্যায় বলেন, “ভ্রাম্যমান মদের কারবার শহরে বেড়েছে। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।” বাসিন্দাদের একাংশের অভিযোগ, পুলিশ কখন তল্লাশি চালাবে সেই খবর অনেক আগে বিক্রেতারা পেয়ে যায়। ওই কারণে কেউ ধরা পড়ে না। বাবুপাড়া এলাকার এক যুবক জানান, “ভ্রাম্যমান বিক্রেতাদের সাইকেলে ঝোলানো ব্যাগে মদ ছাড়াও কফ সিরাপ, গাঁজা সিগারেট থাকে।” বিক্রেতাদের মতো পাল্টেছে মদের আসরের ধরণও। দিব্যি ঠাণ্ডা পানীয় খাওয়ার অছিলায় মদের আসর চলছে বলে অভিযোগ। জলপাইগুড়ির পুলিশ সুপার কুণাল অগ্রবাল বলেন, “তল্লাশিও চলছে। আশা করছি ভ্রাম্যমান বিক্রেতারা খুব তাড়াতাড়ি ধরা পড়বে।’’

বক্সায় শুরু ছ’দিনের ইকো-ফেস্ট

নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার

দ্বিতীয় বর্ষ সেন্ট্রাল ডুয়ার্স ইকোফেস্ট শুরু হয়েছে শুক্রবারে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ২৮ মাইল বস্তিতে শুক্রবার বিকেল শুরু হওয়া এই ইকোফেস্ট চলবে আগামী বুধবার পর্যন্ত। মোট ৬দিনের এই উত্‌সবের প্রথম দু’দিন বক্সা ব্যাঘ্রপ্রকল্পে, পরে চিলাপাতা ও শেষ দুদিন জলদাপাড়া এলাকায় হবে। এদিন উত্‌সবের সূচনা করেন সাহিত্যিক গৌরীশঙ্কর ভট্টাচায। একটি স্বেচ্ছাসেবী সংগঠন অ্যাসোসিয়েশন ফর কনর্জাভেশন অ্যান্ড টুরিজমের তরফে রাজ বসু বলেন, “পর্যটনের মরশুমে এই উত্‌সব করা হয়। পর্যটকদের আরও বেশই সংখ্যায় ডুয়ার্স এলাকা সঙ্গে পরিচিতি করানো আমাদের উদ্দেশ্য।” এ দিন ২৮ মাইল এলাকার শিশুরা কেক কেটেছে। সেন্ট্রাল ডুয়ার্স ইকো ফেস্টের আহ্বায়ক রামকুমার লামা জানান, পর্যটকদের আগামী শনিবার ২৮ মাইল বস্তি ও গাঙ্গুটিয়া বনবস্তি ঘোরানো হবে। ছবি প্রর্দশনীর ব্যবস্থা রাখা হয়েছে। তৈরি হয়েছে নতুন মেনু তালিকাও। লেখক গৌরীশঙ্করবাবু বলেন, “এখানে গভীর নলকূপ নেই। মোবাইলে যোগাযোগের টাওয়ার নেই। বিষয়গুলি প্রশাসনের নজর দেওয়া উচিত।”

ফাঁড়িতে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট

অজ্ঞাত পরিচিত এক মহিলাকে খুনের ঘটনায় পুলিশ দুই যুবককে গত দুদিন ধরে আটকে রেখেছে বলে অভিযোগ তুলে পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। শুক্রবার সকালে বালুরঘাটের পতিরাম পুলিশ ফাঁড়ির ঘটনা। বাসিন্দাদের বিক্ষোভের জেরে পুলিশ এদিন তড়িঘড়ি ধৃতদের বালুরঘাট আদালতে পাঠায় বলে অভিযোগ। বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ পারপতিরাম এলাকা থেকে দুই যুবককে ধরে তদন্তের নামে ধরে আটকে রাখে। তাদের ছাড়াও হচ্ছিল না আবার মামলা দিয়ে আদালতে পাঠানোও হচ্ছিল না। পুলিশের দাবি, বৃহস্পতিবার ওই দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জেরা করে ঘটনায় জড়িত আরও দুজন অভিযুক্তের নাম পাওয়া গিয়েছে সরকারী আইনজীবী দেবাশিস মজুমদার জানান, ধৃত ওই দুই যুবকের বিরুদ্ধে মহিলাকে খুনের অভিযোগ রয়েছে। বিচারক তাদের ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। বালুরঘাট থানার আইসি বিপুল বন্দ্যোপাধ্যায় জানান, গত ৬ নভেম্বর পতিরাম এলাকায় আত্রেয়ী নদী থেকে হাত-পা বাধা অবস্থায় এক মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত মহিলার পরিচয় এখনও উদ্ধার হয়নি। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, ওই মহিলা ছিলেন ভবঘুরে। শারীরিক অত্যাচারের পর দুষ্কৃতীরা তাঁকে বেঁধে নদীতে ফেলে দেয় বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিষয়টি স্পষ্ট হবে। তবে ঠিক কীভাবে ওই দুইজন এই ঘটনায় জড়িত তা নিয়ে পুলিশ এখনই কিছু জানায়নি।

শ্মশান থাকলে সমস্যা, অভিযোগ আদালতে

নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

রামঘাট এলাকায় শ্মশান থাকলে বাসিন্দাদের সমস্যা হচ্ছে অভিযোগ তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন মহানন্দ মণ্ডল। গত ২৯ সেপ্টেম্বর রামঘাটে শ্মশানে বৈদ্যুতিক চুল্লির শিলান্যাস অনুষ্ঠানে তাঁকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব চড় মারেন বলে অভিযোগ দায়ের করেছিলেন মহানন্দ। সেই মামলা নিয়ে পদক্ষেপ না করে পরে তাঁকেই পুলিশ গ্রেফতার করে বলে অভিযোগ। শুক্রবার মহানন্দ জানিয়েছেন, তাঁর হয়ে কলকাতায় হাইকোর্টে মামলা করেছেন আইনজীবী সুতীর্থ রাহা। এ দিন তিনি ফোনে বলেন, “রামঘাট এলাকায় শ্মশান রাখতে দেওয়া যাবে না। শ্মশানে দাহ করা হলে ছাই উড়ে মানুষের রান্নায় পড়ে। বাসিন্দাদের খুবই সমস্যা হচ্ছে। এলাকার বাসিন্দাদের পক্ষে আমি মামলা করেছি।” এ দিন রামঘাট এলাকায় মন্ত্রী গৌতম দেবের বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভ দেখানো হয়। স্থানীয় মহিলাদের একাংশও বিক্ষোভে ছিলেন। এলাকার বাসিন্দা গৌরী মিত্র এ দিন বলেন, “রামঘাটে চুল্লি তো বটেই, শ্মশানও রাখা চলবে না। এর প্রতিরোধে আমরা সর্বাত্মক আন্দোলনে যাব।” মন্ত্রী গৌতমবাবু অবশ্য এ দিন বলেন, “উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যেতে আমরা বদ্ধপরিকর।”

এসএসবি-র নতুন এডিজি

নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

এসএসবি-র এডিজি পদে দায়িত্ব গ্রহণ করলেন সোমেশ গোয়েল। শুক্রবার সরকারিভাবে এই পদে যোগ দেন তিনি। তিনি এর আগে আইজি পদে ছিলেন। সোমেশ, আর কে তয়ালের স্থলাভিষিক্ত হলেন। তিন মাস আগে পদোন্নতি হয়ে তিনি চলে গেলে এডিজির পদটি খালি ছিল। এসএসবি সূত্রের খবর, সোমেশ ১৯৮৪ ব্যাচের আইপিএস। এর আগে তিনি বিএসএফ, এনএসজি, এসপিজির বহু গুরুত্বপূর্ণ পদ সামলেছেন বলে জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে এই খবর জানানো হয়েছে।

বিজেপি-তে যোগ হাসানে

নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর

বিভিন্ন রাজনৈতিক দল থেকে শতাধিক কর্মী ও সমর্থক বিজেপিতে যোগ দিয়েছেন। শুক্রবার বিকালে চাকুলিয়া থানার হাসান এলাকায় বিজেপি কর্মি সভা হয়। বিজেপির তরফে জানানো হয়েছে, এদিন ফরওয়ার্ড ব্লক, কংগ্রেস ও তৃণমূল ওই কর্মী, সমর্থকেরা দলে যোগ দিয়েছেন। দলের জেলা সভাপতি শুভ্র রায়চৌধুরী বলেন, “তিনটি দল থেকে ৩০০ জন আমাদের দলে যোগ দিয়েছেন।” তাঁদের কাছে কোনও খবর নেই বলে অবশ্য কংগ্রেস, তৃণমূল এবং ফরওয়ার্ড ব্লকের তরফে পাল্টা দাবি করা হয়েছে।

ছাত্রী ১৩০০, স্থায়ী শিক্ষক নেই হাইস্কুলে

স্কুলে ছাত্রী সংখ্যা ১৩০০। অথচ স্থায়ী কোনও শিক্ষক নেই। নেই কোনও শিক্ষাকর্মীও। ছ’জন অতিথি শিক্ষক এবং ছ’জন আংশিক সময়ের শিক্ষককে দিয়েই স্কুল চলছে। এমনই পরিস্থিতি শিলিগুড়ি ঘোঘোমালি গার্লস হাই স্কুলের। ২০১০ সালে জুনিয়র হাই স্কুল হিসাবে চালুর পর এ বছর জানুয়ারিতে হাইস্কুলে উন্নীত হয়। কিন্তু শিক্ষক,শিক্ষিকার অভাবে পড়াশোনা ঠিক মতো হচ্ছে না বলে অভিযোগ অভিভাবকদের। দ্বিমত নন শিক্ষকরাও। সামনে জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষে আরও ৬০০ জন ভর্তির আবেদন করবেন। তখন কী ভাবে স্কুল চলবে তা নিয়ে উদ্বিগ্ন বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ সেন রায়। সম্প্রতি উত্তরবঙ্গ উন্নয়ন দফতর থেকে ৬ লক্ষ ৩৫ হাজার টাকা খরচে ২৫ টি কম্পিউটার, স্কুলের জন্য বিশেষ ‘সফটওয়্যার’ এবং প্রিন্টার দেওয়া হয়েছে। মঙ্গলবার তার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। সেখানেই মন্ত্রীর উদ্দেশ্যে বিকাশবাবু বলেন, “মন্ত্রীর কাছে করজোড়ে নিবেদন করছি সমস্যা মেটাতে তিনি যাতে উদ্যোগী হন। স্কুল শিক্ষা দফতর থেকে জানতে পেরেছি রাজ্যের স্কুলগুলিতে নতুন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এই স্কুলকেও যেন গুরুত্ব দেওয়া হয়।” কলকাতায় সংশ্লিষ্ট দফতরের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। তার জন্য স্কুলের সমস্ত নথি চেয়ে পাঠান তিনি। স্কুল সূত্রেই জানা গিয়েছে, ঘোঘোমালি হাই স্কুলে ছাত্রছাত্রীর চাপ কমাতে বছর পাঁচেক আগে ছাত্রীদের জন্য আলাদা স্কুল চালু করতে উদ্যোগী হন স্কুলের তত্‌কালীন প্রধান শিক্ষক বিকাশ সেন রায়। প্রথমে জুনিয়র হাই স্কুল চালু হয়। এ বছরের গোড়ায় হাইস্কুলে উন্নীত হয়। এখন পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনার সুযোগ রয়েছে। স্কুলের একমাত্র স্থায়ী শিক্ষক ইস্তফা দিয়ে চলে গিয়েছেন। বিকাশবাবুও গত ১৩ ডিসেম্বর অবসর নেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাঁকে অনুরোধ করায় ১৮ অক্টোবর থেকে ফের এই স্কুলে যোগ দেন তিনি। তাঁকেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে।

রায়গঞ্জে স্কুলের শিলান্যাস

রায়গঞ্জে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের শিলান্যাস হল শুক্রবার। এদিন দুপুরে মিরুয়াল গোবিন্দপুর এলাকায় ইংরেজি মাধ্যমের ওই স্কুলের শিলান্যাস করেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সত্যম রায়চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার, আবৃত্তিকার ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায় ও শ্রাবণী সেন-সহ সংস্থার কর্তারা। আগামী এক বছরের মধ্যে স্কুল তৈরির কাজ শেষ করে সিবিএসই বোর্ডের অধীনে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত পড়াশোনা চালু হয়ে যাবে বলে জানিয়েছেন সত্যমবাবু। তিনি জানান, দুঃস্থ পড়ুয়াদের জন্য নিখরচায় পড়াশোনার ব্যবস্থা থাকবে।

ক্ষুব্ধ কৃষকেরা, স্মারকলিপি

উচ্চক্ষমতাসম্পূর্ণ বিদ্যুতের তার নিয়ে যাওয়ার টাওয়ার তৈরি নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে কৃষকদের মধ্যে। শুক্রবার কোচবিহারের সদর মহকুমাশাসককে স্মারকলিপি দেয় কৃষকদের একটি সংগঠন। বাণেশ্বর, গোপালপুর এলাকার বেশ কৃষক আলু, ধান, পাট সংগ্রাম কমিটির ব্যানারে ওই স্মারকলিপি দেয়। তাঁদের অভিযোগ, এলাকা দিয়ে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়ার একটি প্রকল্পে উচ্চক্ষমতাসম্পূর্ণ তার নিয়ে যাওয়া হচ্ছে। এর জন্য টাওয়ার বসানোর কাজ চলছে। কৃষি জমির ক্ষতি হচ্ছে। উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না। সদরের মহকুমাশাসক বিকাশ সাহা বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন।

শিশু দিবসে কর্মশালা

শিশুদের সুরক্ষা ও অধিকার সম্পর্কে সচেতন করতে কর্মশালার আয়োজন করল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। শিশু দিবস উপলক্ষে শুক্রবার রায়গঞ্জেওই কর্মশালায় ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক দীপক কেরকেট্টা, জেলা সমাজকল্যান আধিকারিক অরুময় রায়। কলকাতার জয়প্রকাশ ইনস্টিটিউটের একজিকিউটিভ ডিরেক্টর জয়দেব মজুমদার প্রজেক্টরের মাধ্যমে শিশুদের সুরক্ষা ও অধিকার সম্পর্কে সচেতন করেন।

আগুনে ক্ষতি দফতরে

আগুন লেগে ক্ষতিগ্রস্ত হল কেবল চ্যানেলের দফতর। বৃহস্পতিবার রাতে ওদলাবাড়ি বাজার এলাকায় ওই ঘটনার পরে সংস্থার মালিকপক্ষ, কর্মী এবং স্থানীয় ব্যবসায়ীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আশপাশে বাজারে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় লোকজন একযোগে আগন নেভান। পুলিশ ও দমকল সূত্রের খবর, শট সার্কিট থেকেই সম্ভবত আগুন লাগে। এ জন্য শুক্রবার এলাকায় কেবল পরিষেবা বিঘ্নিত হয়।

উত্‌সবে থিম নতুন জেলাই

১১-তম ডুয়ার্স উত্‌সবে নবগঠিত আলিপুরদুয়ার জেলাকে ‘থিম’ করেই অনুষ্ঠান করবে উত্‌সব কমিটি। শুক্রবার বিকেলে আলিপুরদুয়ারে ডুয়ার্স উত্‌সব কমিটির বৈঠক হয়। সেখানে গত বছরের হিসাব পেশের পর নতুন কমিটি গঠন হয়। আগামী ২৭ জানুয়ারি থেকে ৫ ফ্রেবুয়ারি পর্যন্ত উত্‌সব হবে। জেলাশাসককে সভাপতি করে কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন সৌরভ চক্রবর্তী। কমিটির তরফে জানানো হয়েছে, গত বছর উত্‌সবে প্রায় ৫০ লক্ষ ৩৯ হাজার টাকা আয় হয়। সেখানে খরচ করা হয়েছে সাড়ে ৪৩ লক্ষ টাকার মত। এবার পর্যটন এবং নতুন জেলা, এই দুইকেই সামনে রেখে উত্‌সব হবে।

ঝুলন্ত দেহ

এক কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার চোপড়ার দীঘালগাও এলাকার ঘটনা। মৃত কিশোরের নাম আসরাফুল হক (১৫)। রাতে ওই কিশোরের পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না। ঘটনাটি আত্মহত্যার বলে পুলিশের অনুমান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement