BSF in Coochbehar

বাংলাদেশি দুষ্কৃতীরা অপহরণ করে নিয়ে গিয়েছিল ভারতীয় কৃষককে! দেশে ফেরাতে উদ্যোগী বিএসএফ

কোচবিহারে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে এক কৃষককে অপহরণ করে নিয়ে যায় বাংলাদেশি দুষ্কৃতীরা। তাঁকে উদ্ধার করে দেশে ফেরানোর জন্য ইতিমধ্যে উদ্যোগী হয়েছে বিএসএফ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ১৭:৫৫
Share:

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের টহলদারি। —ফাইল চিত্র।

কোচবিহারের শীতলখুচিতে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে অপহৃত কৃষককে দেশে ফেরাতে উদ্যোগী হল সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার পশ্চিম শীতলখুচি এলাকা থেকে এক কৃষক দম্পতিকে অপহরণ করেছিল বাংলাদেশি দুষ্কৃতীরা। পরে অপহৃত মহিলাকে ছেড়ে দেওয়া হলেও তাঁর স্বামীকে আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ। ঘটনার কথা জানার পরেই বিএসএফের তরফে যোগাযোগ করা হয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র সঙ্গে। সূত্রের খবর, ওই অপহৃত ব্যক্তিকে ইতিমধ্যে উদ্ধার করেছে বিজিবি। তাঁকে দ্রুত ভারতে ফেরানোর চেষ্টা করছে বিএসএফ।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, বুধবার শীতলখুচির পণ্ডিতপাড়া এলাকায় কৃষিজমিতে কাজ করতে গিয়েছিলেন উকিল বর্মণ এবং তাঁর স্ত্রী শোভা বর্মণ। ওই সময়েই বাংলাদেশি দুষ্কৃতীরা তাঁদের অপহরণ করেন বলে অভিযোগ। যদিও পরে শোভাকে ছেড়ে দেওয়া হয়েছিল। ঘটনার কথা জানতেই বিএসএফের ১৫৭ নম্বর ব্যাটেলিয়নের আধিকারিকেরা পদক্ষেপ করেন। বিজিবির সঙ্গে যোগাযোগ করে দ্রুত তাঁকে ভারতে ফেরানোর চেষ্টা শুরু করেন বিএসএফের জওয়ানেরা। এরই মধ্যে বৃহস্পতিবার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ছে সমাজমাধ্যমে। সেটিতে দেখা যাচ্ছে বিজিবির জওয়ানেরা ওই অপহৃত ভারতীয় কৃষককে উদ্ধার করেছেন। ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

অপহৃত কৃষকের স্ত্রী জানান, বুধবার তাঁরা উভয়েই এক সঙ্গে সীমান্তবর্তী এলাকায় চাষের জমিতে সেচের কাজ করতে গিয়েছিলেন। ওই সময়ে আচমকা ৫-৬ জন সীমান্তের ওপার থেকে এসে তাঁদের তুলে নিয়ে যান বলে অভিযোগ। কিছু ক্ষণ পরে শোভাকে ছেড়ে দিলেও তাঁর স্বামীকে আটকে রাখেন দুষ্কৃতীরা। বিএসএফ সূত্রের খবর বৃহস্পতিবার সন্ধ্যার পরে দু’দেশের বাহিনীর ‘ফ্ল্যাগ মিটিং’-এর ওই অপহৃত ভারতীয় কৃষককে ফিরিয়ে দেওয়া হতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement