তরুণীকে ধর্ষণের নালিশে গ্রেফতার জওয়ান

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই তরুণীর বাবা নিজের জমিতেই চাষ করেন। এ রাতে ওই তরুণীর বাবা-মা আত্মীয়ের বাড়িতে ঘুরতে গিয়েছিলেন। তাঁর একমাত্র ভাই হোস্টেলে থেকে পড়াশোনা করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মালদহ শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৮ ০১:৪৪
Share:

রবিবার রাতে বাড়িতে ঢুকে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে এক বিএসএফ জওয়ানকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচক থানার নারায়ণপুর গ্রাম। ঘটনাকে কেন্দ্র করে গ্রাম জুড়ে হইচই পড়ে যায়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম দিলবার হোসেন। তাঁর বাড়ি ইংরেজবাজার থানার শোভানগর গ্রামে। তিনি পেশায় বিএসএফ জওয়ান। সোমবার ধৃত বিএসএফ জওয়ানকে মালদহ জেলা আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। যদিও ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন ওই বিএসএফ জওয়ান।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই তরুণীর বাবা নিজের জমিতেই চাষ করেন। এ রাতে ওই তরুণীর বাবা-মা আত্মীয়ের বাড়িতে ঘুরতে গিয়েছিলেন। তাঁর একমাত্র ভাই হোস্টেলে থেকে পড়াশোনা করে। ফলে এ রাতে ওই তরুণী বাড়িতে একাই ছিলেন। অভিযোগ, সেই সময় দিলবার বাড়িতে ঢুকে তাঁকে ধর্ষণ করে। পালানোর সময় নির্যাতিতা ওই তরুণী চিৎকার করলে স্থানীয় বাসিন্দারা ছুটে যান। গ্রামবাসীরা ওই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেন। জানা গিয়েছে, দিলবার রাজস্থানে কর্মরত। মাস খানেক আগে ছুটিতে তিনি বাড়িতে আসেন। চার মাস আগে ফোনে ওই তরুণীর সঙ্গে ফোনে পরিচয় হয় দিলবারের। তার পরেই দু’জনের মধ্যে সম্পর্ক তৈরি হয়। সেই সম্পর্কের জন্য এ দিন বাড়িতে যায় দিলবার। অভিযোগ, তরুণীকে একা পেয়ে ধর্ষণ করা হয়।

নির্যাতিতা ওই তরুণী বলেন, “ফোনে আমাদের পরিচয় হয়েছিল। রাত ১০টা নাগাদ আচমকা জোর করে দিলবার বাড়িতে ঢুকে পড়ে।” প্রাণনাশের হুমকি দিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন তিনি। তাঁর বাবা বলেন, “আমরা আত্মীয়ের বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। রাতে ঘটনাটি শুনে বাড়ি ফিরে গিয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।” যদিও পুলিশের জেরায় তাঁকে ফাঁসানো হয়েছে বলে জানিয়েছেন ওই বিএসএফ জওয়ান।

Advertisement

পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে হাজির করানো হয়েছে। তরুণীর ডাক্তারি পরীক্ষা করে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন