nbstc

NBSTC: খোলনলচে বদলাবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা, ঘোষণা চেয়ারম্যান পার্থর

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করার পর সোমবার কোচবিহার ডিপো পরিদর্শনে যান পার্থ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কোচবিহার শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২১ ২৩:১৩
Share:

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কোচবিহার ডিপো। নিজস্ব চিত্র।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (এনবিএসটিসি)-কে নতুন করে সাজাতে বিভিন্ন উদ্যোগের কথা ঘোষণা করলেন সংস্থার নবনিযুক্ত চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। বর্তমানে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা ৬০০টি বাস বিভিন্ন রুটে চললেও আয়ের তুলনায় ব্যয় অনেকটাই বেশি। তাই আগামী দিনে কুড়ি কোটি টাকা লক্ষ্যমাত্রা রেখে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা নতুন করে সাজিয়ে তোলা হবে বলে জানান তিনি।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করার পর সোমবার কোচবিহার ডিপো পরিদর্শনে যান পার্থ। সেখানে তিনি বলেন, ‘‘উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার আয় বাড়াতে সংস্থার বিভিন্ন বাড়িগুলি বাণিজ্যিক ভাবে ব্যবহার করা হবে। করোনা পরিস্থিতির কারণে বেশ কিছু রুটে বাস পরিষেবা বন্ধ রয়েছে। দ্রুত লাভজনক রুটগুলিতে যাতে বাস পরিষেবা চালু করা যায় সেই বিষয়ে পদক্ষেপ করা হবে।’’

Advertisement

পার্থ জানান, ইতিমধ্যেই ৬০টি নতুন বাস কেনার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করা হয়েছে। সেই বাসগুলি সম্ভবত কিছুদিনের মধ্যেই চলে আসবে। সেই বাস গুলি চলে এলে নতুন নতুন রুটে যাতে বাস পরিষেবা চালু করা যায়, সেই বিষয়ে পদক্ষেপ করা হবে। পার্থ বলেন, ‘‘বর্তমানে সংস্থার প্রায় ১২ কোটি টাকা মাসিক আয় রয়েছে। ব্যয় হচ্ছে প্রায় ১৫কোটি টাকা। আমরা ২০ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা রেখেছি। আগামী ২ সেপ্টেম্বর আমি চেয়ারম্যান হওয়ার পরে প্রথম বোর্ড মিটিং। সেই বোর্ড মিটিংয়ে সকলের সঙ্গে পরামর্শ করা হবে, কী ভাবে সংস্থার আয় বৃদ্ধি করা যায়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন