Dengue

আতঙ্ক চিকুনগুনিয়ার

 তাপসবাবু বলেন, ‘‘স্ত্রীর জ্বর, গা হাত-পা প্রচণ্ড ব্যথা হচ্ছিল। পরে জানা গিয়েছে ওর চিকুনগুনিয়া হয়েছে।’’

Advertisement

সৌমিত্র কুণ্ডু

শিলিগুড়ি শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৭ ০৩:১৭
Share:

ফাইল চিত্র।

চিকুনগুনিয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি তাপস সরকারের স্ত্রী মন্দিরাদেবী। পরিবার সূত্রে জানা গিয়েছ, লক্ষ্মী পূজোর পর থেকেই জ্বরে আক্রান্ত হন তিনি। পরে রক্ত পরীক্ষায় শরীরে চিকুনগুনিয়ার জীবাণু ধরা পড়ে। বাড়িতেই তাঁর চিকিৎসা চলছে। ডেঙ্গির পাশাপাশি প্রায় একই রকম উপসর্গ নিয়ে চিকুনগুনিয়ার প্রকোপও যে ছড়িয়েছে রোগীদের একাংশের রক্তের নমুনা পরীক্ষার পর তা জানিয়েছিল জেলা স্বাস্থ্য দফতর। বস্তুত, ডেঙ্গি, চিকুনগুনিয়া এবং ভাইরাল ফিভারে শিলিগুড়িতে অন্তত দশ হাজার বাসিন্দা আক্রান্ত হয়েছেন বলে চিকিৎসকদের একাংশের দাবি।

Advertisement

তাপসবাবু বলেন, ‘‘স্ত্রীর জ্বর, গা হাত-পা প্রচণ্ড ব্যথা হচ্ছিল। পরে জানা গিয়েছে ওর চিকুনগুনিয়া হয়েছে।’’ শিলিগুড়ি শহরের পাশাপাশি মহকুমার মাটিগাড়া, শিবমন্দির এলাকায় ডেঙ্গি, ও জ্বর ব্যাপক হারে ছড়িয়েছে বলে অভিযোগ। মাটিগাড়া এলাকাতেই কয়েকশো বাসিন্দা জ্বরে আক্রান্ত। সভাধিপতি জানান, জ্বর নিয়ে বাড়ি বাড়ি সমীক্ষার কাজ হচ্ছে। স্প্রে, ধোঁয়া দেওয়ার কাজও চলছে। মাটিগাড়া এবং শিবমন্দির এলাকায় ডেঙ্গি, চিকুনগুনিয়া, ভাইরাল জ্বর ব্যাপক হারে হচ্ছে বলে জানিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য।

সোমবার গভীর রাতে জ্বর, বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল ২৮ নম্বর ওয়ার্ডের মজদুর কলোনির বাসিন্দা মণি দাস (৬৫) কে। রাতেই তিনি মারা যান। তাঁর বাড়ির কাছে একাধিক বাড়িতে জ্বর, ডেঙ্গি নিয়ে অসুস্থ রয়েছেন বাসিন্দারা। মৃতের মেয়ে মামনিদেবী বলেন, ‘‘বাবার জ্বর অল্প ছিল। বুকে ব্যথা করছিল। রাত দেড়টা নাগাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পরেই মারা যান।’’ মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, কী কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে খোঁজ নেওয়া হচ্ছে। মণিবাবুর প্রতিবেশী কিশোরী সুস্মিতা দাস ডেঙ্গিতে আক্রান্ত ছিলেন কয়েকদিন আগেই। এখন সুস্থ হয়েছে। অপর প্রতিবেশী কল্পনা সরকার জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পরিবারের পক্ষে খুশিবাবু বলেন, ‘‘মা জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। এ দিন থেকে স্ত্রীও জ্বরে পড়েছে। ডেঙ্গি পরিস্থিতি নিয়ে খুবই উদ্বেগে রয়েছি।’’

Advertisement

শহরের নার্সিংহোমগুলিতেও ডেঙ্গি আক্রান্ত অনেকে রয়েছেন বলে জানা গিয়েছে। মাটিগাড়ার একটি নার্সিংহোমেই ডেঙ্গি আক্রান্ত অন্তত ২৫ জন ভর্তি রয়েছেন। র‌্যাপিড কিড এনএসওয়ান পরীক্ষায় তাঁদের রক্তে ডেঙ্গির জীবাণু ধরা পড়েছে। শহরের অন্যান্য নার্সিংহোমগুলিতেও ডেঙ্গি আক্রান্ত রোগী রয়েছে বলে জানা গিয়েছে। সে কারণে ডেঙ্গির প্রকোপ কমেনি বলেই মনে করছেন চিকিৎসকদের একাংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন