আজ গণনা শুরু

আজ, সোমবার থেকে ছিটমহলে গণনার কাজ শুরু হবে। জেলা প্রশাসন সুত্রের খবর, দুই দেশের ১৬২টি ছিটমহলের জনগণনা একই দিন থেকে শুরু হবে। চলবে ১৬ জুলাই পর্যন্ত। দশ দিন ধরে জনগণনার পাশাপাশি বাসিন্দার ছবি তোলার কাজও হবে।

Advertisement
শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৫ ০২:০৩
Share:

আজ, সোমবার থেকে ছিটমহলে গণনার কাজ শুরু হবে। জেলা প্রশাসন সুত্রের খবর, দুই দেশের ১৬২টি ছিটমহলের জনগণনা একই দিন থেকে শুরু হবে। চলবে ১৬ জুলাই পর্যন্ত। দশ দিন ধরে জনগণনার পাশাপাশি বাসিন্দার ছবি তোলার কাজও হবে। রবিবার দিনহাটা ও মাথাভাঙায় এবং বাংলাদেশেও যৌথ জনগণনার দলের সদস্যদের প্রশিক্ষণ হয়। মোট ৭৫টি দল কাজ করবে। এর মধ্যে ৫০টি দল কাজ করবে বাংলাদেশে, ভারতে ২৫টি। কোচবিহারে জেলাশাসক পি উল্গানাথন বলেন, “জনগণনার কাজে যাতে সমস্যা না হয় সেদিকে নজর রাখা হচ্ছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন