মালদহে ডাকাতি তদন্তে সিআইডি

বুধবার সকালে কালিয়াচক থানার পুলিশের সঙ্গে সিআইডির দুই সদস্যের প্রতিনিধি আইনজীবী নেহারুল ইসলাম চৌধুরীর বাড়ির সমস্ত কিছুই পরীক্ষা করে দেখেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৭ ০২:৪৭
Share:

প্রতীকী চিত্র।

কালিয়াচকের জালালপুরে আইনজীবীর বাড়িতে ডাকাতির ঘটনায় নমুনা সংগ্রহ করল বিশেষজ্ঞ দলের প্রতিনিধিরা।

Advertisement

বুধবার সকালে কালিয়াচক থানার পুলিশের সঙ্গে সিআইডির দুই সদস্যের প্রতিনিধি আইনজীবী নেহারুল ইসলাম চৌধুরীর বাড়ির সমস্ত কিছুই পরীক্ষা করে দেখেন। তবে ঘটনার ২৪ ঘণ্টা পরেও ডাকাতির ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ফলে পুলিশের ভুমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পরিবার-সহ আইনজীবীরা। যদিও পুলিশের দাবি, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

গত, সোমবার রাত ৩টে নাগাদ মালদহ আদালতের আইনজীবী নেহারুল ইসলাম চৌধুরীর বাড়িতে হানা দেয় সাতজনের একটি দুষ্কৃতী দল। নেহারুল ইসলামকে আগ্নেয়াস্ত্রের বাট দিয়ে মারধর করে হাত ও মুখ বেঁধে দিয়ে দুষ্কৃতীরা লুঠপাট চালায়।

Advertisement

অভিযোগ, নগদ দুলক্ষ টাকা সমেত ২৫ ভরি সোনার অলঙ্কার নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। এ দিন সকাল ১০টা নাগাদ কলকাতা থেকে সিআইডির ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ দলের দুই সদস্যও তদন্তে যান আইনজীবীর বাড়িতে। জানা গিয়েছে, প্রায় চার ঘন্টা ধরে বিভিন্ন নমুনা সংগ্রহ করে তাঁরা। বাড়ির সদস্য ছাড়াও আরও ছ’জনের হাতের চিহ্ন মিলেছে। সেই নমুনা সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি ছবিও সংগ্রহ করেছে বিশেষজ্ঞ দলের প্রতিনিধিরা। আইনজীবীর বাড়িতে পরিকল্পিত ডাকাতি চালানো হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের।

পুলিশের ভুমিকা নিয়ে ক্ষোভ নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ, জনবহুল এলাকায় ডাকাতির ঘটনা ঘটলেও দুষ্কৃতীদের গ্রেফতার করতে পারে নি পুলিশ। নেহারুল বলেন, ‘‘ঘটনার পর থেকে বাড়ির সদস্যেরা আতঙ্কে। পুলিশ দ্রুত অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার করুক।’’ মালদহে অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) দীপক সরকার বলেন, ‘‘ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement