Suicide

ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ফাঁস করার হুমকি দিচ্ছিলেন বিবাহিত ‘প্রেমিকা’! আত্মঘাতী বালুরঘাট থানার সিভিক ভলান্টিয়ার

গোবিন্দের পরিবারের পক্ষ থেকে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫ ১৯:১৬
Share:

— প্রতীকী চিত্র।

বাড়ি থেকে এক সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার হল। বালুরঘাট থানায় নিযুক্ত ছিলেন তিনি। স্থানীয়দের দাবি, এক বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক ছিল গোবিন্দ হালদার নামে ওই সিভিক ভলান্টিয়ারের। অভিযোগ, ওই মহিলা অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফাঁস করার হুমকি দিচ্ছিলেন। পরিবারের দাবি, সে কারণেই আত্মহত্যা করেছেন ৩৪ বছরের গোবিন্দ।

Advertisement

শনিবার গভীর রাতে ঘর থেকে গোবিন্দের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। নিহতের বাড়ি বালুরঘাট পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের একে গোপালন কলোনিতে। পরিবারের সদস্যেরা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখে থানায় খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহ উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে পাঠায়। রবিবার মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। গোবিন্দের পরিবারের পক্ষ থেকে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

গোবিন্দের স্ত্রী, সংসার রয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, এক বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল তাঁর। সেই মহিলা ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ফাঁস করে দেওয়ার হুমকি দিচ্ছিলেন। পরিবারের আরও অভিযোগ, ওই মহিলা সিভিক ভলান্টিয়ারের কাছ থেকে একাধিক বার টাকা আদায় করেছেন। সম্প্রতি আরও বেশি টাকা দাবি করতেই মানসিক চাপে ভেঙে পড়েন গোবিন্দ। তার পরেই চরম পদক্ষেপ করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement