নেহরুর জন্মদিনে অনুষ্ঠান কংগ্রেসের

আগামী লোকসভায় রাজ্যে কংগ্রেস একক ভাবেই লড়তে চলেছে, জেলার কর্মীদের সেই ইঙ্গিত দিলেন প্রাক্তন সাংসদ ও প্রাক্তন বিধায়ক দেবপ্রসাদ রায়। গত মঙ্গলবার কলকাতায় বিধানভবনে প্রদেশ কংগ্রেসের বৈঠকে ছিলেন দেবপ্রসাদ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জলপাইগুড়ি শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৮ ০৩:৫৬
Share:

আগামী লোকসভায় রাজ্যে কংগ্রেস একক ভাবেই লড়তে চলেছে, জেলার কর্মীদের সেই ইঙ্গিত দিলেন প্রাক্তন সাংসদ ও প্রাক্তন বিধায়ক দেবপ্রসাদ রায়। গত মঙ্গলবার কলকাতায় বিধানভবনে প্রদেশ কংগ্রেসের বৈঠকে ছিলেন দেবপ্রসাদ। বুধবার জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেসের ডাকে জওহরলাল নেহরুর জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। নেহরু নিয়ে বলার ফাঁকেই দেবপ্রসাদ জানিয়ে দেন, এ রাজ্যে কংগ্রেস আবার ‘নিজের পায়ে’ই দাঁড়াবে। গত সোমবার প্রদেশের বৈঠকেও, আসন্ন লোকসভা ভোটে একা চলার পক্ষেই সর্বাধিক মতামত পড়েছে বলে সূত্রের খবর।

Advertisement

বুধবার শহর ব্লক কংগ্রেসের তরফে জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা করার কথা জানানো হলেও, দলের বসে যাওয়া কর্মীদের এক জায়গায় নিয়ে আসার চেষ্টা বলে দাবি করা হচ্ছে। রবীন্দ্রভবনের সভা ঘরে এ দিন ভিড় উপচে পড়ে। আয়োজকরাও খুশি। আরও কয়েকটি কর্মসূচি নেওয়া হবে বলে জানানো হয়েছে।

পুজোর আগে দলের সর্বভাতীয় সভাপতি রাহুল গাঁধীর সঙ্গে ফোনে কথা হয় জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেস সভাপতি পিনাকী সেনগুপ্তের। দল সূত্রের খবর, ফোনে রাহুল গাঁধী পিনাকীকে কর্মীদের নিয়ে সভা-আলোচনার আয়োজন করার নির্দেশ দেন। সেই নির্দেশেই বুধবারের সভা বলে পিনাকী জানান। কর্মীদের কাছে মিঠু দা নামে পরিচিত দেবপ্রসাদ এ দিন সভায় খানিকটা লঘু চালেই বলেন, “এ রাজ্যে কংগ্রেস এখন নিজের পায়ে দাঁড়িয়ে নেই।” বক্তৃতার শেষে বলেন, “কংগ্রেসকে নিজের পায়েই দাঁড়াতে হবে।” ‘সাহায্য’ ছাড়াই নিজের পায়ে দলকে দাঁড় করাতে বসে যাওয়া কর্মীদের সক্রিয় করা ছাড়া উপায় নেই বলে মানছেন জেলার নেতারাও। সে কারণেই আগামী মাসে মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে দল। এ দিনের সভায় জলপাইগুড়ির বিধায়ক সুখবিলাস বর্মা এবং জেলা কংগ্রেস সভাপতি নির্মল ঘোষদস্তিদারও ছিলেন।

Advertisement

শহর ব্লক কংগ্রেস সভাপতি পিনাকী বলেন, “যাঁরা ভাবছেন কংগ্রেস শেষ, তাঁরা ঠিক নন। শহরের রাস্তায় ফের বড় মিছিল হবে।” আগামী লোকসভা ভোটের দিকে নজর রেখে সম্প্রীতির বার্তা দিয়ে সমাবেশ আয়োজন করতে নির্দেশ দিয়েছেন নেতৃত্ব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন