Gani Khan Choudhuri

শিয়রে নির্বাচন, গনির জন্মদিনে নজর কংগ্রেসের

দলীয় সূত্রে খবর, এ বারেও দলের অনুকূলে ভোট পেতে ‘গনি মিথ’কেই হাতিয়ার করছে কংগ্রেস। সে জন্য ১ নভেম্বর গনির ৯৪-তম জন্মদিবস ঘটা করেই পালন করার পরিকল্পনা করা হয়েছে।

Advertisement

জয়ন্ত সেন 

মালদহ শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২০ ০৩:৩৭
Share:

প্রতীকী ছবি।

শিয়রে বিধানসভা নির্বাচন। সে দিকে নজর রেখে 'গনি মিথ'-কে কাজে লাগাতে করোনা-আবহেও ১ নভেম্বর গনি খান চৌধুরীর জন্মদিবস ঘটা করে পালনের উদ্যোগ নিয়েছে কংগ্রেস। দলীয় সূত্রে খবর, কেক কাটা থেকে শুরু করে আলোচনাসভা হবে। গনি খানের জন্মদিবস পালন নিয়ে বুধবার মালদহে দলীয় বৈঠক করেন জেলা কংগ্রেস নেতৃত্ব। সেখানে দলের বেশিরভাগ বিধায়কই উপস্থিত ছিলেন। অন্য দিকে, তৃণমূল শিবির দলগত ভাবে জেলায় গনির জন্মদিন পালন না করলেও, পারিবারিক যোগসূত্রে জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যসভা সাংসদ মৌসম নূর সে দিন মামা গনি খানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন।

Advertisement

মালদহ দলের ‘শক্ত ঘাঁটি’ বলে বরাবর দাবি করে কংগ্রেস। দলীয় সূত্রে খবর, গনির হাত ধরেই জেলায় দলের ভিত প্রতিষ্ঠিত হয়েছিল। মৃত্যুর পরেও তাঁর সেই ‘মিথ’ কাজে লাগিয়েই কংগ্রেস বিভিন্ন নির্বাচনে জয় হাসিল করে আসছে। গত বিধানসভা নির্বাচনেও জেলার ১২টি আসনের মধ্যে দল পেয়েছিল ৮টি আসন। পরে অবশ্য দুই দলীয় বিধায়ক তৃণমূলে নাম লেখান। তবে, পঞ্চায়েতে হতাশাজনক ফল হয় কংগ্রেসের। এমনকি লোকসভা ভোটে জেলার দুটি আসনের মধ্যে একটি আসন ধরে রাখতে পারে তারা।

এই পরিস্থিতিতে ফের বিধানসভা ভোট দুয়ারে। দলীয় সূত্রে খবর, এ বারেও দলের অনুকূলে ভোট পেতে ‘গনি মিথ’কেই হাতিয়ার করছে কংগ্রেস। সে জন্য ১ নভেম্বর গনির ৯৪-তম জন্মদিবস ঘটা করেই পালন করার পরিকল্পনা করা হয়েছে।

Advertisement

দলীয় সূত্রে খবর, করোনায় আক্রান্ত হয়ে কয়েক দিন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরে সুস্থ হয়ে দলের জেলা সভাপতি তথা সাংসদ আবু হাসেম খান চৌধুরী (ডালু) এখন কলকাতার বাড়িতেই রয়েছেন। এদিন দলীয় বৈঠকে ডালু হাজির না থাকলেও পাঁচ বিধায়ক ইশা খান চৌধুরী, অর্জুন হালদার, আসিফ মেহেবুব, মোত্তাকিন আলম ও আলবেরুনী জুলকারনাইন, বর্ষীয়ান নেতা কালীসাধন রায়, মাহিবর রহমানরা ছিলেন। বিভিন্ন ব্লকের নেতারাও ছিলেন। বৈঠক শেষে ইশা বলেন, "করোনা-আবহ হলেও বিধি মেনে আমরা মর্যাদার সঙ্গে গনি সাহেবের জন্মদিন পালন করব। কোতোয়ালি বাড়িতে গনি খানের মাজার, রথবাড়িতে থাকা মূর্তিতে শ্রদ্ধা জানানো হবে। পরে টাউন হলে স্মৃতিচারণ সভা হবে। সেখানে কেক কাটা হবে। ব্লকে ব্লকেও করোনা বিধি মেনে জন্মদিবস পালন করা হবে।"

অন্য দিকে মৌসম বলেন, 'গনি খান চৌধুরী আমার মামা। পারিবারিক যোগসূত্রেই প্রতি বছরের মতো এ বারেও ১ নভেম্বর সকালে মামার মাজারে গিয়ে শ্রদ্ধা জানাব। এখানে দলের কোনও ব্যাপার নেই।"

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন