রথযাত্রায় মাতল কোচবিহার

রাজ পরিবারের কুলদেবতা মদনমোহনের রথযাত্রায় মাতল কোচবিহার। বুধবার বিকাল ৫টায় মদনমোহন দেব রথে সওয়ার হন। প্রথা মেনে রাজ পরিবারের দুয়ারবক্সি অমিয় দেববক্সি দড়ি টেনে রথযাত্রার সূচনা করেন।

Advertisement
শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৬ ০২:২০
Share:

ছবি: হিমাংশুরঞ্জন দেব।

রাজ পরিবারের কুলদেবতা মদনমোহনের রথযাত্রায় মাতল কোচবিহার। বুধবার বিকাল ৫টায় মদনমোহন দেব রথে সওয়ার হন। প্রথা মেনে রাজ পরিবারের দুয়ারবক্সি অমিয় দেববক্সি দড়ি টেনে রথযাত্রার সূচনা করেন। কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে রথ কেশব রোড ধরে রাজবাড়ির সামনে দিয়ে গুঞ্জবাড়িতে ডাঙ্গোরাই মন্দিরে মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয়। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এ দিন সকালে মদনমোহন মন্দিরে গিয়ে পুজো দেন। তিনি বলেন, “মদনমোহনের রথ আমাদের ঐতিহ্য। ছোটবেলায় এখানে আসতাম। অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement