coronavirus

স্থিতিশীল অশোক, সংক্রমিত রাজু

বিধায়কের চিকিৎসার জন্য মাটিগাড়ার নার্সিংহোমে মেডিক্যাল বোর্ড তৈরি করা হয়েছে। তাঁকে আইসিইউ’তে আইসোলেশনে রাখা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ১৯ জুন ২০২০ ০৬:০০
Share:

অশোক ভট্টাচার্য—ফাইল চিত্র

করোনা আক্রান্ত হয়ে মাটিগাড়ার নার্সিংহোমে চিকিৎসাধীন শিলিগুড়ির বিধায়ক তথা পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্যের শারীরিক অবস্থা স্থিতিশীল। অন্য দিকে, করোনা সংক্রমণ মিলেছে দার্জিলিং জেলা বিজেপি’র সাধারণ সম্পাদক রাজু সাহার। তিনি শিলিগুড়ির ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

Advertisement

বিধায়কের চিকিৎসার জন্য মাটিগাড়ার নার্সিংহোমে মেডিক্যাল বোর্ড তৈরি করা হয়েছে। তাঁকে আইসিইউ’তে আইসোলেশনে রাখা হয়েছে। মেডিক্যাল বোর্ডের চিকিৎসক প্রেম দর্জি ভুটিয়া বলেন, ‘‘বুকে সংক্রমণ রয়েছে। অক্সিজেন দেওয়া হচ্ছে। তা ছাড়া প্রস্রাবেও সামান্য সংক্রমণ রয়েছে। বিধায়কের শারীরিক অবস্থা স্থিতিশীল।’’

নার্সিংহোম সূত্রে জানা গিয়েছে, বিধায়কের চিকিৎসার জন্য পাঁচ সদস্যের টিম গঠিত হয়েছে। তাতে রয়েছেন মেডিসিন বিভাগের কল্যাণ লাহিড়ি, আশিস হোসেন, প্রেম দর্জি ভুটিয়া, ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ অয়ন বন্দ্যোপাধ্যায়, মেডিক্যাল সুপারিনটেন্ডেন্ট সঞ্জীব সরকার। করোনা ছাড়াও উচ্চ রক্তচাপ, সুগারের সমস্যাও রয়েছে বিধায়কের। বছরখানেক আগে হৃদ্‌রোগে আক্রান্ত হলে ‘স্টেন’ বসাতেও হয়েছে। এই সব কারণেই তাঁকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। বুধবার বিধায়কের স্ত্রী রত্না ভট্টাচার্যের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসন তাঁদের সঙ্গে রয়েছে বলে জানান তিনি। বিধায়কের শারীরিক অবস্থার খোঁজ নেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। পর্যটনমন্ত্রী বলেন, ‘‘বিধায়কের স্ত্রীর সঙ্গে কথা হয়েছে। যে কোনও প্রয়োজনে তাঁকে যোগাযোগ করতে অনুরোধ করেছি।’’ বিধায়কের সুস্থতা কামনা করে তাঁর মোবাইলে ম্যাসেজও করেন পর্যটনমন্ত্রী এবং উত্তরও দিয়েছেন অশোক ভট্টাচার্য। এ দিন তাঁর বাড়ির সামনে বাঁশের ব্যারিকেড করা হয়েছে। তাঁর বাড়িকে কনটেনমেন্ট জ়োন করা হয়েছে।

Advertisement

করোনা আক্রান্ত বিজেপির দার্জিলিং জেলা সাধারণ সম্পাদককে জলপাইগুড়ির বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনের কোভিড হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, রাজগঞ্জের অধীনে থাকা সাহুডাঙিতে তিনি লালারস পরীক্ষা করেন। তাঁকে জলপাইগু়ড়ি কোভিড হাসপাতালে পাঠানো হয়েছে। সম্প্রতি দলীয় কর্মসূচিতেও তাঁকে দেখা গিয়েছে। তিনি বিধানমার্কেটের ব্যবসায়ীও। তা নিয়ে ব্যবসায়ীদের মধ্যেও উদ্বেগ ছড়িয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন