কোচবিহারে বাড়ি ভাঙা নিয়ে বিতর্ক

ছিটমহল আন্দোলনের নেতা দীপ্তিমান সেনগুপ্তের বাড়ির সামনের টিনের শেড এর ‘বিতর্কিত’ অংশ ভেঙে দিল দিনহাটা পুরসভা। তাঁর বাড়ির নকশাও চেয়ে পাঠিয়েছে পুরসভা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কোচবিহার শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৬ ০১:০৪
Share:

ছিটমহল আন্দোলনের নেতা দীপ্তিমান সেনগুপ্তের বাড়ির সামনের টিনের শেড এর ‘বিতর্কিত’ অংশ ভেঙে দিল দিনহাটা পুরসভা। তাঁর বাড়ির নকশাও চেয়ে পাঠিয়েছে পুরসভা।

Advertisement

পুরসভার বক্তব্য, নিকাশি নালা দখল করে বাড়ির ওই অংশটি তৈরি হয়েছে। নোটিস ধরানোর পরেও তা সরিয়ে না নেওয়ায় বৃহস্পতিবার অভিযান হয়। তবে দীপ্তিমানবাবুর অনুগামীদের অভিযোগ, ছিটমহলের উন্নয়নের কাজে দুর্নীতি নিয়ে সরব হওয়াতেই পুরসভার এই পদক্ষেপ।

এ দিন বেলা ১১টা নাগাদ পুরসভার কর্মী ও আধিকারিকরা বুলডোজার নিয়ে এসে দীপ্তিমানবাবুর বাড়ির বাইরে একশো মিটার লম্বা ওই শেডটি ভেঙে দেয়। দিনহাটা পুরসভার চেয়ারম্যান উদয়ন গুহ জানান, নিকাশী নালার অংশ কেউ দখল করে রাখতে পারে না। নোটিশ ধরানোর পরেও ব্যবস্থা না নেওয়ায় তা ভেঙে দেওয়া হয়। তিনি বলেন, “গোটা শহরের কোনও রাস্তাতেই এখন আর কেউ নিকাশি দখল করে নেই। যাঁরা দখল করে ছিলেন, নোটিশ দেওয়ার পরে নিজেরাই তা সরিয়ে নিয়েছেন। যারা সরাননি তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।” আর দীপ্তিমানবাবুর বাড়ির নকশা চাওয়ার ব্যাপারে তাঁর বক্তব্য, পুরসভা যে কারও বাড়ির নকশা চাইতে পারে।

Advertisement

দীপ্তিমানবাবু বলেন, “সাবেক ছিটমহলের টাকা খরচ নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি করেছি আমি। যে খরচ দেখানো হচ্ছে তা কোনওভাবেই হয়নি বলে সরব হয়েছি। তাঁর কয়েকদিনের মাথায় আমার বাড়িতে বুলডোজার চলল। আমার বাড়ির নকশা চাওয়া হল। কারও আর বুঝতে বাকি আছে কেন এসব হচ্ছে।” উদয়নবাবু অবশ্য ওই অভিযোগকে গুরুত্ব দিতে চাননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন