Bharat Jodo Yatra

রাহুলের ‘যাত্রা’য় তৃণমূলকে কি আমন্ত্রণ, স্থির করবে দিল্লি

বুধবার সকালে শিলিগুড়ির মাল্লাগুড়ির একটি হোটেলে কংগ্রেসের বৈঠক হয়েছে। সেখানে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিঙের সঙ্গে উত্তর দিনাজপুর জেলা নেতৃত্বও ছিলেন।

Advertisement

কৌশিক চৌধুরী

শিলিগুড়ি শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৪ ০৮:৪৮
Share:

লোকসভা ভোটের আগে, রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’র আগাম বৈঠক হল শিলিগুড়িতে। তাতে ‘ইন্ডিয়া’ জোটের শরিক তৃণমূল নেতৃত্বকে আমন্ত্রণ জানানো হবে কি না তা কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে বলে জানিয়ে দেওয়া হয়।

Advertisement

বুধবার সকালে শিলিগুড়ির মাল্লাগুড়ির একটি হোটেলে কংগ্রেসের বৈঠক হয়েছে। সেখানে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিঙের সঙ্গে উত্তর দিনাজপুর জেলা নেতৃত্বও ছিলেন। এর আগের বারের ‘ভারত জোড়ো যাত্রা’য় কংগ্রেসের ‘বন্ধু’ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বকে যাত্রায় সৌজন্য স্বরূপ যোগ দিতে দেখা গিয়েছে। একাধিক রাজ্যে তা হয়েছে। এ বার বাংলায় কী হবে তা নিয়ে প্রদেশ নেতৃত্ব দিল্লির ঘরেই বল ঠেলেছেন।

কংগ্রেসের অন্যতম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপি সিংহ বলেছেন, ‘‘তৃণমূল নেতৃত্বকে আমন্ত্রণের বিষয়টি পুরোপুরি কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবেন। এখন এর বেশি কিছু বলার নেই।’’ তৃণমূলের কোনও নেতাই কংগ্রেসের কর্মসূচি নিয়ে কোনও মন্তব্য করেনি। দলের উত্তরবঙ্গের এক নেতার কথায়, ‘‘আমাদের দলের ভূমিকা বা যোগদানের বিষয়টি তৃণমূলের শীর্ষ নেত্রী ঠিক করবেন। এ নিয়ে কোনও নির্দেশ এখনও নেই।’’

Advertisement

দলীয় সূত্রের খবর, এ দিন কংগ্রেসের বৈঠকে ‘রুট-ম্যাপ’-এর বাইরে যাত্রার পরিকাঠামো দিক নিয়েও আলোচনা হয়েছে। আজ, বৃহস্পতিবার মাটিগাড়ার কাওয়াখালির মাঠের জন্য প্রশাসনের কাছে কংগ্রেস নেতৃত্ব সরকারি ভাবে আবেদন করতে চলেছেন। তবে অসম থেকে বিহারে ঢোকা অবধি উত্তরবঙ্গের রাস্তা ধরে রাহুলের যাত্রার ‘রুট-ম্যাপ’ তৈরি হলেও উত্তর দিনাজপুর জেলা বাদ পড়ায়, দলের অন্দরে আলোচনা শুরু হয়েছে। রায়গঞ্জের মোহিত সেনগুপ্তদের দাবি, উত্তর দিনাজপুরকে বাদ দিয়ে যাত্রা করা হচ্ছে। তার বদলে ইসলামপুর, চোপড়া এলাকাকে যাত্রায় ঢোকানো হোক। একই ভাবে পাহাড়-ঘেঁষা তরাই এলাকায় দিয়ে নেওয়ার আবেদন জানান পাহাড়ের নেতারাও।

আবার শিলিগুড়ির কংগ্রেস নেতারা শহরের মধ্যে দিয়ে যাত্রা নেওয়ার কথা বললেও ট্র্যাফিক, সুরক্ষার সমস্যা জেরে তার সম্ভাবনা কম। নকশালবাড়ি বা খড়িবাড়ির পরে ইসলামপুর, চোপড়া দিয়ে বিহারে যাত্রা নিয়ে যাওয়ার প্রস্তাবও দেওয়া
হয়েছে।

প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা প্রাক্তন বিধায়ক শঙ্কর মালাকার বলেন, ‘‘ভারত জোড়ো যাত্রার রুট নিয়ে আলোচনা হয়েছে। কিছু এলাকা চূড়ান্ত হয়েছে। উত্তর দিনাজপুর জেলা নেতৃত্ব কিছু প্রস্তাব দিয়েছেন। ওঁদের এলাকা ‘বঞ্চিত হচ্ছে’ বলেছেন। কেন্দ্রীয় নেতৃত্ব নিশ্চয়ই বিষয়টি দেখবেন।’’

দল সূত্রের খবর, ২৯ জানুয়ারির আগে অসম থেকে বক্সিরহাট দিয়ে ‘ভারত জোড়ো যাত্রা’ উত্তরবঙ্গে ঢুকে যাবে বলে এ দিন কংগ্রেসের দিল্লির নেতৃত্ব জানিয়েছেন। সেখানে ২৬-২৭ জানুয়ারি তুফানগঞ্জ, ফালাকাটা, ধূপগুড়ি, ময়নাগুড়ি হয়ে যাত্রা শিলিগুড়ির কাওয়াখালিতে পৌঁছবে। কাওয়াখালিতে রাতে শিবিরের পরে, বাগডোগরা, নকশালবাড়ি থেকে খড়িবাড়ি হয়ে যাত্রার বিহারে ঢোকার কথা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন