হুঁশিয়ার করলেন দোলা

রাজ্যের সভানেত্রী দোলা সেন, জেলা সভাপতি অরূপরতন ঘোষ বা জেলার নেতা কৃষ্ণ পাল, সকলেই ই একই সুরে জানান, একদল টোটো-অটো চালক শহরবাসীর মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছেন। নিয়ম নীতি মানার ব্যাপার নেই। এদেরকে নিয়ন্ত্রণ করতেই হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ২৭ মে ২০১৭ ০২:৩১
Share:

আইটিটিইউসি’র পরিচয় নিয়ে টোটো, অটো চালকদের একাংশের বেআইনি কাজ চলবে না বলে মঞ্চ থেকে হুঁশিয়ারি দিলেন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র রাজ্য সভানেত্রী দোলা সেন।

Advertisement

শুক্রবার বিকেলে শিলিগুড়ির ইন্ডোর স্টেডিয়ামে সংগঠনের পঞ্চম সম্মেলন হয়। রাজ্যের সভানেত্রী দোলা সেন, জেলা সভাপতি অরূপরতন ঘোষ বা জেলার নেতা কৃষ্ণ পাল, সকলেই ই একই সুরে জানান, একদল টোটো-অটো চালক শহরবাসীর মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছেন। নিয়ম নীতি মানার ব্যাপার নেই। এদেরকে নিয়ন্ত্রণ করতেই হবে। দোলা বলেন, ‘‘নিয়ম, আইন মানব না আর কোথাও কিছু হলেই আইএনটিটিইউসি করি। এ সব চলবে না। বেকার সমস্যা রয়েছে। সরকার এদের নিয়ন্ত্রণের বিষয়টি দেখছে।’’

তৃণমূল নেতারাই জানিয়েছেন, শহর এবং লাগোয়া এলাকা মিলিয়ে অন্তত ৫ হাজার টোটো রয়েছে। রয়েছে হাজার দেড়েক সিটি অটো। ট্রাফিক বিধি ভঙ্গ করা এদের রোজকার কাজ। এদের নিয়ন্ত্রণ করাটা জরুরি হয়ে পড়েছে। মন্ত্রী গৌতম দেব’ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত সুশৃঙ্খল পথে চলার কথা বলেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন