wildlife

খাবারের খোঁজে গ্রামে এসে মৃত্যু হল পূর্ণবয়স্ক হাতির

পড়ে গ্রামবাসীরা দেখতে পান একটি স্ত্রী হাতি মৃত অবস্থায় পড়ে রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আলিপুরদুয়ার শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২১ ১৫:০৫
Share:

মৃত হাতি। নিজস্ব চিত্র।

খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে মৃত্যু হল একটি পূর্ণবয়স্ক হাতির। আলিপুরদুয়ারের পূর্ব রাজাভাতখাওয়া রেঞ্জের অর্ন্তগত উত্তর পানবাড়ি বিটের জঙ্গল থেকে প্রায় আটটি হাতির দল পানবাড়ি গ্রামে ঢুকেছিল। পড়ে গ্রামবাসীরা দেখতে পান একটি স্ত্রী হাতি মৃত অবস্থায় পড়ে রয়েছে।

Advertisement

তা দেখে গ্রামবাসীরা খবর দেন বনদফতরকে। আশপাশের বিভিন্ন রেঞ্জ থেকে বনকর্মীরা ছুটে আসেন। ঘটনাস্থলে এসেছিলেন সেখানকার বনবিভাগের অফিসার বিজন তালুকদারও। কী কারণে হাতিটির মৃত্যু হয়েছে তা এখনও পরিষ্কার নয়। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বন দফতরের আধিকারিকরা। হাতিটি দেহ সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছেন আধিকারিকরা।

অন্যদিকে আলিপুরদুয়ার জেলার লোহার ডাংগি গ্রামে হাতির হামলায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন