প্রতীকী ছবি।
চোপড়ার গণ্ডগোলের ঘটনায় সদ্য বিজেপি যোগ দেওয়া শাহিন আখতার সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ১২টা নাগাদ ইসলামপুরের মেলামাঠের বাড়ি থেকে পুলিশ শাহিনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, এলাকাতে গণ্ডগোলের ঘটনায় দুই পক্ষের পাঁচ জনকে গ্রেফতার কর হয়েছে। এ দিন ধৃতদের ইসলামপুর মুখ্য ও দায়রা আদালতে তোলা হলে তাদের আট দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। এ কথা জানান সরকারি আইনজীবী দেবজ্যোতি পাল। ধৃতদের বিরুদ্ধে মারামারি, পুলিশকর্মীদের হেনস্থা, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকের ধারায় মামলা হয়েছে। উত্তর দিনাজপুরের পুলিশ সুপার শ্যাম সিংহ বলেন, পুলিশের পক্ষ থেকে স্বতঃপ্রণোদিত ও অপর একটি দলের পক্ষ থেকে একটি মামলা রুজু হয়েছে, এখনও পর্যন্ত দুই পক্ষের পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।
তৃণমূল ছেড়ে সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন উত্তর দিনাজপুরের চোপড়ার নেতা শাহিন আখতার। যদিও তৃণমূলের দাবি, তাঁকে বহিষ্কার করা হয়েছে। তার কয়েক দিনের মধ্যেই তাঁকে গ্রেফতার করা হল। বৃহস্পতিবার চোপড়ায় বিজেপির একটি সভা ঘিরে গণ্ডগোলের পরে পুলিশ তাঁকে গ্রেফতার করে। শুক্রবার বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার জন্যই শাহিনকে গ্রেফতার করা হয়েছে। তবে শাহিনকে এর আগেও ২০১৩ সালে একবার একটি খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল।
বৃহস্পতিবার চোপড়ার বিজেপি নেতা অরেন সিংহকে খুনিদের গ্রেফতার বিরুদ্ধে একটি ধিক্কার মিছিল ছিল বিজেপির। অভিযোগ সেই মিছিলের অনুমোদন না পেয়ে পার্টি অফিস সংলগ্ন মাঠে বৈঠক চলছিল। সেখানেই তৃণমূলের সদস্যরা মাইক এনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি হামলা চালায় বলে অভিযোগ। তৃণমূলের বিধায়ক হামিদুল রহমান বলেন, ‘‘ওখানে অন্যায় ভাবে বিজেপি সভা ও মিছিল করছিল। পরে দলবদ্ধ ভাবে আমাদের উপর হামলা চালায়।’’ বিজেপির জেলা সভাপতি নির্মল দাম বলেন, ‘‘শাহিন সহ বাকি কর্মীদের জামিনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’