COVID-19

টিকার নামে তথ্য তলব, সতর্ক পুলিশ

অপরাধ রুখতে হলে সাধারণ মানুষকে আগে সচেতন হতে হবে বলে জানাচ্ছেন পুলিশ আধিকারিকেরা।

Advertisement

শুভঙ্কর পাল

শিলিগুড়ি শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২০ ০৬:৩৯
Share:

প্রতীকী ছবি।

‘স্যর, আপনার নাম করোনা টিকার জন্য রেজিস্টারে তোলা হয়েছে। আপনার আধার কার্ডের নম্বর, ই-মেল আইডি প্রয়োজন। আপনার মোবাইলে একটি ওটিপি গিয়েছে। সেই নম্বরটি জানান।’’ অসাবধানতাবশত ওইসব তথ্য দিলেই বাড়ছে বিপদ। কয়েক মিনিটেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যাচ্ছে সঞ্চয়ের সব টাকা। সম্প্রতি এমন একটি চক্র সক্রিয় হয়েছে দেশ জুড়ে। তাই আগেভাগে শিলিগুড়ি ও বিভিন্ন জায়গার সাধারণ মানুষকে সতর্ক হওয়ার কথা বলছেন সাইবার বিশেষজ্ঞরা। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফেও এমন ধরনের সাইবার ক্রাইম রুখতে সচেতনতায় নামা হচ্ছে।

Advertisement

ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব করে দেওয়ার ঘটনা নতুন নয়। বহু মানুষ এমন অপরাধের শিকার হয়ে খুইয়েছেন লক্ষ লক্ষ টাকা। অভিযোগ, ডেবিট কার্ড ব্লক, আধার কার্ড আপডেট-সহ নানা টোপে ফোন করে বোকা বানিয়ে টাকা নিয়ে নেওয়া হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। সময়ের সঙ্গে অপরাধীরা উপায়ও বদলেছে। এখন ফোন করে বলা হচ্ছে, ‘আপনি কি করোনা টিকা নিতে চান?’ প্রশ্ন শুনে 'না' বলছেন খুব কম সংখ্যক মানুষই। আর তারপরই গল্পের ছলে আধার কার্ড, ইমেল-আইডি সহ আরো তথ্য জেনে নিচ্ছেন অপরাধীরা। সেসবের মাধ্যমে পেয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত তথ্য। শুধু অপেক্ষা থাকে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) পাওয়ার। কয়েক সংখ্যার ওটিপি নম্বর পাওয়া মাত্রই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নিমেষে গায়েব করে নেওয়া হচ্ছে টাকা। অনেক মানুষ এমন অপরাধের শিকার হয়েছেন। ফোন পেয়েছেন বহু মানুষ। তবে এই অপরাধ রুখতে হলে সাধারণ মানুষকে আগে সচেতন হতে হবে বলে জানাচ্ছেন পুলিশ আধিকারিকেরা।

ব্যাঙ্ক কর্তাদের কথা, কোনও ব্যাঙ্ক কিংবা সরকারি সংস্থা থেকে ফোন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার কার্ড সংক্রান্ত তথ্য চাওয়া হয় না। আর্থিক লেনদেনের ক্ষেত্রে ওটিপি কাউকে দেওয়া উচিত না বলেও ব্যাঙ্কগুলির তরফে প্রচার করা হয় বারবার।

Advertisement

শিলিগুড়ির পুলিশ কমিশনারেটের এক উচ্চপদস্থ পুলিশ কর্তা বলেন, ‘‘করোনা টিকার লোভ দেখিয়ে বোকা বানানো হচ্ছে মানুষকে। এখনও এই সংক্রান্ত কোনও অভিযোগ শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় জমা পড়েনি ঠিকই। কিন্তু আগেভাগে মানুষকে সচেতন থাকার কথা বলছি আমরা। এমন অপরাধের শিকার হলে সঙ্গে সঙ্গে তা জানানোর কথা বলা হচ্ছে।’’

বিভিন্ন রাজ্যের পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের অপরাধ রুখতে ও মানুষকে সচেতন করতে প্রচার শুরু হয়েছে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফেও সোশ্যাল মিডিয়ায় শহরবাসীকে সচেতন করার কাজ খুব শীঘ্রই শুরু হবে বলে জানা গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন