জমি বন্ধক দিয়ে মেয়ের খেলার স্বপ্ন পূরণ বাবার

মেয়ের অদম্য ইচ্ছের কাছে হার মানলেন বাবা।  মেয়ের খেলার জন্য চাষের এক বিঘা জমি বন্ধক রাখলেন। সেই টাকায় মেয়েকে  নিয়ে রওনা দিলেন তামিলনাড়ুর কোয়াম্বাটুরে। সেখানে জুনিয়র ন্যাশনাল উশু চ্যাম্পিয়নশিপে সুযোগ পেয়েছে মেয়ে শর্মিষ্ঠা বর্মণ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৮ ০২:৩৮
Share:

শর্মিষ্ঠা বর্মণ। নিজস্ব চিত্র

মেয়ের অদম্য ইচ্ছের কাছে হার মানলেন বাবা। মেয়ের খেলার জন্য চাষের এক বিঘা জমি বন্ধক রাখলেন। সেই টাকায় মেয়েকে নিয়ে রওনা দিলেন তামিলনাড়ুর কোয়াম্বাটুরে। সেখানে জুনিয়র ন্যাশনাল উশু চ্যাম্পিয়নশিপে সুযোগ পেয়েছে মেয়ে শর্মিষ্ঠা বর্মণ।

Advertisement

তুফানগঞ্জ মহকুমার বোচামারী উচ্চতর বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী শর্মিষ্ঠা। পড়াশোনার সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত সে চেষ্টা চালিয়ে এসেছে উশুতে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে প্রতিদ্বন্দ্বিতা করার। অভাব হার মেনেছে তার জেদের কাছে, পরিশ্রম আর অধ্যাবসায়ের কাছে। চেষ্টার ফল মিলেছে তার। শর্মিষ্ঠা সুযোগ পেয়েছে তামিলনাড়ুর কোয়াম্বাটুরে ন্যাশনাল উশু চ্যাম্পিয়নশিপে প্রতিদ্বন্দ্বিতা করার। শর্মিষ্ঠা খেলবে জুনিয়ার উশুর টাইচিকুয়ান বিভাগে।

চলতি বছরে বেঙ্গল অলিম্পিক্সের উশু বিভাগে ব্রোঞ্চ পদক জিতেছিল শর্মিষ্ঠা। তারপর অক্টোবর মাসে ‘নর্থ বেঙ্গল উশু চ্যাম্পিয়নশিপ’-এ স্বর্ণ পদক। এখন পাখির চোখ জাতীয় স্তরের এই জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপ থেকে স্বর্ণপদক নিয়ে আসা। লক্ষ্যে অবিচল শর্মিষ্ঠা বলল, ‘‘এক দিন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করব, এই দিনটির অপেক্ষায় ছিলাম। চেষ্টা করব সোনা জেতার। তারপর ইচ্ছে আছে এশিয়ান গেমসে নামার। তার জন্য চেষ্টা চালিয়ে যাব।’’ বড় হয়ে পুলিশের চাকরি করতে চায় শর্মিষ্ঠা। উশু খেলার জন্য অনুপ্রাণিত করেছেন উত্তরবঙ্গে উশুর প্রাণপুরুষ সত্যেন বর্মণ। তার কাছেই প্রথম প্রশিক্ষণ শর্মিষ্ঠার। পরবর্তীতে প্রশান্ত বর্মণের কাছে সে প্র্যাকটিস করছে।

Advertisement

শর্মিষ্ঠার বাবা অনুপকুমার বর্মণ জানান, মেয়ের পড়াশোনার ফাঁকে উশু খেলা নিয়েই মেতে থাকে। গত চার বছর ধরে নিয়মিত উশুর প্র্যাকটিস করছে শর্মিষ্ঠা। ইতিমধ্যে অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, বেশ কিছু পদকও জিতেছে সে। অনুপবাবু বলেন, ‘‘আমি পেশায় কৃষিজীবী এবং সময় পেলে হোমিওপ্যাথ প্র্যাকটিস করি। মেয়েকে খেলার জন্য বাইরে নিয়ে যাওয়ার ক্ষমতা আমার নেই। কিন্তু মেয়ের ইচ্ছে, যে সুযোগ সে পেয়েছে সেটা হাতছাড়া করতে চায় না। তাই বাড়ির চাষের জমির এক বিঘা বন্ধক রেখে কুড়ি হাজার টাকা সংগ্রহ করেছি। সাংসদ দশরথ তিরকে তিনজন উশুর খেলোয়াড়কে দশ হাজার টাকা দিয়েছেন। আমার মেয়েও তা পেয়েছে। এ ছাড়াও, পাড়ার লোকজনের কাছ থেকে ধারদেনা করেছি। এইভাবে টাকা জোগাড় করে তামিলনাড়ু যাচ্ছি।’’

নর্থ বেঙ্গল উশু-র আহ্বায়ক তথা কোচবিহার জেলার উশু সভাপতি সত্যেন বর্মণ বলেন, ‘‘পশ্চিমবঙ্গের ২৪ জন ছেলেমেয়ে তামিলনাড়ুতে ন্যাশনাল উশু চ্যাম্পিয়নশিপে সুযোগ পেয়েছে। তার মধ্যে শর্মিষ্ঠা একজন।’’ চ্যাম্পিয়নশিপে কোচবিহার জেলার মোট সাতজন প্রতিযোগী অংশগ্রহণ করবে বলে তিনি জানান। তামিলনাড়ু পথে রওয়া হওয়ার আগে শর্মিষ্ঠার চোখে স্বপ্নপূরণের আনন্দ। কিন্তু তার চোয়াল চাপা জেদ বুঝিয়ে দিল, এবার নতুন আর এক স্বপ্নকে ছোঁয়ার সাধনা শুরু হয়ে গিয়েছে তার ভিতরে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement