Dengue

জ্বর সঙ্কট বাড়ছে

যদিও স্বাস্থ্য দফতরের হিসেব ডেঙ্গি সন্দেহে এবং জ্বরে আক্রান্ত ৬২ জন বিভিন্ন নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন। তবে বেসরকারি হিসেবে সংখ্যাটা অনেক বেশি বলেই দাবি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৭ ০৬:৪০
Share:

সতর্কতা: মশা রুখতে স্প্রে শিলিগুড়িতে। ছবি: স্বরূপ সরকার

নার্সিংহোমগুলিতে প্রতিদিন জ্বরে আক্রান্তের ভিড় বাড়ছে। কোথাও ২৫ জন, কোথাও ৩০ জন করে জ্বরে আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। অধিকাংশের এনএসওয়ান পরীক্ষায় শরীরে ডেঙ্গির জীবাণুও মিলেছে। চিকিৎসকরা ডেঙ্গি হয়েছে জানিয়ে চিকিৎসা করছেন। শিলিগুড়ি জেলা হাসপাতালে বুধবার রাতে দেড় ঘণ্টায় ৪২ জন রোগী এসেছেন জরুরি বিভাগে। তাঁদের অধিকাংশই জ্বরে আক্রান্ত। জেলা স্বাস্থ্য দফতর জানিয়েছে, বুধবার আক্রান্তের সংখ্যা ছিল ২০৪ জন। বৃহস্পতিবার তা বেড়ে দাঁড়িয়েছে ২১৭ জন।

Advertisement

যদিও স্বাস্থ্য দফতরের হিসেব ডেঙ্গি সন্দেহে এবং জ্বরে আক্রান্ত ৬২ জন বিভিন্ন নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন। তবে বেসরকারি হিসেবে সংখ্যাটা অনেক বেশি বলেই দাবি। খালপাড়ার একটি নার্সিংহোমে মঙ্গলবার ২৩ জন ডেঙ্গি আক্রান্ত ভর্তি ছিলেন। দু’দিনে তাঁদের কয়েক জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আবার জ্বর নিয়ে নতুন রোগীরাও ভর্তি হয়েছেন। বর্ধমান রোডের একটি নার্সিংহোমে, প্রধাননগরের মেঘনাদ সাহা সরণির একটি নার্সিংহোমে কুড়ি-তিরিশ জন জ্বরের রোগী এখনও ভর্তি রয়েছেন।

মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসিত বিশ্বাস অবশ্য বলেন, ‘‘শিলিগুড়ি হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ম্যাক এলাইজা পরীক্ষায় ডেঙ্গি নিশ্চিত হয়েছে চার জনের। এক জন ভর্তি রয়েছেন উত্তরবঙ্গ মেডিক্যালে। তার বাইরেও জ্বরে আক্রান্ত অনেক রোগী রয়েছেন।’’ তার দাবি, ২১৭ জন যাদের শরীরে ডেঙ্গির জীবাণু মিলেছিল তাদের মধ্যে ২০৩ জন সুস্থ হয়ে বাড়ি গিয়েছেন। দু’জন মারা গিয়েছেন। বাকিদের চিকিৎসা চলছে।

Advertisement

বেসরকারি হিসাবে ডেঙ্গিতে এখন পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা পাঁচশোরও বেশি। এ দিন তৃণমূলের কাউন্সিলর নান্টু পাল দাবি করেন, শহরে অন্তত দু’হাজার মানুষ ডেঙ্গিতে আক্রান্ত। শুধু, ৪, ৫, ১২, ১৫, ১৬, ৩৯ নম্বর ওয়ার্ডই নয়, আরও অনেক ওয়ার্ডেই ডেঙ্গি ছড়িয়ে পড়ছে। তাঁর দাবি, ‘‘আমার ওয়ার্ডেই বহু মানুষ ডেঙ্গিতে আক্রান্ত। পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র হরিসাধন ঘোষের পরিবারের চার জন ডেঙ্গি আক্রান্ত হয়ে পড়েছেন। তার মধ্যে এক জনের পরিস্থিতি সঙ্কটজনক।’’

ধূপগুড়িতেও ফের ডেঙ্গির থাবা। উত্তর খট্টিমারির বাসিন্দা অমিতকুমার রায় (৩৩) গত চার দিন ধরে জ্বরে ভুগছিলেন। জ্বর না কমায় চিকিৎসকের পরামর্শে রক্ত পরীক্ষা করলে ডেঙ্গু ধরা পড়ে। এখন তিনি ধূপগুড়ি হাসপাতালেই চিকিৎসাধীন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন