দুর্ঘটনায় মৃত ৫

ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কায় মৃত্যু হল ৫ জনের। রবিবার রাতে জলপাইগুড়ি শহর লাগোয়া তিস্তা সেতু এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে জলপাইগুড়িগামী একটি এসইউভি গাড়ির সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি ধাক্কা লাগে। গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে। গাড়িতে চালক সহ ৮ জন ছিলেন। দুর্ঘটনার পরে তাঁদের সকলকে জলপাইগুড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জলপাইগুড়ি শেষ আপডেট: ২২ জুন ২০১৫ ০৩:১৪
Share:

ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কায় মৃত্যু হল ৫ জনের। রবিবার রাতে জলপাইগুড়ি শহর লাগোয়া তিস্তা সেতু এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে জলপাইগুড়িগামী একটি এসইউভি গাড়ির সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি ধাক্কা লাগে। গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে। গাড়িতে চালক সহ ৮ জন ছিলেন। দুর্ঘটনার পরে তাঁদের সকলকে জলপাইগুড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া।

Advertisement

হাসপাতাল সূত্রের খবর, জখম ৫ জনের মৃত্যু হয়েছে। সকলেই হলদিবাড়ির বাসিন্দা বলে জানা গিয়েছে। সবাই যুব তৃণমূলের সমর্থক। এ দিন দলের একটি সভায় যোগ দিতে গাড়ি ভাড়া করে কোচবিহারে গিয়েছিলেন। ফেরার পথে ৩১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। তবে এ দিন রাত পর্যন্ত মৃতদের নাম জানা যায়নি। হলদিবাড়ির তৃণমূল নেতারা জলপাইগুড়ি সদর হাসপাতালে এসে মৃতদের শনাক্ত করবেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, ট্রাকের চালক পলাতক। জলপাইগুড়ির জেলা পুলিশ সুপার আকাশ মেঘারিয়া বলেন, ‘‘ট্রাকের চালকের খোঁজ মেলেনি। ছোট গাড়ির চালক কী অবস্থায় রয়েছেন তাঁর খোঁজ চলছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন