আদালতে ফের হাজিরা ধূপগুড়ির ছাত্রীর বাবার

আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফের মহকুমা শাসকের এজলাসে হাজিরা দিতে হল ধূপগুড়ির নিহত ছাত্রীর বাবাকে। ছাত্রীর বাবা সহ এলাকার পাঁচ জনের বিরুদ্ধে ধূপগুড়ি থানায় গত মাসে ১০৭ ধারায় আইনশৃঙ্খলা ভঙ্গের একটি মামলা দায়ের হয়। সেই মামলার ভিত্তিতেই এ দিন মহকুমা শাসকের এজলাসে হাজিরা দিতে হয়েছে ‘অভিযুক্ত’দের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৬ ০২:৩৫
Share:

আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফের মহকুমা শাসকের এজলাসে হাজিরা দিতে হল ধূপগুড়ির নিহত ছাত্রীর বাবাকে। ছাত্রীর বাবা সহ এলাকার পাঁচ জনের বিরুদ্ধে ধূপগুড়ি থানায় গত মাসে ১০৭ ধারায় আইনশৃঙ্খলা ভঙ্গের একটি মামলা দায়ের হয়। সেই মামলার ভিত্তিতেই এ দিন মহকুমা শাসকের এজলাসে হাজিরা দিতে হয়েছে ‘অভিযুক্ত’দের।

Advertisement

এ দিন অবশ্য মহকুমা শাসকের এজলাসে শুধুমাত্র হাজিরা দিয়েই ছাত্রী বাবা সহ অন্যদের মামলা থেকে ছাড় মিলেছে বলে জানা গিয়েছে। কোনও জরিমানা দিতে হয়নি। যদিও, বারবার ১০৭ ধারায় মামলা রুজু করে ছাত্রীর বাবাকে হয়রান করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুলেছে ধূপগুড়ি প্রতিবাদী মঞ্চের সদস্যরা।

এ দিন সন্ধ্যায় ছাত্রীর বাবা বলেন, ‘‘আর কতবার আমার বিরুদ্ধে মামলা করবে পুলিশ। যে যার মতো করে থানায় অভিযোগ জানাবে আর পুলিশ মামলা রুজু করে দেবে। সেই মামলায় জামিন নিতে আমাকে বারবার জলপাইগুড়ি যেতে হবে। এটাই বোধ হয় আমার ভবিতব্য।’’ গত জানুয়ারি মাস থেকেই হুমকির জেরে নিজের বাড়ি ছেড়ে পরিবার নিয়ে শ্বশুরবাড়িতে রয়েছেন ছাত্রীর বাবা। মেয়েকে ধর্ষণ করে খুনের অভিযোগ তুলে নেওয়ার জন্যই তাকে বারবার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। মিথ্যে মামলা দায়ের করে তাঁকে হেনস্তা করা হচ্ছে বলেও দাবি প্রতিবাদী মঞ্চের সদস্যদের।

Advertisement

ধূপগুড়ি নাগরিক মঞ্চের সম্পাদক অভিযোগ করে বলেন, ‘‘একের পর এক মিথ্যে মামলায় ছাত্রীর বাবাকে ফাঁসানো হচ্ছে। পুলিশের ভূমিকা নিয়ে আমরা একাধিকবার অভিযোগ জানিয়েছি। তারপরেও পরিস্থিতি বদলায়নি।’’

জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার আকাশ মেঘারিয়া এ দিন দাবি করেছেন, ‘‘ছাত্রীর বাবার নামে নতুন মামলা হয়নি। আইনশৃঙ্খলা ভঙ্গের একটি পুরোনো মামলা ছিল তাঁদের বিরুদ্ধে। ১০৭ ধারায় মামলা হওয়ায়, সেটি মহকুমা শাসকের আদালতে আগেই পাঠানো হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement