Tiger in Buxa

ভুটান থেকেই কি বক্সায় বাঘ? জল্পনা

এরই মধ্যে ট্র্যাপ ক্যামেরায় বাঘের ছবি মিলতেই বক্সায় পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছে। তবে জঙ্গল সাফারির গাড়ি কমে যাওয়ার অভিযোগ তুলে সরব হয়েছেন পর্যটন ব্যবসায়ীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আলিপুরদুয়ার, কালচিনি শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৩ ০৯:২৪
Share:

গভীরে, বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে বাঘের দেখা পাওয়ার পর আরও ট্র্যাপ ক্যামেরা বসানোর কাজ চলছে। নারায়ন দে।

বক্সার জঙ্গলে বৃহস্পতিবার রাতে ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়া রয়্যাল বেঙ্গল টাইগারটি কি ভুটান থেকে এসেছে? গত কয়েক দিন ধরে পাওয়া বাঘের পায়ের ছাপের গতিবিধি দেখে তেমন সম্ভবনা উড়িয়ে দিচ্ছেন না বন দফতরের কর্তারা। তবে বিভিন্ন জায়গায় সেই পায়ের ছাপ দেখে বন কর্তাদের অনেকেই এটাও জানাচ্ছেন, কয়েক দিন ধরেই যে রয়্যাল বেঙ্গল টাইগারটি বক্সায় ঘোরাঘুরি করছে, সে ব্যাপারে তাঁরা নিশ্চিত। এরই মধ্যে ট্র্যাপ ক্যামেরায় বাঘের ছবি মিলতেই বক্সায় পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছে। তবে জঙ্গল সাফারির গাড়ি কমে যাওয়ার অভিযোগ তুলে সরব হয়েছেন পর্যটন ব্যবসায়ীরা।

Advertisement

রাজ্যের প্রধান মুখ্য বনপাল (বন্যপ্রাণ) দেবল রায় বলেন, “ট্র্যাপ ক্যামেরায় বৃহস্পতিবার যে বাঘের ছবি ধরা পড়েছে, সেটি ভুটান থেকে বক্সার জঙ্গলে এসে থাকতে পারে। তবে মাথায় রাখতে হবে, বক্সায় বাঘের বসবাসের পরিবেশ তৈরি হচ্ছে। সে জন্যই এখানে বাঘের দেখা মিলছে। বক্সার জঙ্গলে বাঘটিকে ‘ট্র্যাক’ করার চেষ্টা চলছে।” বন দফতর সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে বক্সার জঙ্গলে প্রায় দু’শোটি ট্র্যাপ ক্যামেরা রয়েছে।

এর আগে, ২০২১ সালের ১১ ডিসেম্বর শেষ বার বন দফতরের ট্র্যাপ ক্যামেরায় বক্সায় একটি রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ধরা পড়েছিল। রাজ্যের প্রাক্তন প্রধান মুখ্য বনপাল (বন্যপ্রাণ) রবিকান্ত সিংহ বলেন, “সেই সময়েও বাঘটি ভুটান থেকে জয়ন্তী পাহাড়ের রাস্তা ধরেই বক্সায় এসেছিল। এ বারের বাঘটিও ভুটান বা অসম থেকে আসতে পারে। তবে নিশ্চিত নই।”

Advertisement

ট্র্যাপ ক্যামেরায় বাঘের ছবি ধরা পড়ার খবর ছড়াতেই বক্সায় পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছে। শিলিগুড়ির পর্যটক কাজল দত্ত বলেন, “বক্সায় বাঘ পাওয়া গিয়েছে শুনেই এ দিন সকাল-সকাল আলিপুরদুয়ারে রওনা হই। পৌঁছতে দুপুর হয়ে যায়। বাঘের দেখা পাই কি না, দেখি।” জয়ন্তীর পর্যটন ব্যবসায়ী রাজদীপ দে বলেন, “বছরের শেষে বাঘের ছবি সামনে আসার পরে, বিভিন্ন জায়গা থেকে পর্যটকদের ফোন আসতে শুরু করেছে। কিন্তু সাফারির গাড়ি কমে যাওয়ায় সমস্যা হচ্ছে। বন দফতর যদি নতুন গাড়ি আসার পরে, পুরোনো গাড়ি চলা বন্ধ করত, তা হলে ভাল হত।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন