রব্বানিই দায়ী: দিলীপ 

ইসলামপুরের দাড়িভিট উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের আন্দোলন চলাকালীন গুলিবিদ্ধ হয়ে দুই ছাত্রের মৃত্যুর ঘটনার জন্য গোয়ালপোখরের বিধায়ক তথা রাজ্যের পর্যটন দফতরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানির বিরুদ্ধে আঙুল তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। 

Advertisement

গৌর আচার্য

হেমতাবাদ শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৫১
Share:

দিলীপ ঘোষ। —ফাইল চিত্র।

ইসলামপুরের দাড়িভিট উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের আন্দোলন চলাকালীন গুলিবিদ্ধ হয়ে দুই ছাত্রের মৃত্যুর ঘটনার জন্য গোয়ালপোখরের বিধায়ক তথা রাজ্যের পর্যটন দফতরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানির বিরুদ্ধে আঙুল তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

Advertisement

মঙ্গলবার উত্তর দিনাজপুরের হেমতাবাদ শালবাগান মাঠে দলের জন সংযোগ সভায় দিলীপ দাবি করেন, ‘‘পড়ুয়াদের আন্দোলনের জেরে প্রশাসন ওই স্কুলে উর্দু শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ রেখেছিল। কিন্তু মন্ত্রী সরকারি ক্ষমতার অপব্যবহার করে পুলিশের সাহায্যে তাঁর এক আত্মীয়কে ওই স্কুলে নিয়োগের চেষ্টা করেছিলেন। তার জন্যই পড়ুয়ারা আন্দোলন শুরু করে সেই আন্দোলন সামাল দিতে না পেরে পুলিশ গুলি চালায়।’’

দিলীপের বক্তব্য, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তের আগেই বলে দিয়েছেন ছাত্রদের উপর গুলি চালানোর ঘটনায় বিজেপি ও আরএসএস জড়িত। তাই পুলিশের তদন্ত কী রিপোর্ট আসবে, তা আগে থেকেই বোঝা যাচ্ছে। দল ও মৃতদের পরিবারের তরফে দু-একদিনের মধ্যে কলকাতা হাইকোর্টে গুলি চালনার ঘটনার সিবিআই তদন্তের দাবিতে মামলা দায়ের করা হবে। সিবিআই তদন্ত হলেই কাদের মদতে, কারা, কেনও নিরীহ ছাত্রদের উপর গুলি চালালো তা স্পষ্ট হবে।’’

Advertisement

মন্ত্রী গোলাম রব্বানির পাল্টা দাবি, ‘‘দিলীপবাবু রাজনীতি করতে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছেন। আমার নির্দেশ অমান্য করে আমাকে অন্ধকারে রেখে ওই স্কুলে বেআইনি ভাবে উর্দু শিক্ষক নিয়োগের চেষ্টা হয়। তার জেরে পড়ুয়াদের বিক্ষোভ চলাকালীন বিজেপি ও আরএসএস পুলিশকে সামনে রেখে আন্দোলনকারীদের উপর গুলি চালায়। তাতেই দুই ছাত্রের মৃত্যু হয়েছে।’’ এ দিন হেমতাবাদ ব্লক কংগ্রেস সভাপতি গোপাল মজুমদার, জেলা মহিলা সভানেত্রী শিবানী মজুমদার এবং তৃণমূলের শতাধিক কর্মী বিজেপিতে যোগ দিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন