‘প্রধানমন্ত্রী’র হাতে আজ উঠবে শিশুমিত্র

স্কুলের প্রধান শিক্ষক জয়ন্ত পাল বলেন, “শিশুমিত্র পুরস্কার বড় প্রাপ্তি। মহাজাতি সদনে পুরস্কার নিতে মুখিয়ে রয়েছি। ওই অনুষ্ঠানে আমাদের স্কুল দলের প্রতিনিধিদের মধ্যে দুই ছাত্রীও থাকবে। তাদের এক জন স্কুলের চাইল্ড ক্যাবিনেটের প্রধানমন্ত্রী। অন্য জন স্কুলের ওই চাইল্ড ক্যাবিনেটের খাদ্যমন্ত্রী দিশা সরকার।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কোচবিহার শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৭ ০২:৪৬
Share:

‘প্রধানমন্ত্রী’কে নিয়ে শিশুমিত্র পুরস্কার নেবেন কোচবিহারের দেওয়ানহাট হাইস্কুলের প্রধানশিক্ষক!

Advertisement

আজ শুক্রবার কলকাতার মহাজাতি সদনে সর্বশিক্ষা মিশনের উদ্যোগে রাজ্যের বিভিন্ন জেলার স্কুলগুলিকে পুরস্কৃত করা হবে। অনুষ্ঠানে কোচবিহারের একমাত্র হাইস্কুল হিসেবে শিশুমিত্র পুরস্কার পাবে দেওয়ানহাট হাইস্কুল। ওই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান শিক্ষক-সহ অন্যদের সঙ্গে উপস্থিত থাকবে স্কুলের চাইল্ড ক্যাবিনেটের ‘প্রধানমন্ত্রী’ তথা নবম শ্রেণির ছাত্রী পূর্বাশা সরকারও।

স্কুলের প্রধান শিক্ষক জয়ন্ত পাল বলেন, “শিশুমিত্র পুরস্কার বড় প্রাপ্তি। মহাজাতি সদনে পুরস্কার নিতে মুখিয়ে রয়েছি। ওই অনুষ্ঠানে আমাদের স্কুল দলের প্রতিনিধিদের মধ্যে দুই ছাত্রীও থাকবে। তাদের এক জন স্কুলের চাইল্ড ক্যাবিনেটের প্রধানমন্ত্রী। অন্য জন স্কুলের ওই চাইল্ড ক্যাবিনেটের খাদ্যমন্ত্রী দিশা সরকার।”

Advertisement

এমন সুযোগ পেয়ে খুশি ‘প্রধানমন্ত্রী’ নিজেও। পূর্বাশার কথায়, “শিক্ষা, খাদ্য, স্বাস্থ্যমন্ত্রীও ক্যাবিনেটে দারুণ সাহায্য করে। সবাই মিলে আলোচনা করে স্কুলের পরিচ্ছন্নতা, মিড ডে মেলের দেখভাল করি আমরা।’’ তার কথায়, ‘‘এত বড় অনুষ্ঠানে যাওয়ার সুযোগ পেয়েছি সেই কাজ করেই। দারুণ লাগছে।” ‘খাদ্যমন্ত্রী’ নবম শ্রেণিরই পড়ুয়া দিশা জানিয়েছে, সবাই যাতে সাবান দিয়ে ঠিকঠাক হাত ধোয়, তাতে বাড়তি নজর রাখা হয়।

সর্বশিক্ষা মিশন সূত্রেই জানা গিয়েছে, পরিচ্ছন্নতা, কিচেন গার্ডেন, পড়ুয়াদের উপস্থিতির হার, মিড ডে মিলের খাবারের গুণগতমান, পানীয় জলের ব্যবস্থা, শৌচাগারের পরিকাঠামো-সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখে ‘নির্মল বিদ্যালয়’ পুরস্কার দেওয়া হয়। যারা ওই পুরস্কার প্রাপ্ত পেয়েছে, তাদের মধ্যে থেকে শিশুমিত্র পুরস্কারের জন্য স্কুলগুলিকে বেছে নেওয়া হয়। রাজ্যস্তরের এক প্রতিনিধি দল সরেজমিনে ঘুরে নম্বর দেন। মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই সেরারা নির্বাচিত হয়।

সর্বশিক্ষা মিশনের কোচবিহার জেলা আধিকারিক মহাদেব শৈব্য জানিয়েছেন, দেওয়ানহাট হাইস্কুলের সঙ্গে এ বছরের পুরস্কারপ্রাপকদের তালিকায় জেলায় দু’টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তালিকা হয়। দফতর সূত্রে খবর, স্কুল দু’টির একটি কোচবিহার সদরের আমবাড়ি নম্বর ৩ এসসি এবং অন্যটি মাথাভাঙার কালিরহাট গভর্নমেন্ট প্রাইমারি স্কুল।

ওই দুটি স্কুলও নজরকাড়া। কালিরহাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক প্রীতিশ কুমার দেব বলেন, “আমাদের স্কুলে কিচেন গার্ডেন, ফুল বাগান, প্রজেক্টর, ডাস্টবিন, পরিস্রুত পানীয় জল— সব আছে।” আমবাড়ি ৩ প্রাথমিক স্কুলের প্রধানশিক্ষিকা অর্চনা মণ্ডল বলেন, “স্কুলকে পরিচ্ছন্ন শিশুবান্ধব করারই স্বীকৃতিই এই পুরস্কার।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন