যানজটে জেরবার, ফুঁসছে রায়গঞ্জ

কোথাও রাস্তার একাংশ দখল করে বেআইনি পার্কিং। আবার কোথাও রাস্তার উপরেই বেআইনিভাবে গাড়ি দাঁড় করিয়ে চলছে যাত্রী ওঠানো নামানো। এরই জেরে নিত্য যানজটে নাকাল হচ্ছেন রায়গঞ্জের বাসিন্দারা। অভিযোগ, পুলিশের গাফিলতিতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।

Advertisement

গৌর আচার্য

রায়গঞ্জ শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৬ ০২:৪৩
Share:

নো পার্কিং বোর্ড লাগানো এলাকাতেও চলছে দেদার গাড়ি দাঁড় করানো। — নিজস্ব চিত্র

কোথাও রাস্তার একাংশ দখল করে বেআইনি পার্কিং। আবার কোথাও রাস্তার উপরেই বেআইনিভাবে গাড়ি দাঁড় করিয়ে চলছে যাত্রী ওঠানো নামানো। এরই জেরে নিত্য যানজটে নাকাল হচ্ছেন রায়গঞ্জের বাসিন্দারা। অভিযোগ, পুলিশের গাফিলতিতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। শহরে বেআইনি পার্কিং বন্ধের দাবিতে প্রায় তিন মাস আগে উত্তর দিনাজপুরের পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছিল কংগ্রেস। কিন্তু পরিস্থিতির বদল হয়নি বলে অভিযোগ।

Advertisement

পুলিশ সূত্রের খবর, শহরের প্রতিদিন প্রায় ১০০ জন ট্রাফিক পুলিশ ও সিভিক ভলান্টিয়ার যান নিয়ন্ত্রণের কাজ করেন। কিন্তু তাঁরা শহরে বেআইনি পার্কিং ও যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধে কোনও পদক্ষেপ করেন না বলে অভিযোগ। ফলে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভের পারদ চড়তে শুরু করেছে জেলা পুলিশ সুপার অমিতকুমার ভরত রাঠৌরের দাবি, তিনি বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ নেবেন।

বাসিন্দাদের অভিযোগ, ট্রাফিক পুলিশের সামনেই দীর্ঘদিন ধরে শহরের উত্তরে সুদর্শনপুর, শিলিগুড়িমোড়, নেতাজি সুভাষরোড, মোহনবাটি, দক্ষিণে বিদ্রোহীমোড়, মহাত্মাগাঁধী রোড, পুর বাস স্ট্যান্ড মোড়, পূর্বে হাসপাতাল রোড, জেলখানা রোড ও কলেজ মোড় এলাকার বিভিন্ন রাস্তার একাংশ দখল করে বাসিন্দারা দিনভর মোটরবাইক ও ছোট গাড়ি পার্কিং করে রাখেন। বিভিন্ন লোকাল রুটের বাস, ট্রেকার, অটো ও টোটো যাত্রী তোলে। এর জেরে প্রতি দিন বিদ্রোহীমোড় থেকে পুরবাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় এক কিলোমিটার, মোহনবাটি থেকে বিধাননগর মোড় পর্যন্ত প্রায় ৩০০ মিটার, দেহশ্রী মোড় থেকে আশা টকিজ মোড় পর্যন্ত প্রায় ৫০০ মিটার ও শিলিগুড়ি মোড় এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়ক ও রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়কে দিনভর যানজট লেগে থাকে।

Advertisement

জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পবিত্র চন্দের দাবি, গত মে মাসে দলের জেলা সভাপতি মোহিত সেনগুপ্তের নেতৃত্বে জেলা কংগ্রেসের একটি প্রতিনিধি দল পুলিশ সুপারের কাছে শহরে বেআইনি পার্কিং ও যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধ করার দাবি জানিয়েছিলেন। এরপর পুলিশ শিলিগুড়িমোড় থেকে বিদ্রোহীমোড় পর্যন্ত কিছু এলাকায় নো পার্কিং বোর্ড লাগিয়েই দায় সেরেছে।

রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী বলেন, ‘‘শহরজুড়ে বেআইনি পার্কিং ও বেআইনি স্টপের জেরে বাসিন্দারা প্রাণের ঝুঁকি নিয়ে রাস্তার উপর দিয়ে হাঁটাচলা করতে বাধ্য হন। বিভিন্ন দোকানে ঢোকার রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ায় ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন