অব্যবস্থার শিলিগুড়ি হাসপাতালে ঘরে-বাইরে এক ছবি

শিলিগুড়ি হাসপাতালে শয্যা ৪০ ভর্তি ১০০

জ্বরের উপসর্গ নিয়ে রোগীদের ভিড় বাড়ছে শিলিগুড়ি জেলা হাসপাতালে। অবস্থা এমনই যে হাসপাতালের পুরুষ মেডিসিন বিভাগে শয্যা পাচ্ছে না রোগীরা। ফলে বাধ্য হয়ে মেঝেতে শুয়ে রয়েছে তাঁরা। দু’দিন ধরে ভর্তি থেকেও শয্যা মিলছে না বলে অভিযোগ রোগীর আত্মীয়দের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৮ ০৭:৩০
Share:

জ্বর-আক্রান্ত: রোগীর তুমুল ভিড়। পর্যাপ্ত শয্যা নেই। মেঝে, সিঁড়ির সামনেই শুয়ে রয়েছেন রোগীরা। শিলিগুড়ি জেলা হাসপাতালে। ছবি: বিশ্বরূপ বসাক

জ্বরের উপসর্গ নিয়ে রোগীদের ভিড় বাড়ছে শিলিগুড়ি জেলা হাসপাতালে। অবস্থা এমনই যে হাসপাতালের পুরুষ মেডিসিন বিভাগে শয্যা পাচ্ছে না রোগীরা। ফলে বাধ্য হয়ে মেঝেতে শুয়ে রয়েছে তাঁরা। দু’দিন ধরে ভর্তি থেকেও শয্যা মিলছে না বলে অভিযোগ রোগীর আত্মীয়দের।

Advertisement

শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপার অমিতাভ মণ্ডল বলেন, ‘‘এই মরসুমে জ্বর হয়। হাসপাতালে শয্যা সংখ্যার চেয়ে রোগীর চাপ বেশি থাকায় সবাই শয্যা পাচ্ছেন না।’’ কেউ চিকনগুনিয়া বা ডেঙ্গি নিয়ে ভর্তি হয়নি বলে তিনি জানিয়েছেন। হাসপাতালের চিকিৎসকদের একাংশ বলেন, মরসুম পরিবর্তনের জন্যই জ্বরের প্রকোপ বাড়ছে। এটা এক ধরনের ভাইরাসঘটিত জ্বর।

শিলিগুড়ি শহরে কিছুদিন আগেই চিকনগুনিয়া জ্বরে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছিল। তারপরে জ্বরে রোগীর সংখ্যা বাড়ায় বেড়েছে আশঙ্কাও। হাসপাতালের দোতলায় পুরুষ মেডিসিন বিভাগে এ দিন দেখা গিয়েছে সেখানে থিকথিক করছে রোগীদের ভিড়। মেঝে, করিডরেও রোগীরা বিছানা পেতে শুয়ে রয়েছেন। সিঁড়ির সামনেও সারি সারি বিছানা পেতে রয়েছেন রোগীরা।

Advertisement

শিলিগুড়ি জেলা হাসপাতালের পুরুষ মেডিসিন বিভাগে মোট ৪০টি বেড রয়েছে, এদিকে সেখানে ভর্তি থাকা রোগীর সংখ্যা ১০০ ছুঁয়েছে। এদের মধ্যে অর্ধেক রোগীই জ্বরে আক্রান্ত হয়ে এসেছেন। বছরের অন্য সময় জ্বরে আক্রান্ত রোগীর চেয়ে এখন রোগীর সংখ্যা অনেকটাই বেশি বলে হাসপাতালের কর্মীরা জানিয়েছেন। শিলিগুড়ি ছাড়াও ডাবগ্রাম, আমবাড়ি, একতিয়াশাল, গজলডোবা সহ বিভিন্ন এলাকা থেকে রোগীরা জ্বরে আক্রান্ত হয়ে জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর আত্মীয় সুনীল পাসোয়ান বলেন, ‘‘গতকালকেই ভর্তি করা হয়েছে আমার ছেলেকে। বারবার বলেও বেড না মেলায় মেঝেতেই রাখতে হয়েছে তাকে।’’ শরীর দূর্বল গায়ে ব্যাথা এবং জ্বরের উপসর্গ নিয়েই বেশিরভাগ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গিয়েছে। হাসপাতালে ভর্তি থাকা শিলিগুড়ির একতিয়াশাল এলাকার বাসিন্দা অরুণ চৌবে বলেন, ‘‘জ্বর নিয়ে গত রবিবার রাতে ভর্তি হয়েছি। এখনও বেড পাইনি। তাই মেঝেতেই থাকতে হচ্ছে।’’

এই বিষয়ে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য বলেন, ‘‘হাসপাতালে শয্যা সংখ্যা না বাড়ানো পর্যন্ত এই সমস্যা মেটানো খুব কঠিন। আমরা এই ব্যাপারে চেষ্টা চালাচ্ছি। যাতে দ্রুত হাসপাতালে বেডের সংখ্যা বাড়ানো যায়। চলতি মাসেই কলকাতায় স্বাস্থ্য ভবনে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন