সকাল থেকে তুষারপাত নাথু লায়। —নিজস্ব চিত্র।
টানা বর্ষণ, ধসে দার্জিলিং যখন বিধ্বস্ত, তখন বিপরীত ছবি দেখা গেল পূর্ব সিকিমে। রবিবার পূর্ব সিকিমের নাথু লায় চলতি মরসুমে প্রথম তুষারপাত হল। দার্জিলিং এবং কালিম্পঙের হোটেল, হোমস্টেগুলিতে আটকে থাকা পর্যটকেরা যখন বাড়ি ফেরার জন্য মুখিয়ে, তখন নাথু লা বেড়াতে যাওয়া ভ্রমণার্থীরা নৈসর্গিক দৃশ্য চাক্ষুষ করলেন।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, রবিবার সকাল থেকে নাথু লায় তুষারপাত শুরু হয়েছে। পুরু বরফের চাদরে ঢেকেছে রাস্তা, বাড়ির ছাদ থেকে গাছপালা। গাড়ি নিয়ে বেরিয়ে মাঝেমধ্যেই থমকে যাচ্ছেন পর্যটকেরা। বরফ নিয়ে খেলা থেকে ছবি তোলা, সবই চলল।
নাথু লা পূর্ব সিকিম জেলার হিমালয়ের একটি গিরিপথ। গ্যাংটক থেকে চিন সীমান্তের কাছে নাথু লা, ছাঙ্গু লেক এবং বাবা মন্দির বেড়াতে যান বহু পর্যটক। রবিবার সকাল থেকেই ওই সব জায়গায় ঝির ঝির করে বরফ পড়ছিল। দুপুর থেকে তার প্রাবল্য বাড়তে থাকে।
অন্য দিকে, এক রাতের বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং জেলা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিরিক। দুর্যোগের কবলে পড়ে এ পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা। ভুটানে টানা বর্ষণ চলছে। তার ফলে ফুলেফেঁপে উঠেছে তিস্তা, তোর্সা, মহানন্দা, জলঢাকা-সহ উত্তরবঙ্গের নদীগুলি।
বরফে ঢাকা নাথু লার রাস্তা। —নিজস্ব চিত্র।
ভুটান এবং পাহাড়ে ভারী বৃষ্টির কারণে জল নেমে এসেছে ডুয়ার্স-সহ উত্তরবঙ্গের সমতলেও। আগামী ২৪ ঘণ্টায় ওই এলাকাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।