শহরের মধ্যে আক্রান্ত তরুণী, উদ্বেগ সব মহলেই

বাসিন্দারা রুখে দাঁড়ানোয় অত্যাচারিত হওয়ার হাত থেকে রক্ষা পেয়েছেন এক তরুণী। হিলকার্ট রোডের পাশে ব্যস্ত এলাকায় এক তরুণীর ওপর শারীরিক অত্যাচার চালানোর অভিযোগ ওঠায় উদ্বেগে পুলিশ থেকে সামাজিক সংগঠনগুলি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৬ ০২:১২
Share:

—প্রতীকী ছবি।

বাসিন্দারা রুখে দাঁড়ানোয় অত্যাচারিত হওয়ার হাত থেকে রক্ষা পেয়েছেন এক তরুণী। হিলকার্ট রোডের পাশে ব্যস্ত এলাকায় এক তরুণীর ওপর শারীরিক অত্যাচার চালানোর অভিযোগ ওঠায় উদ্বেগে পুলিশ থেকে সামাজিক সংগঠনগুলি।

Advertisement

মহানন্দা সেতু লাগোয়া ওই এলাকায় আলো তুলনামূলক কম। উৎসবের সময়ে শহরের যে সব এলাকা তুলনামূলক নির্জন সেখানেও নিয়মিত টহলদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। শনিবার সকালে পুলিশ কমিশনারেট থেকে সব থানায় টহলদারি বাড়ানো এবং পুজো কমিটিগুলির সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে কোনও এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির সামান্য চ্যূতি ঘটলেই থানায় খবর পৌঁছে যায়। শিলিগুড়ির পুলিশ কমিশনার চেলিং সিমিক লেপচা বলেন, ‘‘সারা শহর জুড়েই টহলদারি বাড়ানো হয়েছে। বাসিন্দাদের সহযোগিতা সব সময়েই কাম্য। তা হলে সব অপরাধ গোড়াতেই নির্মূল করা যাবে।’’

গত শুক্রবার রাতে হিলকার্ট রোডের মহানন্দা সেতু লাগোয়া মন্দিরে কালীপুজোর প্রস্তুতি চলার সময়ে, বাসিন্দারা পাশের থেকে এত তরুণীর গোঙানির শব্দ পান। মন্দিরে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার প্রাক্তন সিপিএম কাউন্সিলর বিনিময় মৌলিক ওরফে পল্টুবাবু। তিনি সহ বাকিরা গিয়ে তরুণীর ওপরে দু’জনকে অত্যাচার চালাতে দেখেন বলে অভিযোগ। দুই অভিযুক্তকে ধরে ফেলেন সকলে। কোমর থেকে বেল্ট খুলে অভিযুক্তদের মারধরও করেন পল্টুবাবু। পাশের ট্র্যাফিক গার্ডের অফিসে খবর পাঠিয়ে পুলিশের হাতে তুলে দেন অভিযুক্তদের। তবে নির্যাতিতা তরুণীর খোঁজ মেলেনি বলে পুলিশ জানিয়েছে। ধৃত দু’জনকে শনিবার আদালতে পাঠানো হলে তাঁরা জামিনে মুক্তি পান।

Advertisement

তবে অন্যায় দেখে সরব হওয়ার ঘটনায় আশার আলো দেখছেন শহরের অনেকেই। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কো-অর্ডিনেটর শেখর সাহা বলেন, ‘‘পথচলতি সকলে যদি কোথাও কোনও তরুণী, যুবতী অথবা মহিলার ওপরে সামান্য কটুক্তির প্রতিবাদ করেন তবেই বড় অপরাধ দমন করা যাবে। গত শুক্রবার মহানন্দা সেতুর ধারে বাসিন্দারা যে ভাবে তৎপর হয়েছেন তা দৃষ্টান্তমূলক।’’ শেখরবাবুর দাবি এই ঘটনাকে সামনে রেখে প্রশাসনের সচেতনতা প্রসারের কর্মসূচি নিতে হবে। আইনি পরিষেবা সমিতির সঙ্গে যুক্ত অমিত সরকার বলেন, ‘‘বাসিন্দাদের একজোট হতে হবে। অনেক সময়ে কেউ কিছু দেখলেও ভয়ে প্রতিবাদ করতে পারেন না। তারা প্রশাসনের দেওয়া বিভিন্ন ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন।’’ বাসিন্দাদের ফোনে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন শিলিগুড়ির পুলিশ কমিশনারও।

যদিও, বিষয়টিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন নারী নির্যাতন রুখতে কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার দীপশ্রী রায়। তাঁর কথায়, ‘‘বাসিন্দাদের প্রতিবাদী হতে শেখাতে হবে। শিলিগুড়ির ওই ঘটনা একটি উদাহরণ। পুলিশ এবং প্রশাসন ওই বাসিন্দাদের উৎসাহিত করুক, এবং সচেতনতা প্রসার করুক।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন