ফ্ল্যাটে ঢুকে আইনজীবীকে গলা কেটে খুন, উধাও রক্তমাখা সন্দেহভাজন

দিনে দুপুরে নিজের বাড়ির মধ্যেই খুন হয়ে গেলেন এক আইনজীবী। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরে। মৃতের নাম কিশোর চন্দ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৫ ১১:১৭
Share:

দিনে দুপুরে নিজের বাড়ির মধ্যেই খুন হয়ে গেলেন এক আইনজীবী। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরে। মৃতের নাম কিশোর চন্দ।

Advertisement

সূত্রের খবর, জলপাইগুড়ি শহরের স্টেশন রোড এলাকায় তিন তলার একটি ফ্ল্যাটে থাকতেন পেশায় আইনজীবী বছর ছেচল্লিশের কিশোর বাবু। তিনি ওই ফ্ল্যাটে একাই থাকতেন। এ দিন সকাল ১০টা নাগাদ তাঁকে ডাকতে তাঁর কয়েক জন সহকর্মী আসেন। অনেক ডাকাডাকিতেও সারা না দেওয়ায় ঘরের ভিতর ঢুকে, তাঁরা কিশোরবাবুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সহকর্মীরাই কোতয়ালি থানায় খবর দেন।

খুনের কথা জানাজানি হওয়ার কিছু ক্ষণ আগে স্থানীয় কয়েক জন ব্যবসায়ী এক ব্যক্তিকে হেঁটে হেঁটে চলে যেতে দেখেন। জামায় রক্তের দাগ দেখে অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে হাসপাতালে যাওয়ার কথা বলা হয়। কী ভাবে রক্ত লাগল তাও জানতে চাওয়া হয়। অভিযোগ, জামায় রক্ত লাগার কারণ না বলে সে’খান থেকে চলে যায় সে।

Advertisement

পুলিশ জানিয়েছে, ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে বলে অনুমান। খুনের কারণ নিয়ে ধন্দ রয়েছে। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। জনবহুল এলাকায় এই খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement