Leopard

Leopard Died: রাস্তা পারাপার করতে গিয়ে গাড়ির ধাক্কায় ফের চিতাবাঘের মৃত্যু বাগডোগরায়

গত এপ্রিল মাসেও এই ভাবেই গাড়ির ধাক্কায় একটি কমবয়সি চিতাবাঘের মৃত্যু হয়েছিল ডুয়ার্সে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বাগডোগরা শেষ আপডেট: ০৭ জুলাই ২০২২ ০১:১৬
Share:

নিজস্ব চিত্র।

ফের গাড়ির ধাক্কায় মৃত্যু হল চিতাবাঘের। বুধবার দার্জিলিঙের বাগডোগরায় এশিয়ান হাইওয়ে থেকে উদ্ধার করা হয় রক্তাক্ত চিতাবাঘটিকে। খবর পেয়েই ঘটনাস্থলে আসেন বন বিভাগের কর্মীরা। বৃহস্পতিবার চিতাবাঘটির দেহের ময়নাতদন্ত করা হবে বলে খবর বন দফতর সূত্রে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, সি‌ঙ্গিঝোড়া চা বাগানের সংলগ্ন সড়কের উপর চিতাবাঘটিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান চা বাগানের কর্মীরা। এর পরেই খবর দেওয়া হয় বন দফতরে। বনকর্মীদের অনুমান, রাস্তা পারাপার করতে গিয়ে গাড়ির ধাক্কায় চিতাবাঘটির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বন্যপ্রাণীটিকে শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে নিয়ে গিয়ে দেহের ময়নাতদন্ত করা হবে বলে জানান এক বনকর্মী।

প্রঙ্গগত, গত এপ্রিল মাসেও এই ভাবেই গাড়ির ধাক্কায় একটি কমবয়সি চিতাবাঘের মৃত্যু হয়েছিল ডুয়ার্সে। তোতাপাড়া থেকে জালাপাড়াগামী রাস্তায় থেকে ওই চিতাবাঘের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন